ফাঁস হলো OnePlus 13 ফোনের ডিজাইন! দেখে নিন কেমন হবে এই নতুন ফোনের লুক

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

মোবাইলের জগতে ওয়ানপ্লাস (OnePlus) হল একটি সুপরিচিত ব্র্যান্ড (brand)। যতদিন যাচ্ছে তারা তাদের প্রোডাক্টকে আরো উন্নত করছে। অতি সম্প্রতি জানা গেছে যে ওয়ানপ্লাস তাদের প্রোডাক্টের নতুন নাম্বার সিরিজ বাজারে আনছে।

ওয়ানপ্লাস এর নতুন মডেলটি একটি মক রেন্ডার (Mock Render : কোন ডিভাইসের designing এর একটি scale যার দ্বারা নতুন ডিজাইন কে আরো উন্নত এবং সহজে ব্যবহারযোগ্য করা হয়)। সেখান থেকে এটা নিশ্চিত যে, ওয়ানপ্লাস তাদের নতুন মডেলটি(model) কে আরো উন্নতভাবে গড়ে তুলেছে । ফলে এটি মানুষ খুব সহজেই ব্যবহার করতে পারবে এবং জনপ্রিয় হবে অনেক আজকের প্রতিবেদনে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হলো।

“OnePlus 13” ফোনের নতুন কিছু গঠনগত বৈশিষ্ট্য:

১) মাইক্রোব্লগার (Micro Blogger) নামের একটি ওয়েবসাইট-এ নতুন মডেলের একটি ছবি প্রকাশিত হয়েছে। মনে করা হচ্ছে, এটিই হল “OnePlus 13″।

২) ছবি থেকে এটি পরিষ্কার যে, নতুন মডেলটি আগের মডেলের থেকে অনেকটাই আলাদা। আগের মডেলটিতে ক্যামেরা ছিল সার্কুলার রেন্ডার ক্যামেরা মডিউল (circular Render Camera module) অর্থাৎ এখানে ফোনের ব্যাকসাইডে ক্যামেরাগুলি একটি বৃত্তাকার থানে থাকে। আর নতুন ফোনটিতে ক্যামেরা হল স্কয়ার রেন্ডার ক্যামেরা মডিউল (Square Render Camera module) অর্থাৎ এখানে ফোনের ব্যাকসাইডে ক্যামেরাগুলি একটি চৌকাকৃতির স্থানে থাকে। সার্কুলার রেন্ডার ক্যামেরার সুবিধা হল সেটি কোন একটি বস্তুকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি ক্যাপচার করতে পারে । কিন্তু স্কয়ার রেন্ডার ক্যামেরা তার পাশাপাশি যে কোন অন্ধকার স্থানেও খুব সুন্দর ভাবে ছবি ক্যাপচার করতে পারে।

৩) ওয়ানপ্লাস থার্টিন এর চৌকাকৃতি মডিউলে থাকা ক্যামেরাতে চারটি কাটআউট আছে তিনটি ক্যামেরা(camera) এবং একটি ফ্ল্যাশলাইট(Flash light)।

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

৪) ওয়ানপ্লাস থার্টিন এর ডানদিকে থাকছে ভলিউম বাটন (volume button) এবং পাওয়ার বাটন(power button) । ফোনের বাম দিকে থাকছে অ্যালার্ট স্লাইডার (Alert slider: যা ফোনের বাঁদিকে থাকা একটি বাটন)।এর সাহায্যে আপনি ফোনের সেটিংস এর না গিয়েই ফোনের সাউন্ড মোড (sound mode) আপনার প্রয়োজন মত (ring mode, vibrate mode, silence mode) চেঞ্জ করতে পারবেন ।

৫) এই মোবাইলের ক্যামেরা তে হ্যাসেলব্লেড (Hasselblad) ব্র্যান্ডের অবদান আছে এবং হ্যাসেলব্লেড ব্র্যান্ড এর অবদানকে চিহ্নিত করতে তিনটি ক্যামেরার মধ্যে একটি ক্যামেরা কে একটি বিশেষ রঙের দ্বারা চিহ্নিত করা হয়েছে । হ্যাসেলব্লেড ব্র্যান্ডের অবদান থাকার জন্য এই মডেলের ক্যামেরার সাহায্যে আপনি নির্ভুল রঙের প্রাকৃতিক ছবি তুলতে পারবেন, ছবি তোলার সময় কোন বিষয়ের আরো ডিটেইলস (details) এর ওপরে ফোকাস করতে পারবেন ।

৬) এছাড়া এই মডেলটি হলো একটি কার্ভড এজ (curved edge) ফোন অর্থাৎ ফোনটিকে ব্যাক সাইট থেকে দেখলে আপনি বুঝবেন যে ফোনটির চার প্রান্ত হল ব্যাকানো । এর সুবিধা হল ফোনটিকে ধরা সহজ এবং এই ধরনের ফোনে দৃশ্য (vision)অনেক বেশি স্বচ্ছ হয়।

৭) এছাড়া এই মডেলটি একটি মক রেন্ডার ফোন। তাই এর ব্যাক প্যানেলে ওয়ান প্লাস ব্র্যান্ডের কোন লোগো নেই।

বিশেষ কিছু সম্ভাব্য স্পেসিফিকেশন (OnePlus 13 Specifications):

১) নতুন এই মডেলটিতে 2k রেজোলিউশনের (2000 pixel) 6.8 inch LTPO (Low Temperature Polycryatalline Oxide) OLED ডিসপ্লে থাকতে পারে, যার ফলে মোবাইলের ব্যাটারি কম খরচ হবে এবং মোবাইলের রেসপন্স স্পিড (Response speed) অন্যান্য যে কোন মডেলের থেকে অনেক বেশি হবে।

২) মডেলটি তে থাকতে পারে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর (fingerprint sensor) যার ফলে আপনি ফিঙ্গারপ্রিন্টের সাহায্যে মোবাইলে এবং মোবাইলের বিভিন্ন অ্যাপকে সংরক্ষিত করতে পারবেন ।

৩) এই নতুন মডেলটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 4 (Qwallcom Snapdragon 8 Gen 4) প্রসেসর (CPU এর গোত্রের একটি পারফরমার যা CPU এর সর্বশেষ প্রজন্মের থেকে অনেক বেশি শক্তিশালী) থাকতে পারে। এই প্রসেসরটি “TSMC” company র 3nm প্রসস তৈরি হবে। এর ফলে চিপটির Highest clock speed হবে 4.0GHz।

চিপের এই নতুন মডেলটি বাজারে আসবে ২০২৪ সালের ১ লা অক্টোবর এবং ওয়ান প্লাস ব্র্যান্ড তারপরেই মার্কেটে নিজেদের নতুন মডেল আনবে। নতুন মডেল মার্কেটে আসার পরে সেটির সেল শুরু হবে ডিসেম্বর মাস থেকে।

গুরুত্বপূর্ণ লিংক

WhatsApp গ্রুপে যুক্ত হন