মাধ্যমিক পাশে ২,০০০ শূন্য পদে ডাক বিভাগে চাকরির সুযোগ
Post Office Recruitment 2023: বেকার চাকরি প্রার্থী যারা ভালো একটি চাকরির আশায় বসে রয়েছেন তাদের জন্য ভালো একটি খবর। আজকে আমরা এই প্রতিবেদনে আপনাদের জন্য ভালো একটি চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে জানাতে এসেছি। দেশে চাকরির যা অবস্থা তাতে সরকারি চাকরির আশায় বসে না থেকে ভালো কোন বেসরকারি চাকরির অফার পেয়ে গেলে সেটি গ্রহণ করাই বুদ্ধিমত্তার কাজ।
আর আমাদের দেশে শিক্ষিত বেকার চাকরিপ্রার্থীর অভাব নেই। তারা যদি এভাবে সরকারি চাকরি আসায় বসে না থেকে নিজেদের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে বেসরকারি কোনো ভালো সংস্থায় চাকরির আবেদন করে নিয়োগ হয়ে যেতে পারে তাহলে সেক্ষেত্রে সে তার ভবিষ্যত খুব দ্রুত সংগঠিত করতে পারবে।
আপনিও যদি বেকার অবস্থায় হন্যে হয়ে একটি চাকরির জন্য ঘুরে বেড়ান তাহলে আজকের এই প্রতিবেদনটি আপনার জন্যই। আজ আমরা এই প্রতিবেদনে এমন একটি চাকরির ব্যাপারে আপনাদের জানাবো যেখানে আবেদন করলে আপনি নিয়োগের পর মোটা অংকের টাকা বেতন পাবেন। সঙ্গে পাবেন আরো একাধিক সুবিধা। চলুন আবেদনের ব্যাপারে সম্পূর্ণ জেনে নেওয়া যাক।
Ministry of Communications Department of Posts-এর পক্ষ থেকে একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইচ্ছুক ও যোগ্য প্রার্থীদের আবেদনের জন্য বলা হয়েছে। আপনিও যদি এই পদে আবেদনের যোগ্য হয়ে থাকেন তাহলে দ্রুত আবেদন করে নিন। এই পদের ব্যাপারে বিস্তারিত নিম্নে আলোচনা করা হলো-
নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organization)
Ministry of Communications Department of Posts-এর পক্ষ থেকে একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে।
পদের নাম (Name of the Post)
Ministry of Communications Department of Posts-এর পক্ষ থেকে যেসব পদে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হলো নিম্নরূপ-
- Postal Assistant
- Sorting Assistant
- Postman
- Mail Guard
- Multi Tasking Staff
বয়সসীমা (Age Limit)
আবেদনকারী প্রার্থীদের আবেদনের ক্ষেত্রে একটি নির্দিষ্ট বয়স সীমা নির্ধারণ করা হয়েছে। এই বয়সের মধ্যে যারা রয়েছে তারা সংশ্লিষ্ট পদগুলিতে আবেদন করতে পারবে। নিম্নে সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হলো-
ক্রমিক নম্বর | পদের নাম | বয়স সীমা |
1 | Postal Assistant | ১৮ থেকে ২৭ বছরের মধ্যে |
2 | Sorting Assistant | ১৮ থেকে ২৭ বছরের মধ্যে |
3 | Postman | ১৮ থেকে ২৭ বছরের মধ্যে |
4 | Mail Guard | ১৮ থেকে ২৭ বছরের মধ্যে |
5 | Multi Tasking Staff | ১৮ থেকে ২৫ বছরের মধ্যে |
উপরের তালিকায় উল্লেখিত বয়সের মধ্যে প্রার্থীরা আবেদন করতে পারবে। তবে সংরক্ষিত শ্রেণীদের জন্য বয়সের ছাড় দেওয়া হয়েছে।
বেতন (Salary)
পদের ভিত্তিতে নিয়োগকারী প্রার্থীদের আলাদা আলাদা বেতন প্রদান করা হবে। নিম্নে কোন পদের প্রার্থীদের কত টাকা বেতন দেওয়া হবে সেই ব্যাপারে বিস্তারিত বলে দেওয়া হলো-
ক্রমিক নম্বর | পদের নাম | লেভেল | মাসিক বেতন |
1 | Postal Assistant | Level 4 | ২৫,৫০০ থেকে ৮১,১০০ টাকা |
2 | Sorting Assistant | Level 4 | ২৫,৫০০ থেকে ৮১,১০০ টাকা |
3 | Postman | Level 3 | ২১,৭০০ থেকে ৬৯,১০০ টাকা |
4 | Mail Guard | Level 3 | ২১,৭০০ থেকে ৬৯,১০০ টাকা |
5 | Multi Tasking Staff | Level 1 | ১৮,০০০ থেকে ৫৬,৯০০ টাকা |
আবেদন প্রক্রিয়া (Application Process)
সংশ্লিষ্ট পদে আবেদন করতে হবে শুধুমাত্র অনলাইন মাধ্যমে। অন্য কোন মাধ্যমে আবেদন করলে সেটি গ্রহণযোগ্য হবে না। সকল প্রার্থী এর নির্দিষ্ট অফিসার ওয়েবসাইট https://dopsportsrecruitment.cept.gov.in-এ গিয়ে আবেদনের কাজ সম্পন্ন করবে। সকলের সুবিধার্থে আবেদনের লিঙ্ক নিচে দিয়ে দেওয়া হয়েছে। সেখানে গিয়ে নোটিশটি ভালোভাবে পড়ার পর আবেদন পত্রটি ডাউনলোড করতে হবে এবং নিজের উপযুক্ত তথ্য দ্বারা সেটি পূরণ করতে হবে। সঙ্গে নিজের প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি আপলোড করতে হবে। আবেদনক্ষত্রপত্রের কাজ হয়ে গেলে সবশেষে আবেদনপত্রের একটি প্রিন্ট কপি নিজের কাছে রেখে দিতে হবে ভেরিফিকেশনের দিন সেটি নিজের সঙ্গে করে নিয়ে যেতে হবে। সকল প্রার্থী ৯ ডিসেম্বর ২০২৩ তারিখের মধ্যে নিজেদের আবেদন পত্রের কাজ শেষ করবে। অন্যথায় তারিখ পেরিয়ে গেলে অনলাইন আবেদন আর গ্রহণযোগ্য হবে না।
আবেদন ফি (Application fee)
সংশ্লিষ্ট পদে আবেদন করার পর প্রার্থীদের আবেদন ফি হিসেবে ১০০ টাকা পে করতে হবে। তবে সংরক্ষিত শ্রেণীদের জন্য এক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। যারা SC/ST, OBC, PwBD, Economically Weaker Section (EWS) ক্যাটাগরির অন্তর্ভুক্ত তাদের কোনো প্রকার আবেদন ফি দিতে হবে না।
গুরুত্বপূর্ণ নথিপত্র (Important Documents)
সংশ্লিষ্ট পদে আবেদন করার পর প্রার্থীদের ভেরিফিকেশনে যেসব নথিপত্র নিয়ে যেতে হবে সেগুলি নিম্নে বলে দেওয়া হলো-
- পূরণ করা আবেদন পত্র
- সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
- বয়সের প্রমাণ পত্র
- কম্পিউটার অভিজ্ঞতার শংসাপত্র
- জন্ম প্রমান পত্র
- পাসপোর্ট সাইজ ছবি
- অন্যান্য প্রোয়োজনীয় শংসাপত্র
- ড্রাইভিং লাইসেন্স
- কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
- অন্যান্য নথিপত্র
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
সংশ্লিষ্ট পদে যারা আবেদন করবে তাদের ভেরিফিকেশনের মাধ্যমে নির্বাচন করে সংশ্লিষ্ট পদে নিয়োগ করা হবে।
মোট শূন্যপদ (Total Vacancies)
এই পদে মোট শূন্যপদের সংখ্যা রয়েছে প্রচুর। আবেদনকারী প্রার্থীদের নির্বাচন করার পর যেসব স্থানে নিয়োগ করা হবে সেগুলি নিম্নে বলে দেওয়া হলো। এর সঙ্গে সঙ্গে প্রতিটি রাজ্যে মোট কতটি শূন্য পদ রয়েছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো-
- Andhra Pradesh (মোট শূন্য পদ ৬১)
- Assam (মোট শূন্য পদ ৮)
- Bihar ( মোট শূন্য পদ ২২)
- Chhattisgarh (মোট শূন্য পদ ২২)
- Delhi (মোট শূন্য পদ ৮৭)
- Haryana (মোট শূন্য পদ ২৬)
- Gujarat (মোট শূন্য পদ ১০৫)
- Jammu Kashmir (মোট শূন্য পদ ০ )
- Jharkhand (মোট শূন্য পদ ৫৮)
- Himachal Pradesh (মোট শূন্য পদ ১৭)
- Karnataka (মোট শূন্য পদ ৯৪)
- Kerala (মোট শূন্য পদ ৯৪)
