Omron Healthcare Scholarship 2025: ২০ হাজার টাকার স্কলারশিপ পাবে ৯-১২ ক্লাসের মেয়েরা, জানুন আবেদন প্রক্রিয়া।

Omron Healthcare Scholarship 2025: ক্লাস ৯ থেকে উচ্চ মাধ্যমিকের ছাত্রীদের জন্য ২০ হাজার টাকা স্কলারশিপ পাওয়ার সুযোগ দিচ্ছে এই স্কলারশিপ। দুঃস্থ ও মেধাবী ছাত্র-ছাত্রীদের পড়াশোনার স্বপ্ন বাস্তবায়নে সাহায্য করতে সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থার তরফে বিভিন্ন স্কলারশিপ চালু রয়েছে। তেমনই একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হল ওমরন হেল্থ কেয়ার স্কলারশিপ ২০২৪-২৫, যা শুধুমাত্র ক্লাস ৯ থেকে ১২-এর মধ্যে পড়া ছাত্রীদের জন্য বরাদ্দ।

এই স্কলারশিপে বছরে একবার ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। আবেদনের যোগ্যতা, প্রয়োজনীয় নথিপত্র এবং আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন নিচের প্রতিবেদন থেকে।

স্কলারশিপের নাম

ওমরন হেল্থ কেয়ার স্কলারশিপ

Omron Healthcare Scholarship 2025 পরিমাণ

২০,০০০ টাকা (এককালীন)

Read More: উচ্চমাধ্যমিক পাশের পর বিশ্ববীনা স্কলারশিপে আবেদন শুরু! বছরে মিলবে ১২,০০০ টাকা।

আবেদনের যোগ্যতা

১। শুধুমাত্র ক্লাস ৯ থেকে ১২-এর মেয়ে ছাত্রীরা আবেদন করতে পারবেন।
২। আগের শিক্ষাবর্ষে অন্তত ৭৫% নম্বর পেতে হবে।
৩। পরিবারের বার্ষিক আয় ৮ লক্ষ টাকার কম হতে হবে।

How To Apply For Omron Healthcare Scholarship 2025?

১। নীচের Apply Now বোতামে ক্লিক করুন।
২। Buddy4Study ওয়েবসাইটে লগইন করুন ও নিজের রেজিস্টার করা আইডি দিয়ে ফর্ম খুলুন।
৩। Start Application বাটনে ক্লিক করে সমস্ত তথ্য পূরণ করুন।
৪। শর্তাবলী মেনে Preview বাটনে ক্লিক করে যাচাই করুন।
৫। সবকিছু সঠিক থাকলে Submit বাটনে ক্লিক করে আবেদন জমা দিন।

প্রয়োজনীয় ডকুমেন্টস

অনলাইনে আবেদন করার সময় নীচের নথিগুলি আপলোড করতে হবে-
১। পাসপোর্ট সাইজ ছবি।
২। আধার কার্ড (উভয় দিক)।
৩। গত বছরের মার্কশিট।
৪। ভর্তি ফি-এর রসিদ।
৫। স্টুডেন্ট আইডি কার্ড।
৬। পরিবারের আয়ের শংসাপত্র।
৭। ব্যাংকের পাসবুকের প্রথম পৃষ্ঠা।
৮। (যদি প্রযোজ্য হয়) শারীরিক অক্ষমতা, ডিভোর্স সার্টিফিকেট বা এফিডেভিটের কপি।

Omron Healthcare Scholarship 2025 Link

✍ Apply NowClick Here

Leave a Comment