৪০,০০০-এর বেশি চাকরি দিচ্ছে TCS! চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুযোগ

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

চাকরির খবর: বেকার চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। TCS-এর তরফ থেকে বিপুল সংখ্যক ফ্রেশার ক্যান্ডিডেট নিয়োগ করা হবে। ১১.৫ লক্ষ শূন্যপদে নিয়োগ করা হবে ফ্রেসার ক্যান্ডিডেট। টাটা কনসালটেন্সি সার্ভিসেস (TCS)-এ বিপুল সংখ্যায় নিয়োগ করা হবে ফ্রেশার কর্মী। TCS iON নতুন একটি প্ল্যাফর্ম প্রস্তুত করেছে যার মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতার যথাযথ মূল্যায়ন করা সম্ভব।

শূন্যপদের সংখ্যা (Number of Vacancy):

মানিকন্ট্রোল-এর প্রতিবেদন অনুসারে, আইটি সেক্টরে করা হবে প্রচুর সংখ্যক কর্মী নিয়োগ। ২০২৪-২৫ অর্থবর্ষে কত জন ফ্রেশার কর্মীকে নিয়োগ করা হবে তার নিয়ে নির্দিষ্ট কোন তথ্য প্রকাশ করে নি টাটা কনসালটেন্সি সার্ভিসেস (TCS)। তবে বিগত অর্থবর্ষে (২০২৩-২৪ অর্থবর্ষ) ৪০,০০০ ফ্রেশার কর্মী নিয়োগ করেছিল ভারতের বৃহত্তম এই তথ্যপ্রযুক্তি সংস্থা। তাই অনুমান করা হচ্ছে যে এ বছর তার থেকে বেশি সংখ্যক কর্মী নিয়োগ করা হবে সংশ্লিষ্ট সংস্থার পক্ষ থেকে। একথা অবশ্যই মনে রাখবেন যে, TCS ও টাইটানের মতো টাটা গ্রুপের সংস্থাগুলি ছাড়াও হ্যাপিয়েস্ট মাইন্ডস-এর মতো সংস্থাগুলিও কর্মী নিয়োগের ক্ষেত্রে NQT পদ্ধতি অবলম্বন করে।

মাসিক বেতন (Monthly Salary):

ফ্রেশারদের যে পদে নিয়োগ করা হবে তার ভিত্তিতেই প্রদান করা হবে মাসিক বেতন। ফ্রেশারদের মূলত নিনজা ক্যাটেগরি, ডিজিটাল ক্যাটেগরি এবং প্রাইম ক্যাটেগরি-এই তিন ক্যাটাগরির ভিত্তিতে বেতন দেওয়া হবে। নিনজা ক্যাটাগরির অধীনে ফ্রেশার কর্মীদের বেতন দেওয়া হবে বার্ষিক ৩.৩৬ লক্ষ টাকা। ডিজিটাল ক্যাটাগরির ফ্রেশার কর্মীদের বার্ষিক ৭ লক্ষ টাকা বেতন দেওয়া হবে। প্রাইম ক্যাটেগরির ফ্রেশার কর্মীদের বার্ষিক ৯ লক্ষ টাকা থেকে ১১.৫ লক্ষ টাকা অবধি বেতন দেওয়া হবে। আরও বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইটটি দেখুন।

আবেদন পদ্ধতি (Application Process):

সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য আগ্রহী আবেদনকারী প্রার্থীরা নিজের কাছে থাকা যেকোনো ইন্টারনেট সংযোগ আছে এমন ডিভাইসে TCS NextStep পোর্টাল ওপেন করুন। সেখানে প্রথমে রেজিস্ট্রেশন করুন তারপর প্রার্থীকে নিয়োগের ড্রাইভের জন্য আবেদন করতে হবে।

আরও পড়ুন: Aadhaar Card তৈরিতে ৩০,০০০ টাকা বেতনে চাকরির সুযোগ দিচ্ছে UIDAI! জেনে নিন বিস্তারিত

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

তবে আবেদনকারী প্রার্থী যদি পূর্বে TCS NextStep পোর্টালে ‘IT‘ বিভাগে রেজিস্ট্রেশন করে থাকেন তবে সেক্ষেত্রে আবেদনকারীর প্রার্থীর পূর্বের TCS রেফারেন্স আইডি (CT/DT রেফারেন্স নম্বর) ব্যবহার করে লগইন করতে হবে। এরপর আবেদন পত্রটি যথাযথ ভাবে সঠিক তথ্য দিয়ে পূরণ করুন। তারপর ফরমটি পূরণ হয়ে গেলে ‘Apply For Drive’ অপশনে ট্যাব করতে হবে। তবে আপনি নতুন প্রথম রেজিস্ট্রেশন করেন সে ক্ষেত্রে ‘এখানে রেজিস্ট্রেশন করুন’ এই অপশনে ক্লিক করুন। “IT”-এর ভিত্তিতে আপনার বিভাগটি সিলেক্ট করুন। এরপর আবেদন পত্রটি পূরণ করে জমা করুন এবং ‘ড্রাইভের জন্য আবেদন করুন’-এ ট্যাব করুন।

এরপর শেষে “Track Your Application” অপশনে গিয়ে আপনার আবেদন পত্রের অবস্থান সম্পর্কে জানুন। সেখানে আপনার আবেদন পত্রের অবস্থান “ড্রাইভের জন্য প্রয়োগ করা হয়েছে” এটি দেখাবে।

নিয়োগ প্রক্রিয়া (Recruitment Process):

আগ্রহী আবেদনকারী প্রার্থীরা সংশ্লিষ্ট সংস্থায় অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। আগামী ২৬ এপ্রিল উক্ত চাকরি সংক্রান্ত পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে।

শিক্ষাগত যোগ্যতা (Education Qualification):

এদেশের সর্ববৃহৎ তথ্যপ্রযুক্তি সংস্থার ওয়েবসাইট অনুসারে, ২০২৪ ব্যাচের BTech, BI, MSC, MCA এবং MS উত্তীর্ণরা সংশ্লিষ্ট চাকরির জন্য আবেদনের ক্ষেত্রে যোগ্য বলে বিবেচিত হবেন।

গুরুত্বপূর্ণ লিংক

WhatsApp গ্রুপে যুক্ত হন