- Madhya Pradesh (মোট শূন্য পদ ৮১)
- Maharashtra (মোট শূন্য পদ ২৯৬)
- North East (মোট শূন্য পদ ২৪)
- Punjab (মোট শূন্য পদ ১৭)
- Odisha (মোট শূন্য পদ ৬১)
- Tamil Nadu (মোট শূন্য পদ ৩৬১)
- Rajasthan (মোট শূন্য পদ ৬০)
- Uttar Pradesh (মোট শূন্য পদ ৯৭)
- Telangana (মোট শূন্য পদ ৫৯)
- Uttarakhand (মোট শূন্য পদ ৬৪)
- West Bengal (মোট শূন্য পদ ১৮৫)
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)
১. Postal Assistant পদে আবেদনের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা
- যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
- কম্পিউটারের বিষয়ে যাবতীয় জ্ঞান থাকা আবশ্যক।
২. Sorting Assistant পদে আবেদনের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা
- যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
- কম্পিউটারের বিষয়ে যাবতীয় জ্ঞান থাকা আবশ্যক।
৩. Postman ও Mail Guard পদে আবেদনের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা
- যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান বা বোর্ড থেকে ১২ th পাশ করতে হবে।
- সংশ্লিষ্ট পোস্টাল সার্কেল বা বিভাগের স্থানীয় ভাষা এক হিসাবে পাস করা উচিত ১০ তম মানের বা তার উপরে বিষয়গুলির মধ্যে। একটি পোস্টাল সার্কেলের স্থানীয় ভাষা বা পরিশিষ্ট-২ অনুযায়ী বিভাগ হবে।
- কম্পিউটারের বিষয়ে যাবতীয় জ্ঞান থাকা আবশ্যক।
- দুই চাকার বা হালকা মোটরযান চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে। বেঞ্চমার্ক প্রতিবন্ধী ব্যক্তিদের লাইসেন্স থেকে অব্যাহতি দেওয়া হয়।
৫. Multi Tasking Staff পদে আবেদনের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা
- সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখসমূহ (Important Dates)
অনলাইন আবেদন প্রাপ্তির জন্য শুরুর তারিখ | ১০.১১.২০২৩ |
অনলাইনে আবেদনপত্র প্রাপ্তির শেষ তারিখ | ০৯.১২.২০২৩ |
অনলাইন ফি প্রদানের শেষ তারিখ | ০৯.১২.২০২৩ |
আবেদনপত্র সংশোধনের জন্য উইন্ডোর তারিখ | ১০.১২.২০২৩ থেকে ১৪.১২.২০২৩ |
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্ক সমূহ)
🔥আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉 | 🔥যুক্ত হন |
অফিসিয়াল নোটিশ লিংক👉 | এখানে দেখুন |
অফিসিয়াল ওয়েবসাইট লিংক👉 | এখানে দেখুন |
FAQ
Q. Ministry of Communications Department of Posts-এর পক্ষ থেকে সংশ্লিষ্ট পদে আবেদনের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কত?
Ans: সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য ন্যূনতম মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।
Q. Ministry of Communications Department of Posts-এর পক্ষ থেকে সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য কত টাকা আবেদন ফি লাগবে?
Ans: আবেদন ফি হিসেবে ১০০ টাকা প্রদান করতে হবে।
Q. Ministry of Communications Department of Posts-এর পক্ষ থেকে সংশ্লিষ্ট পদে আবেদনের শেষ তারিখ কত?
Ans: আবেদনের শেষ তারিখ হল ৯ ডিসেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত।