এপ্রিল মাসেই লঞ্চ হতে পারে Realme GT Neo 6 SE, কী কী ফিচার থাকতে পারে এই মোবাইলে?

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

Realme Smartphones: Realme কোম্পানি বাজারে আনতে চলেছে Realme GT Neo 6 SE স্মার্টফোন। গুঞ্জন উঠেছে এপ্রিল মাসেই বাজারে আসবে সংশ্লিষ্ট ফোনটি। যদিও Realme সংস্থার তরফ থেকে অফিসিয়ালি এখনও অবধি বাজারে আত্মপ্রকাশের তারিখ সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। যদিও সংস্থা উক্ত ফোনটি সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য সামনে অনে নি। তবে মনে করা হচ্ছে যে, ফোনটি প্রথমে মুক্তি পাবে চিনা বাজারে। তারপর গ্লোবাল মার্কেটে, ভারতীয় বাজারে কবে ফোনটি কিনতে পারবেন গ্রাহকরা সেই সম্পর্কে তথ্য জানা যায়নি।

Realme GT Neo 6 SE স্মার্টফোনের সম্ভাব্য ফিচারস এবং স্পেসিফিকেশন:

Realme GT Neo 6 SE স্মার্টফোনের ব্যবহৃত হতে পারে Snapdragon 7 Plus Gen 3 প্রসেসর।

সংশ্লিষ্ট ফোনটির সামনের দিকে একটি ছবি সামনে এসেছে। তা থেকে অনুমান হচ্ছে ফোনটির ডিজাইন কেমন হবে। Realme GT Neo সিরিজের পূর্বের ফোনগুলির লুক যেমন ছিল তেমনই হতে পারে এই ফোনটিও।

প্রকাশিত ছবিতে দেখা গেছে যে, Realme GT Neo 6 SE স্মার্টফোনের হালকা bezels সহ কার্ভড স্ক্রিন থাকতে পারে। সংশ্লিষ্ট ফোনটি ডিসপ্লের ওপরে থাকতে পারে হোল পাঞ্চ কাট আউট। ওইখানে থাকতে পারে ফ্রন্ট ক্যামেরা সেন্সর।

আরও পড়ুন: New Business Ideas: স্বল্প টাকাতেই এই ৫ ব্যবসা শুরু করে প্রচুর টাকা উপার্জন করতে পারবেন, রইলো বিস্তারিত

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

Realme GT Neo 6 SE স্মার্টফোনের থাকার সম্ভাবনা রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত BOE’s 8T LTPO OLED ডিসপ্লে। যার রেজোলিউশন ১.৫K এবং ৬০০০ নিটস ব্রাইটনেস যুক্ত।

সংশ্লিষ্ট ফোনটি অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে কাজ করতে সক্ষম। Realme GT Neo 6 SE স্মার্টফোনে থাকবে ১৬ জিবি র‍্যাম। বিভিন্ন সার্টিফিকেশন ওয়েবসাইটে সংশ্লিষ্ট ফোনটির নাম দেখা গিয়েছে।

Realme GT Neo 5 এবং Realme GT Neo 5 SE স্মার্টফোন দুটি বাজারে আত্মপ্রকাশ করে ২০২৩ সালের এপ্রিল মাসে। সংশ্লিষ্ট ফোনটির সাকসেস মডেল হিসেবে বাজারে আত্মপ্রকাশ করতে চলেছে Realme GT Neo 6 SE স্মার্টফোন। অনুমান করা হচ্ছে যে এ বছর এপ্রিল মাসে আত্মপ্রকাশ করতে পারে এই ফোনটি।

গুরুত্বপূর্ণ লিংক

WhatsApp গ্রুপে যুক্ত হনযুক্ত হন