মাধ্যমিক পাশে প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনার অধীনে গ্রুপ সি কর্মী নিয়োগ, আবেদন প্রক্রিয়া জেনে নিন | PMSSY Group C Recruitment 2023

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

PMSSY Group C Recruitment 2023: AIIMS Bhopal-এর তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। গ্রুপ সি-এর একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। যোগ্য প্রার্থীদের আবেদনের জন্য আহ্বান জানানো হয়েছে। নিম্নে এই পদের ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হলো-

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉🔥যুক্ত হন

নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organization)

AIIMS Bhopal-এর তরফ থেকে গ্রুপ সি-এর একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে।

পদের নাম (Name of the Post)

AIIMS Bhopal-এর তরফ থেকে যেসব পদগুলোতে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হলো নিম্নরূপ-

  1. Social Worker
  2. Office/Stores Attendant (Multitasking)
  3. Lower Division Clerk
  4. Stenographer (S)
  5. Driver (Ordinary Grade)
  6. Junior Warden (House Keeper)
  7. Dissection Hall Attendants
  8. Upper Division Clerk
  9. Data Entry Operator Grade A
  10. Junior Scale Steno (Hindi)
  11. Security-cum-Fire Jamadar
  12. Store keeper-cum-Clerk

মোট শূন্যপদ ও বয়স (Total Vacancy, Age)

গ্রুপ সি এর সমস্ত পদগুলোতে মোট ২৩৩ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। নিম্নে প্রত্যেকটি শূন্যপদের বিবরণ ও বয়সের ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হলো-

Sr noপদের নামশূন্য পদবয়স
1Social Worker১৮ থেকে ৩৫ বছরের মধ্যে
2Office/Stores Attendant (Multitasking)৪০৩০ বছরের মধ্যে
3Lower Division Clerk৩২১৮ থেকে ৩০ বছরের মধ্যে
4Stenographer (S)৩৪১৮ থেকে ২৭ বছরের মধ্যে
5Driver (Ordinary Grade)১৬১৮ থেকে ২৭ বছরের মধ্যে
6Junior Warden (House Keeper)১০৩০ থেকে ৪৫ বছরের মধ্যে
7Dissection Hall Attendants২১ থেকে ৩০ বছরের মধ্যে
8Upper Division Clerk২১ থেকে ৩০ বছরের মধ্যে
9Data Entry Operator Grade A১৮ থেকে ২৭ বছরের মধ্যে
10Junior Scale Steno (Hindi)২১ থেকে ৩০ বছরের মধ্যে
11Security-cum-Fire Jamadar১৮ থেকে ২৭ বছরের মধ্যে
12Store keeper-cum-Clerk৮৫৩০ বছরের মধ্যে
উপরিউল্লিখিত বয়সসীমা অনুসারে প্রার্থীরা আবেদন করতে পারবে। তবে সংরক্ষিত শ্রেণীদের জন্য বয়সের ছাড় রয়েছে। SC/ST ক্যাটাগরীদের জন্য ৫ বছরের ছাড় রয়েছে। OBC প্রার্থীদের ৩ বছর এবং PwBD প্রার্থীদের জন্য ১০ বছরের ছাড় রয়েছে। এছাড়াও অন্যান্য ক্যাটাগরির প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে। এই ব্যাপারে বিস্তারিত জানার জন্য অফিসিয়াল নোটিশটি ফলো করার অনুরোধ করা হচ্ছে।

আবেদন প্রক্রিয়া (Application Process)

প্রার্থীদের অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে। www.aiimsbhopal.edu.in এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে নিজের যাবতীয় নথি, বয়স, শিক্ষাগত যোগ্যতা সহ আরও বিভিন্ন তথ্য দ্বারা আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করতে হবে। এরপর প্রার্থীদের একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে। যারা এতে পাস করবে তাদের নিয়োগের জন্য নির্বাচিত করা হবে।

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

সংশ্লিষ্ট পদে আবেদনকারী প্রার্থীদের নিয়োগ করা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। ১০০ মার্কসের একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে। এক্ষেত্রে নেগেটিভ মার্কিং রয়েছে। প্রত্যেকটি ভুল প্রশ্নের উত্তরে ০.২৫ মার্কস কাটা হবে। এই পরীক্ষায় যারা নির্বাচিত হবে তাদের ভেরিফিকেশনের মাধ্যমে নির্বাচন করা হবে।

আবেদন ফি (Application fee)

ক্যাটাগরিআবেদন ফি
General, OBC, EWS১২০০ টাকা
SC, ST, PwBD৬০০ টাকা

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

Sr noপদের নাম শিক্ষাগত যোগ্যতা
1Social Workerএকটি স্বীকৃত বোর্ড থেকে ১০+২ এবং সমাজকর্মী হিসাবে ৮ বছরের অভিজ্ঞতা
2Office/Stores Attendant (Multitasking) ১০ তম পাস বা আইটিআই সমতুল্য যোগ্যতা
3Lower Division Clerkকোনো স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে দ্বাদশ শ্রেণি বা সমমানের যোগ্যতা
4Stenographer (S) কোনো স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে দ্বাদশ শ্রেণি বা সমমানের যোগ্যতা
5Driver (Ordinary Grade)একটি স্বীকৃত বোর্ড থেকে ১০ তম পাস।
6Junior Warden (House Keeper)একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের যোগ্যতা
7Dissection Hall Attendants সংশ্লিষ্ট বিভাগে এক বছরের অভিজ্ঞতা সহ ১০+২ বা সমমানের যোগ্যতা
8Upper Division Clerkস্বীকৃত বিশ্ববিদ্যালয় বা সমমানের ডিগ্রি
9Data Entry Operator Grade A১২ তম মান পাস বা সমমানের যোগ্যতা
10Junior Scale Steno (Hindi)কোনো স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে দ্বাদশ শ্রেণি বা সমমানের যোগ্যতা
11Security-cum-Fire Jamadarএকটি স্বীকৃত বোর্ড / বিশ্ববিদ্যালয় থেকে ১০+২; (প্রাক্তন সৈনিকদের ক্ষেত্রে দশম শ্রেণি পর্যন্ত শিথিলযোগ্য, যাদের চমৎকার রেকর্ড রয়েছে এবং যারা তৃতীয় শ্রেণীর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। সেবা)
12Store keeper-cum-Clerkস্টোর পরিচালনায় এক বছরের অভিজ্ঞতা সহ একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক।
PMSSY Group C Recruitment 2023

গুরুত্বপূর্ণ তারিখসমূহ (Important Dates)

আবেদন পত্র জমা দেওয়ার কাজ শুরু হয়েছে ৬ অক্টোবর ২০২৩ থেকে। আবেদনপত্র জমা করার শেষ সময় হল ৩০ অক্টোবর ২০২৩ পর্যন্ত।

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্ক সমূহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉🔥যুক্ত হন
Official Notice Link👉এখানে দেখুন
Official Website Link👉এখানে দেখুন
Apply Online👉এখানে দেখুন

FAQ
Q. AIIMS Bhopal-এর তরফ থেকে মোট কতগুলি পদে কর্মী নিয়োগ করা হবে?

Ans: মোট ১২ টি পদে কর্মী নিয়োগ করা হবে।

Q. AIIMS Bhopal-এর তরফ থেকে মোট কতগুলি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে?

Ans: ২৩৩ টি পদে কর্মী নিয়োগ করা হবে।

Q. AIIMS Bhopal- এর সংশ্লিষ্ট পদে আবেদনের শেষ তারিখ কত?

Ans: আবেদনপত্র জমা করার শেষ সময় হল ৩০ অক্টোবর ২০২৩ পর্যন্ত।

Sarmin Rima

সারমিন রিমা (Sarmin Rima) Bong Hunt-এর একজন সদস্য। বাংলা ভাষা ও সাহিত্যে তিনি স্নাতকোত্তর (M.A)। পড়াশুনা করেছেন সাংবাদিকতা নিয়েও। এছাড়াও বিভিন্ন ডিজিটাল মাধ্যমে তাঁর বিগত ৩ বছরের সাংবাদিকতার অভিজ্ঞতা রয়েছে। শিক্ষা, চাকরি, সরকারি প্রকল্প সহ বিভিন্ন বিষয়ে লেখায় তিনি সিদ্ধহস্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *