SBI Recruitment 2024: স্টেট ব্যাংকে প্রচুর কর্মী নিয়োগ চলছে, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত জানুন
SBI Recruitment 2024: চাকরিপ্রার্থীদের জন্য আজ একটি দারুণ সুখবর নিয়ে এসেছি আমরা। State Bank of India (SBI) এর তরফ থেকে অ্যাকাউন্টেন্ট পদে কর্মী নিয়োগ করার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভারতের সর্ববৃহৎ সরকারি ব্যাঙ্কে যারা কাজ করতে ইচ্ছুক তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। আসুন তাহলে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organisation)
State Bank of India (SBI) সংস্থা কর্তৃক কর্মী নিয়োগ করা হবে।
পদের নাম ও বয়সসীমা (Name of the Post and Age Limit)
পদের নাম | বয়সসীমা |
Senior Vice President | 36-50 Years |
Trade Finance Officer | 23-32 Years |
Climate Risk Specialist | 25-40 Years |
Market Risk Specialist | 28-40 Years |
Research Analyst Forex | 24-36 Years |
Research Analyst Equity | 24-36 Years |
Research Analyst Private Equity | 24-36 Years |
Chartered Accountant | 25-35 Years |
Defence Banking Advisor (DBA)- Air Force | Max 62 Years |
Circle Defence Banking Advisor (CDBA) – Bengaluru | Max 60 Years |
Circle Defence Banking Advisor (CDBA) – Chandigarh | Max 60 Years |
মোট শূন্যপদ (Total Vacancy)
মোট ১৭৪ টি শূন্যপদ রয়েছে।
আবেদন প্রক্রিয়া (Application Process)
এই পদে আবেদনের জন্য অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের (Online) মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন সংক্রান্ত বিস্তারিত জানার জন্য অফিসিয়াল নোটিশটি দেখতে অনুরোধ করা হচ্ছে।
আবেদন মূল্য (Application Fee)
জেনারেল/ ওবিসিদের জন্য আবেদন মূল্য ৭৫০ টাকা। এসসি, এসটিদের কোনো আবেদন মূল্য লাগবেনা।
শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)
এমবিএ ফাইন্যান্স / পিজিডিবিএ / পিজিডিবিএম / এমএমএস / সিএ / সিএফএ / আইসিডব্লিউএ পরীক্ষায় উত্তীর্ণ 3 বছরের অভিজ্ঞতা সহ যেকোনো স্ট্রিমে স্নাতক ডিগ্রি। আরও বিস্তারিত জানার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি পড়ুন।
আবেদন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates about Application)
অনলাইনে আবেদন প্রক্রিয়া ৭.৬.২০২৪ তারিখ থেকে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আবেদন প্রক্রিয়া চলবে ২৭.০৬.২০২৪ তারিখ পর্যন্ত।
গুরুত্বপূর্ণ লিংক (Important Links)
Official Website | Click Here |
Official Notice | Click Here |