ভারতে হাজির হল Samsung Galaxy F55 5g ফোন, এর দাম, ফিচার জেনে নিন
আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now
Samsung Galaxy তাদের ‘এফ’ সিরিজের (Samsung Galaxy F Series) নতুন ফোন এফ ৫৫ (F55) সম্প্রতি ভারতে লঞ্চ করেছে। এটি একটি ফাইভ জি (5G) ফোন। এই ফোনে আছে Qualcomm Snapdragon 7 Gen 1 । এই ফোনের ব্যাটারি ৫০০০ mAh।
এছাড়াও ফোনটিতে ট্রিপিল রেয়ার ক্যামেরা ইউনিট আছে এবং ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর আছে। এই ফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসরের ব্যবস্থাও আছে। Samsung Galaxy F সিরিজের এই ফোনটিকে ভারতের সবচেয়ে সরু এবং হালকা-পাতলা ফোন হিসেবে দাবি করা হচ্ছে।
জেনেও নেওয়া যাক Samsung Galaxy F55 ফোনটি আপনি কত টাকায় কিনতে পারবেন (Samsung Galaxy F55 5g Price in India)
- Samsung Galaxy F55 ফোনটির ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম পড়বে ২৬,৯৯৯ টাকা।
- ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৯,৯৯৯টাকা পড়বে।
- ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম পড়বে ৩২,৯৯৯ টাকা।
২৭ শে মে থেকে ভারতে এই ফোনের বিক্রি শুরু হয়ে গেছে। আপাতত অনলাইনের মাধ্যমে ফ্লিপকার্ট ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে এই ফোনটি কেনা যাবে। রেইজিন ব্ল্যাক এবং অ্যাপ্রিকট ক্রাশ এই দুই রং এ আপাতত এই ফোনটি পাওয়া যাবে।
এই ফোনটির ফিচার সম্বন্ধে দেখে নেওয়া যাক (Samsung Galaxy F55 5g Specifications)
- Samsung Galaxy F55 ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা তে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর এর সাথে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ইউনিট রয়েছে এবং ২ মেগাপিক্সেলের সেনসর রয়েছে। এগুলি ছাড়াও ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে।
- এই ফাইভ জি (5G) ফোনটিতে ৫০০০ mAh ব্যাটারির সাথে ৪৫ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং এর সুবিধাও রয়েছে।
- এই ফোনটির ৬.৫৫ ইঞ্চির এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত Super Amoled Plus Display আছে।
- ফোনটির ইনবিল্ড স্টোরেজের পরিমাণ মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 1 Tb পর্যন্ত বাড়ানো যায়।
- এই ফোনটি Android 14 based One UI 6.1 দ্বারা পরিচালিত হয়।
- এছাড়াও এই ফোনটিতে পাঁচ বছরের সিকিউরিটি আপডেট এবং চার বছরের অ্যান্ড্রয়েড আপগ্রেড পাওয়া যাবে।
- এই ফোনটিতে ডুয়াল ন্যানো সিম সাপোর্ট করবে।