Summer Special Train: গরমের মধ্যে ঘুরতে যাওয়ার সুযোগ! স্পেশাল ট্রেনে টিকিটের ছড়াছড়ি, এখনই দেখুন
শুরু হয়েছে গরমের ছুটি। পূর্ব রেল বিভাগের (Eastern Railways)তরফ থেকে অনেকদিন আগে থেকেই শুরু হয়েছে গরমের ছুটিতে ভ্রমণের জন্য বিশেষ ট্রেনের ঘোষণা (Summer Special Train)। তাই যারা আগে থেকেই টিকিট বুকিং করেছিলেন তারা বেশ লাভবান হয়েছেন। তবে সম্প্রতি বেশ কিছু স্পেশাল ট্রেনের টিকিট শেষ হয়ে গেলেও ওয়েটিং লিস্ট-এ চলছে বুকিং। এমন একটি ট্রেন হল- হাওড়া – নিউ জলপাইগুড়ি সামার স্পেশাল ট্রেন বা হাওড়া – রকসৌল সামার স্পেশাল ট্রেন।
তবে বেশ কিছু ট্রেনের টিকিট এখনো উপলব্ধ রয়েছে। তাই যারা এখনো স্পেশাল ট্রেনে কনফার্ম বার্থ টিকেট পেতে চান তারা অতি দ্রুত ট্রেনের টিকিট কেটে ফেলুন। যে সকল সামার স্পেশাল ট্রেনের টিকিট এখনও বর্তমান সেগুলি হল-
১. ০৩০৪৫ হাওড়া – রকসৌল সামার স্পেশাল। যে ট্রেনটি ২৯/০৪/২০২৪ তারিখে যাত্রা করবে। এই ট্রেনে কেবলমাত্র স্লীপার ক্লাসে টিকিট রয়েছে।
২. ০৩১০৫ শিয়ালদহ – জাগি রোড সামার স্পেশাল। যেটি ২৬/০৪/২০২৪ তারিখে যাত্রা শুরু করবে। এই ট্রেনে এসি ৩-টায়ার ক্লাসে টিকিট রয়েছে।
আরও পড়ুন: Watermelon Seeds: তরমুজ খেতে গিয়ে বীজ পেটে গেলে কী ঘটবে? ক্ষতি হবে না তো! জেনে নিন
৩. ০৩১০৭ শিয়ালদহ – লখনৌ সামার স্পেশাল। যেটি ২৭/০৪/২০২৪ তারিখে যাত্রা করবে। এই ট্রেনে ফার্স্ট এসি , এসি ২-টায়ার ও এসি ৩-টায়ার ক্লাসে টিকিট রয়েছে।
৪. ০৩১০৯ শিয়ালদহ – ভাদোদারা সামার স্পেশাল। যেটি ৩০/০৪/২০২৪ তারিখে যাত্রা শুরু করবে। এই ট্রেনে এসি ২-টায়ার, এসি ৩-টায়ার ও স্লীপার ক্লাসে টিকিট রয়েছে।
৫. ০৩১৩১ শিয়ালদহ – গোরক্ষপুর সামার স্পেশাল। যেটি ২৯/০৪/২০২৪ তারিখে যাত্রা শুরু করবে। এই ট্রেনে স্লীপার ক্লাসে টিকিট রয়েছে।
৬. ০৩১৩৫ কলকাতা – পাটনা সামার স্পেশাল। যেটি ২৫/০৪/২০২৪ ও ৩০/০৪/২০২৪ তারিখে যাত্রা শুরু করবে। এই ট্রেনে স্লীপার ক্লাসে টিকিট রয়েছে।
৭. ০৩১৮৫ কলকাতা -জয়নগর সামার স্পেশাল। যেটি ২৬/০৪/২০২৪ তারিখে যাত্রা শুরু করবে। এই ট্রেনে দ্বিতীয় শ্রেণীতে (2S ক্লাসে) টিকিট রয়েছে।
৮. ০৩৪০৯ মালদা টাউন – খাতিপুরা সামার স্পেশাল। যেটি ২৫/০৪/২০২৪ তারিখে যাত্রা শুরু করবে। এই ট্রেনে শুধু স্লীপার ক্লাসে টিকিট রয়েছে।
৯. ০৩৪১৫ মালদা টাউন – লাল কুয়া সামার স্পেশাল। যেটি ২৪/০৪/২০২৪ তারিখে যাত্রা করবে। এই ট্রেনে এসি ২-টায়ার, এসি ৩-টায়ার ও এসি ৩-টায়ার ইকোনমি ক্লাসে টিকিট রয়েছে।
১০. ০৩৪৬৫ মালদা টাউন – দিঘা সামার স্পেশাল। যেটি ২৭/০৪/২০২৪ তারিখে যাত্রা শুরু করবে। এই ট্রেনে শুধুমাত্র স্লীপার ক্লাসে টিকিট রয়েছে।
১১. ০৩৫০৯ আসানসোল – খাতিপুরা সামার স্পেশাল। এই ট্রেনটি ৩০/০৪/২০২৪ তারিখে যাত্রা শুরু করবে। এই ট্রেনে ফার্স্ট এসি , এসি ২-টায়ার ও এসি ৩-টায়ার ক্লাসে টিকিট রয়েছে।
যদিও এই সকল ট্রেনের বার্থ টিকিট সমানে বুকিং হচ্ছে, তাই যেকোন ক্লাসের বার্থ টিকিট স্বাভাবিকভাবেই শেষ হয়ে যেতে পারে। তাই দেরি না করে আপনি আজই এই স্পেশাল ট্রেনের টিকিট কেটে ফেলুন।