SSC-এর মাধ্যমে একাউন্টেন্ট পদে চাকরির সুযোগ! বেতন ৩৪,৮০০ টাকা, রইলো আবেদন পদ্ধতি
স্টাফ সিলেকশন কমিশন (Staff Selection Commission) অতি সম্প্রতি একাউন্টেন্ট (Accountant) তথা হিসাবরক্ষক পদের জন্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। কর্মীদের মাসিক বেতন ৩৪৮০০ টাকা। ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা অফলাইনের মাধ্যমে এই পদের জন্য আবেদন জানাতে পারবে। স্টাফ সিলেকশন কমিশনের এই চাকরির ব্যাপারে আজকের প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করা হলো।
কোন পদের জন্য কর্মী নিয়োগ করা হবে (Required post):
স্টাফ সিলেকশন কমিশন (Staff Selection Commission) হিসাবরক্ষক তথা একাউন্টেন্ট (Accountant) পদের জন্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে ।
বয়সের সীমাবদ্ধতা (Age limit):
সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্ব সর্বোচ্চ ৫৬ বছর বয়সের ইচ্ছুক প্রার্থীরা এই পদের জন্য আবেদন জানাতে পারবে।
বেতনের পরিমাণ (Salary):
সংশ্লিষ্ট পদের কর্মীদের মাসিক বেতন ৩৪৮০০ টাকা।
আবেদন পদ্ধতি (Apply Process):
স্টাফ সিলেকশন কমিশন এর এই চাকরির জন্য ইচ্ছুক প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবে। পদ্ধতি নিম্নরূপ :
১) স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন করতে হবে।
২) এরপর আবেদন পত্রের লিংকে ক্লিক করে সেটি ডাউনলোড (Download) করবে এবং তারপর প্রিন্ট (print) করবে।
৩) সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে সতর্কতার সাথে ফর্মটি ফিলাপ করতে হবে। এছাড়া ফর্ম এর সাথে নিজের একটি পাসপোর্ট সাইজ ফটো (passport size photo) এবং নির্দিষ্ট জায়গায় একটি স্বাক্ষরও (Signature) জমা দিতে হবে।
৪) এরপর নির্দিষ্ট কিছু দরকারী ডকুমেন্ট(Document) জেরক্স (xerox) করে ফর্ম এর সাথে জুড়ে দিতে হবে।
৫) সর্বশেষে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস সহ ফর্মটি একটি নির্দিষ্ট ঠিকানায় গিয়ে জমা দিয়ে আসতে হবে।
এছাড়া প্রার্থীদের মনে রাখতে হবে যে আবেদনের সময়সীমা নির্দিষ্ট।
প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification):
স্টাফ সিলেকশন কমিশনের একাউন্ট্যান্ট পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট থেকেই জানতে পারবে। এছাড়া এই পদে কাজের জন্য বিশেষ কিছু বিশেষ কিছু যোগ্যতা এবং দক্ষতা থাকা অতি আবশ্যক।
ফর্ম ফিলাপের শেষ তারিখ (Last Date):
স্টাফ সিলেকশন কমিশনের এই চাকরির জন্য আবেদনের শেষ তারিখ আগামী ২৭/৫/২০২৪।