Sprinkler Fan: এই বিশেষ ধরণের ফ্যান দেখেছেন? Amazon-এ পাওয়া যাচ্ছে, গরমে মিলবে স্বস্তি

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

গ্রীষ্মের প্রবল দাবদাহে কষ্ট পাচ্ছে প্রতিটি মানুষ। তার উপরে এই মুহূর্তে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না । গ্রীষ্মের এই প্রবল রোষানলের মুখে পড়া মানুষকে একটুখানি স্বস্তি এনে দিতে পারে ঠান্ডা হাওয়া। অথচ এই গ্রীষ্মের একটি অন্যতম বৈশিষ্ট্য হলো বাতাসের আদ্রতা – যা অস্বস্তির অন্যতম কারণ ।

দিনের বেলায় সিলিং ফ্যানের হাওয়াতে স্বস্তি মেলে না।বাতাসে প্রবল আদ্রতার জন্য সাধারণ কুলার ফ্যান গুলিও ঠিকভাবে কাজ করে না। গ্রীষ্মের এই প্রবল তাপমাত্রা এবং আদ্রতা থেকে মানুষকে একটুখানি স্বস্তি দেওয়ার জন্য বিজ্ঞানীরা এক বিশেষ ধরনের পাখা বানিয়েছেন । এই পাখাটি বর্তমান বাজারে সহজলভ্য। এই পাখা সম্পর্কে আপনাদের বিস্তারিত জানানোর জন্যই আজকের এই প্রতিবেদন।

বিশেষ পাখাটির বৈশিষ্ট্য :

যে বিশেষ পাখার কথা আপনাদের বলা হচ্ছে , সেটি হলো আসলে স্প্রিংকলার ফ্যান (sprinkler fan)। এই পাখা আপনি খুব সহজেই বাজার থেকে কিনতে পারবেন । বাতাস এবং জল সহযোগে ঠান্ডা বাতাস প্রদান করে এই পাখা । এই ফ্যানটি আপনি আপনার বাড়ির পাশাপাশি স্কুল ,কলেজ, অফিস অথবা পার্টি – যে কোন জায়গায় ব্যবহার করতে পারেন।

Sprinkler fan এর কর্মপদ্ধতি :

১) স্প্রিংকলার ফ্যান (sprinkler fan) খুব শক্তিশালী এবং চমৎকার একটি কুলিং ফ্যান ( cooling fan) ।

২) জল স্প্রে (spray) করার মাধ্যমে এই ফ্যান শীতল হাওয়া প্রদান করে ।

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

৩) ফ্যানটিকে প্রথমে একটা জলের কলের সাথে যুক্ত করতে হবে।

৪) ফ্যানটিতে কিছু ছোট আকৃতির গর্ত থাকে।

৫) এরপর আপনি জলের কলটি চালু করবেন ।

৬) তারপর ফ্যান চালু করবেন এবং সঙ্গে সঙ্গেই ফ্যানটি জল স্প্রে (spray) করবে।

৭) একই সাথে খুব জোরে হাওয়াও দেবে ।

৮) এই ফ্যানটির একটা বিশেষ বৈশিষ্ট্য হলো – আপনি এই ফ্যানটির sprinkler অর্থাৎ জল স্প্রে করার পরিমাণটা নিজের পছন্দমতো নিয়ন্ত্রণ করতে পারবেন।

কোথায় পাওয়া যাচ্ছে এই ফ্যান ?

এই ফ্যানটি HAVAI মিস্ট ফ্যান (HAVAI mist Fan) নামে বাজারে উপলব্ধ। বাজারে এই ফ্যানের দাম 24990 টাকা। কিন্তু অ্যামাজনে (Amazon) এই ফ্যানটি আপনি 16989 টাকায় পেয়ে যাবেন।

গুরুত্বপূর্ণ লিঙ্ক (Important Link)

WhatsApp গ্রুপে যুক্ত হনযুক্ত হন