PSC-এর মাধ্যমে সহকারী অনুবাদক পদে চাকরির সুযোগ, আবেদন পদ্ধতি জেনে নিন (PSC Assistant Translator Recruitment 2023)

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

PSC Assistant Translator Recruitment 2023: Public Service Commission, West Bengal-এর তরফ থেকে একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে। রাজ্যের সকল যোগ্য প্রার্থীদের আবেদনের জন্য আহ্বান জানানো হয়েছে। আবেদনকারী প্রার্থীদের পশ্চিমবঙ্গ সরকারের অধীনে থাকা Law ডিপার্টমেন্টের স্থায়ী পদে নিয়োগ করা হবে। নিম্নে এই পদের ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হলো-

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉🔥যুক্ত হন

পিএসসি সহকারী অনুবাদক নিয়োগ ২০২৩: নিয়োগকারী সংস্থার নাম (PSC Assistant Translator Recruitment 2023: Name of the Recruitment Organization)

Public Service Commission, West Bengal – এর তরফ থেকে কর্মী নিয়োগ করা হবে।

পিএসসি সহকারী অনুবাদক নিয়োগ ২০২৩: পদের নাম (PSC Assistant Translator Recruitment 2023: Post Name)

Public Service Commission, West Bengal-এর তরফ থেকে একই পদে তিনটি ভিন্ন ভাষায় অনুবাদক বা ASSISTANT TRANSLATOR পদে রাজ্যের বিভিন্ন স্থানে কর্মী নিয়োগ করা হবে। যথা-

  • ASSISTANT TRANSLATOR (BENGALI)
  • ASSISTANT TRANSLATOR (NEPALI)
  • ASSISTANT TRANSLATOR (SANTHALI)

পিএসসি সহকারী অনুবাদক নিয়োগ ২০২৩: মোট শূন্য পদ (PSC Assistant Translator Recruitment 2023: Total Vacancy)

অনুবাদক বা ASSISTANT TRANSLATOR পদে মোট ১৪ টি শূন্য পদ রয়েছে। এক্ষেত্রে বাংলা, নেপালিসন্থানি এই তিনটি ভাষায় দক্ষ প্রার্থীদের পদে নিয়োগ করা হবে।

পিএসসি সহকারী অনুবাদক নিয়োগ ২০২৩: মোট বয়সসীমা (PSC Assistant Translator Recruitment 2023: Age Limit)

০১/০১/২০২৩ অনুসারে আবেদনকারীর বয়স ৩৯ বছরের মধ্যে হতে হবে। তিনটি পদের ক্ষেত্রেই বয়সসীমা একই নির্ধারণ করা হয়েছে।

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

পিএসসি সহকারী অনুবাদক নিয়োগ ২০২৩: বেতন (PSC Assistant Translator Recruitment 2023: Salary)

সংশ্লিষ্ট পদে যে সমস্ত প্রার্থীদের নিয়োগ করা হবে তাদের পে ম্যাট্রিক্স এর লেভেল ১০ অনুযায়ী মাসিক ৩২,১০০ টাকা থেকে ৮২,৯০০ টাকা বেতন দেওয়া হবে।

পিএসসি সহকারী অনুবাদক নিয়োগ ২০২৩: আবেদন প্রক্রিয়া (PSC Assistant Translator Recruitment 2023: Application Process)

Assistant Translator বা অনুবাদক পদে আবেদনকারী প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইন মাধ্যমে। আবেদনের জন্য এর মূল অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে ফর্ম ডাউনলোড করে উপযুক্ত তথ্য সহকারে ফিলাপ করে জমা করতে হবে। আবেদনপত্র ফিলাপ করার জন্য আবেদনকারী প্রার্থীর রঙিন পাসপোর্ট সাইজের ছবি, সিগনেচার ইত্যাদি আপলোড করে সাবমিট করতে হবে।

পিএসসি সহকারী অনুবাদক নিয়োগ ২০২৩: নির্বাচন প্রক্রিয়া (PSC Assistant Translator Recruitment 2023: Selection Process)

সংশ্লিষ্ট পদে যারা আবেদন করবে তাদের MCQ টাইপ একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তাদের একটি তালিকা প্রকাশ করে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। ইন্টারভিউয়ে যারা পাশ করবে তাদের পদে নিয়োগ করা হবে। পরীক্ষার প্রশ্নপত্রের ধরন বিষয়ে সম্পূর্ণ বর্ণনা করা হয়েছে অফিশিয়াল নোটিশে। বিস্তারিত জানার জন্য সেটি ফলো করার অনুরোধ করা হচ্ছে।

পিএসসি সহকারী অনুবাদক নিয়োগ ২০২৩: শিক্ষাগত যোগ্যতা (PSC Assistant Translator Recruitment 2023: Education Qualification)

১. ASSISTANT TRANSLATOR (BENGALI) পদে আবেদনের শিক্ষাগত যোগ্যতা

  • ইউজিসি স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বা ইংরেজি বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর বা অনার্স ডিগ্রি লাগবে।
  • ইংরেজি থেকে বাংলা ট্রান্সফার করার জ্ঞান থাকতে হবে।
  • ইউজিসি স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে Law ডিগ্রী থাকতে হবে।

২. ASSISTANT TRANSLATOR (NEPALI) পদে আবেদনের শিক্ষাগত যোগ্যতা

  • ইউজিসি স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে নেপালি বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর বা অনার্স ডিগ্রি লাগবে।
  • ইংরেজি থেকে নেপালি ট্রান্সফার করার জ্ঞান থাকতে হবে।
  • ইউজিসি স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে Law ডিগ্রী থাকতে হবে।

৩. ASSISTANT TRANSLATOR (SANTHALI) পদে আবেদনের শিক্ষাগত যোগ্যতা

  • ইউজিসি স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি অথবা সান্থালি বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর বা অনার্স ডিগ্রি লাগবে।
  • ইংরেজি থেকে সান্থালি ভাষায় ট্রান্সফার করার জ্ঞান থাকতে হবে।
  • ইউজিসি স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে Law ডিগ্রী থাকতে হবে।

সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য উপরিউক্ত যোগ্যতা ছাড়া অন্যান্য যোগ্যতা হিসেবে আরো কিছু বিষয় আবশ্যিক রয়েছে। সেই বিষয়ে বিস্তারিত জানার জন্য অফিসিয়াল নোটিশটি ফলো করার অনুরোধ করা হচ্ছে।

PSC Assistant Translator Recruitment 2023

পিএসসি সহকারী অনুবাদক নিয়োগ ২০২৩: গুরুত্বপূর্ণ তারিখ (PSC Assistant Translator Recruitment 2023: Important Dates)

সংশ্লিষ্ট পদে আবেদনের শেষ সময় হল ২৪ অক্টোবর ২০২৩ তারিখ পর্যন্ত। নির্দিষ্ট সময়ের মধ্যে যোগ্য ও ইচ্ছুক প্রার্থীদের আবেদনের জন্য বলা হয়েছে। তাই যারা আবেদন করতে চান তারা এই নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করে ফেলুন।

এছাড়াও আবেদনের ব্যাপারে বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশটি ফলো করুন।

পিএসসি সহকারী অনুবাদক নিয়োগ ২০২৩: গুরুত্বপূর্ণ লিঙ্কস (PSC Assistant Translator Recruitment 2023: Important Links)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉🔥যুক্ত হন
Official Notice Link👉এখানে দেখুন
Official Website Link👉এখানে দেখুন
Apply Online👉আবেদন করুন

FAQ
Q. Public Service Commission, West Bengal-এর তরফ থেকে মোট কয়টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে

Ans: মোট ১৪ টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে।

Q. Public Service Commission, West Bengal-এর সংশ্লিষ্ট পদে মাসিক বেতন কত টাকা দেওয়া হবে?

Ans: ৩২,১০০ টাকা থেকে ৮২,৯০০ টাকা মাসিক বেতন দেওয়া হবে।

Q. Public Service Commission, West Bengal-এর সংশ্লিষ্ট পদে আবেদনের শেষ তারিখ কবে?

Ans: আবেদনের শেষ সময় হল ২৪ অক্টোবর ২০২৩ তারিখ পর্যন্ত।

Sarmin Rima

সারমিন রিমা (Sarmin Rima) Bong Hunt-এর একজন সদস্য। বাংলা ভাষা ও সাহিত্যে তিনি স্নাতকোত্তর (M.A)। পড়াশুনা করেছেন সাংবাদিকতা নিয়েও। এছাড়াও বিভিন্ন ডিজিটাল মাধ্যমে তাঁর বিগত ৩ বছরের সাংবাদিকতার অভিজ্ঞতা রয়েছে। শিক্ষা, চাকরি, সরকারি প্রকল্প সহ বিভিন্ন বিষয়ে লেখায় তিনি সিদ্ধহস্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *