Vivo X Fold 3 Pro ভারতে কবে লঞ্চ হবে? দাম কত হতে পারে? কী কী ফিচার থাকবে?

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

ভিভো (VIVO) মোবাইল সংস্থা তাদের প্রথম ফোল্ডেবল ফোন (Foldable Smartphone) ভারতে লঞ্চ করতে চলেছে। Vivo X Fold 3 Pro ফোনটি ভারতে লঞ্চ হতে চলেছে আগামী ৬ই জুন। এই ফোনটি বইয়ের মত ভাঁজ করা যায়।

চিনে মার্চ মাসে এই ফোন লঞ্চ হয়েছিল। এই ফোনটিতে ৮ ইঞ্চির ইনার ফোল্ডিং স্কিন থাকবে। এছাড়াও Zeiss ব্র্যান্ডের ক্যামেরা সেনসর থাকবে এবং ৫৭০০ mAh ব্যাটারি থাকবে। ভারতে লঞ্চ হয়ে গেলে ফোনটি অনলাইন ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে পাওয়া যাবে।

কত দাম হতে পারে ফোনটির (Vivo X Fold 3 Pro Price in India)

চিনে Vivo X Fold 3 Pro ফোনটির ১২ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম CNY 9,999 ছিল, ভারতীয় মুদ্রায় যা প্রায় ১,১৬,০০০ টাকার সমান। তবে ভারতে এই ফোনটির দাম কত হতে পারে তা এখনও আনুষ্ঠানিকভাবে জানা যায়নি।

এই ফোনটির ফিচারগুলি দেখে নেওয়া যাক (Vivo X Fold 3 Pro Specifications)

  • এই Vivo X Fold 3 Pro ফোনটিতে গুগলের Gemini AI ফিচার থাকতে চলেছে।
  • এআই ট্রান্সক্রিপ্ট অ্যাসিস্ট, এআই নোট অ্যাসিস্ট ইত্যাদি ফিচার থাকতে চলেছে ফোনটিতে।
  • ৫০ মেগাপিক্সেলের আলট্রা সেনসিং প্রাইমারি ক্যামেরা থাকতে চলেছে এই ফোনটিতে যার সাথে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার থাকবে।
  • এছাড়াও এই ফোনের ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে চলেছে।