লিখিত পরীক্ষা ছাড়াই রাজ্য কৃষি দপ্তরে চাকরির সুযোগ, আবেদন পদ্ধতি জেনে নিন (WB Agriculture Recruitment 2023)
WB Agriculture Recruitment 2023: Office of The Agriculture Chemist-এর এর পক্ষ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইচ্ছুক অযোগ্য প্রার্থীদের আবেদনের জন্য আহ্বান জানানো হয়েছে। রাজ্যের যে কোন প্রান্তের ছেলে ও মেয়ে উভয়ই এই পদে আবেদন করতে পারে। নিম্নে এই পদের ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হলো-
নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organization)
Office of The Agriculture Chemist-এর এর পক্ষ থেকে পশ্চিমবঙ্গ জেলা লেভেলে কৃষি তথা এগ্রিকালচার দপ্তরে কর্মী নিয়োগ করা হবে।
বয়সসীমা (Age Limit)
সংশ্লিষ্ট পদে আবেদন করতে হলে প্রার্থীর বয়স ৬০ বছরের মধ্যে হতে হবে।
বেতন (Salary)
সংশ্লিষ্ট পদে নিয়োগকারী প্রার্থীদের পশ্চিমবঙ্গ সরকারের অ্যাডিশনাল লেবার কমিশনার-এর বিজ্ঞপ্তি অনুযায়ী বেতনক্রম নির্ধারিত হবে।
আবেদন প্রক্রিয়া (Application Process)
এক্ষেত্রে প্রার্থীদের সম্পূর্ণ অফলাইন মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনপত্র জমা করার কাজ শুরু হয়ে ১৬ অক্টোবর ২০২৩ থেকে। আপনিও যদি এই পদে আবেদন করতে চান তাহলে খুব শীঘ্রই আবেদনের কাজ সম্পূর্ণ করে নিন। কারণ সময় খুব সীমিত। নিম্নে অফলাইনে আবেদনের ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হলো।
- সংশ্লিষ্ট পদে আবেদন করতে হলে প্রথমে এর আবেদন পত্রটি ডাউনলোড করে নিতে হবে।
- এরপর আবেদন পত্রটি নিজের উপযুক্ত তথ্য দিয়ে সঠিকভাবে পূরণ করতে হবে।
- আবেদনপত্র সঠিকভাবে ডাউনলোড হয়ে গেলে এতে নিজের একটি পাসপোর্ট সাইজ ফটো যুক্ত করতে হবে।
- আবেদনপত্রে নিজের একটি সিগনেচার সহ প্রত্যেকটি ডকুমেন্টে সেল্ফ অ্যাটেস্টেড করতে হবে।
- সবশেষে উপযুক্ত ডকুমেন্টস গুলি ফার্মের সঙ্গে একটি খামের মধ্যে ভরে নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দিয়ে আসতে হবে।
ঠিকানা (Address)
Office of the Agriculture Chemist, Soil Testing Laboratory, Gour Road, Mokdumpur, Near Krishi Bhawan, Malda
গুরুত্বপূর্ণ নথিপত্র (Important Documents)
- সমস্ত পরীক্ষার মার্কশীট ও সার্টিফিকেট
- এক কপি ফটো
- অন্যান্য ডকুমেন্টস
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
আবেদনকারী প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে সিলেক্ট করে সংশ্লিষ্ট পদে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)
এভাবে আবেদন করতে হলে বিজ্ঞান বিষয়ের স্নাতক পাস হতে হবে। অথবা B.Sc(Ag) বিষয়ে অনার্স অথবা chemistry hons ডিগ্রী থাকতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখসমূহ (Important Dates)
সংশ্লিষ্ট পদে আবেদন করার শেষ তারিখ হল ১১ নভেম্বর ২০২৩, বিকেল ৪:০০ পর্যন্ত।
এছাড়াও সংশ্লিষ্ট পদে আবেদনের ব্যাপারে বিস্তারিত জানতে হলে এর অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ফলো করুন।
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্ক সমূহ)
🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉 | 🔥যুক্ত হন |
Official Notice Link👉 | এখানে দেখুন |
Official Website Link👉 | এখানে দেখুন |
FAQ
Q. Office of The Agriculture Chemist-এর পক্ষ থেকে কোন বিভাগে কর্মী নিয়োগ করা হবে?
Ans: পশ্চিমবঙ্গ জেলা লেভেলে কৃষি তথা এগ্রিকালচার দপ্তরে কর্মী নিয়োগ করা হবে।
Q.পশ্চিমবঙ্গ জেলা লেভেলে কৃষি তথা এগ্রিকালচার দপ্তরে কর্মী পদে আবেদনের শেষ তারিখ কবে?
Ans: ১১ নভেম্বর ২০২৩, বিকেল ৪:০০ পর্যন্ত।
Q. পশ্চিমবঙ্গ জেলা লেভেলে কৃষি তথা এগ্রিকালচার দপ্তরে কর্মী পদে আবেদনের বয়সসীমা কত?
Ans: সংশ্লিষ্ট পদে আবেদন করতে হলে প্রার্থীর বয়স ৬০ বছরের মধ্যে হতে হবে।