উচ্চমাধ্যমিক পাশে স্বাস্থ্য দপ্তরে সুপারভাইজার সহ অন্যান্য পদে নিয়োগ চলছে (WB Health Supervisor Recruitment 2023)

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

Department of Health and family welfare, Kalingpong-এর তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিভিন্ন স্বাস্থ্য কর্মসূচির অধীনে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হবে কালিম্পং-এ। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আবেদনের জন্য বলা হয়েছে। নিম্নে এই পদের ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হলো।

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉যুক্ত হন

নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organization)

Department of Health and family welfare, Kalingpong-এর তরফ থেকে চুক্তিভিত্তিক পদে কর্মী নিয়োগ করা হবে।

পদের নাম (Name of the Post)

Department of Health and family welfare, Kalingpong-এর তরফ থেকে যেসব পদে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হলো নিম্নরূপ-

  • Blood bank lab technician
  • Counsellor
  • Technician Supervisor Blood Bank

মোট শূন্যপদ (Total Vacancy)

এক্ষেত্রে সবগুলো পদ মিলিয়ে মোট পাঁচটি শুন্য পদে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হবে। নিম্নে এর ব্যাপারে বিস্তারিত বর্ণনা করা হলো-

পদের নাম শূন্যেপদের বিবরণURSC
Blood bank lab technician
Counsellor
Technician Supervisor Blood Bank

বেতন (Salary)

পদের নামমাসিক বেতন
Blood bank lab technician১৭,২২০ টাকা
Counsellor১৩,৫৬০ টাকা
Technician Supervisor Blood Bank১৭,২২০ টাকা

আবেদন প্রক্রিয়া (Application Process)

সংশ্লিষ্ট পদ গুলিতে আবেদন করতে হবে অনলাইন মাধ্যমে। আবেদনটি অবশ্যই ১২অক্টোবর ২০২৩-এর আগে নীচে দেওয়া ইমেল আইডি সহ এখানে সংযুক্ত নির্ধারিত ফরম্যাটে শুধুমাত্র স্ব-প্রত্যয়িত প্রশংসাপত্র সহ অনলাইনে এবং পিডিএফ সংস্করণে পাঠাতে হবে।আবেদনের ব্যাপারে বিস্তারিত জানার জন্য অফিশিয়াল নোটিশটি ফলো করার অনুরোধ করা হচ্ছে।

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

আবেদন পাঠানোর ইমেইল আইডি- recruitmentkalimpong@gmail.com

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে যাচাই করে সংশ্লিষ্ট পদে নিয়োগ করা হবে। যারা Blood bank lab technician পদে আবেদন করবে তাদের ৮০ মার্কসের একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে। আবার অন্যদিকে যারা Counsellor ও Technician Supervisor Blood Bank পদে আবেদন করবে তাদের ৭০ মার্কসের একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে। তবে লিখিত পরীক্ষা ছাড়াও ১০ মার্কসের ইন্টারভিউ নেওয়া হবে উভয় পদের জন্য। এই পরীক্ষাগুলি কোন বিষয়ের উপর ভিত্তি করে নেওয়া হবে তা অফিশিয়াল নোটিশে উল্লেখ করা হয়েছে। বিস্তারিত জানতে সেটি ফলো করুন।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

১. Blood bank lab technician পদে আবেদনের প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা

  • ১০+২ ক্লাসে বিজ্ঞান বিষয়ে পঠরত প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবে।
  • যেকোনো সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে Diploma in medical laboratory technology (DMLT)অথবা Diploma in laboratory technology (DLT) ডিগ্রী থাকতে হবে।
  • অথবা সরকার স্বীকৃতি যে কোনো প্রতিষ্ঠান থেকে BMLT ডিগ্রী থাকতে হবে।

২. Counsellor পদে আবেদনের প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা-

  • যেকোনো সরকারি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ফিজিওলজি/সমাজকর্ম/সমাজবিজ্ঞান/নৃবিজ্ঞান/মানব উন্নয়নে স্নাতকোত্তর/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

৩. Technician Supervisor Blood Bank পদে আবেদনের প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা

  • ১০+২ ক্লাসে বিজ্ঞান বিষয়ে পঠরত প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবে।
  • যেকোনো সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে Diploma in medical laboratory technology (DMLT)অথবা Diploma in laboratory technology (DLT) ডিগ্রী থাকতে হবে।

এছাড়াও প্রার্থীদের অন্যান্য শিক্ষাগত যোগ্যতা হিসেবে যেগুলি বলা হয়েছে সেগুলি হল নিম্নরূপ-

  • আবেদনকারী প্রার্থী অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হবে।
  • কম্পিউটার বিষয়ে যাবতীয় জ্ঞান থাকতে হবে।
  • যে পদে আবেদন করতে চায় সে পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
  • স্থানীয় ভাষা সম্পর্কে যাবতীয় জ্ঞান থাকতে হবে।
WB Health Supervisor Recruitment 2023

গুরুত্বপূর্ণ তারিখসমূহ (Important Dates)

সংশ্লিষ্ট পদে ইমেলের মাধ্যমে নথি সহ অনলাইন ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ ১২ অক্টোবর ২০২৩-এর মধ্যরাত পর্যন্ত।

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্ক সমূহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉যুক্ত হন
Official Notice Link👉এখানে দেখুন
Official Website Link👉এখানে দেখুন

FAQ
Q. Department of Health and family welfare, Kalingpong-এ আবেদনের শেষ তারিখ কবে?

Ans: ১২ অক্টোবর ২০২৩ মধ্যরাত্রি পর্যন্ত।

Q. Department of Health and family welfare, Kalingpong-এ মোট শূন্যপদ সংখ্যা কত

Ans: মোট শূন্য পদের সংখ্যা ৫ টি।

Q. Department of Health and family welfare, Kalingpong-এ মোট কয়টি পদে কর্মী নিয়োগ করা হবে?

Ans: মোট ৩ টি পদে কর্মী নিয়োগ করা হবে।

Sarmin Rima

সারমিন রিমা (Sarmin Rima) Bong Hunt-এর একজন সদস্য। বাংলা ভাষা ও সাহিত্যে তিনি স্নাতকোত্তর (M.A)। পড়াশুনা করেছেন সাংবাদিকতা নিয়েও। এছাড়াও বিভিন্ন ডিজিটাল মাধ্যমে তাঁর বিগত ৩ বছরের সাংবাদিকতার অভিজ্ঞতা রয়েছে। শিক্ষা, চাকরি, সরকারি প্রকল্প সহ বিভিন্ন বিষয়ে লেখায় তিনি সিদ্ধহস্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *