৮ টি জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ চলছে, দেখে নিন সিলেবাস ও পরীক্ষা পদ্ধতি (WB ICDS New Syllabus 2024)

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

WB ICDS New Syllabus 2024: যারা আইসিডিএস (ICDS) চাকরির জন্য আবেদন করেছিলেন তাদের জন্য বিশেষ খবর। পশ্চিমবঙ্গ সরকার শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের করন-এর তরফ থেকে একাধিক সুসংহত শিশু বিকাশ প্রকল্পে আবেদন হয়েছিল। ওই সময়ে যারা আবেদন করেছিলেন তাদের এবার পরীক্ষার জন্য তৈরি হতে হবে।

ওই সময়ে আবেদন গ্রহণ করা হয়েছিল অনলাইন ও অফলাইন দুই মাধ্যমেই। এবারে যা সিলেবাস তৈরি করা হয়েছে তাতে আবেদনকারীদের পরীক্ষা নেওয়া হবে মোট আটটি জেলায়। নিম্নে পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য উল্লেখ করা হলো-

যে যে জেলাগুলিতে আবেদন গ্রহণ করা হয়েছিল সেগুলি হল নিম্নরূপ-

১) দার্জিলিং

২) কালিম্পং

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

৩) মালদা

৪) আলিপুরদুয়ার

৫) পুরুলিয়া

৬) পশ্চিম বর্ধমান

৭) দক্ষিণ দিনাজপুর

৮) উত্তর ২৪ পরগনা

এইবার পরীক্ষা নেওয়া হবে এই সিলেবাস অনুযায়ী

ক্রমিক নম্বর প্রশ্নের ধরন নম্বর
1স্থানীয় ভাষায় ১৫০ শব্দের মধ্যে অষ্টম শ্রেণী মান অনুযায়ী একটি রচনা১৫ নম্বর
2অষ্টম শ্রেণী মানের পাটিগণিত২০ নম্বর
3পুষ্টি, নারী সামাজিক অবস্থান, জনস্বাস্থ বিষয়ক প্রশ্ন১৫ নম্বর
4সরল অনুবাদ (অষ্টম/নবম শ্রেণীর), ইংরেজি (ইংরেজি ভাষার সরল ও প্রাথমিক জ্ঞান)২০ নম্বর
5সাধারণ জ্ঞান২০ নম্বর

অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিয়োগের জন্য প্রার্থীদের মোট ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। তার মধ্যে ৯০ নম্বরের হবে লিখিত পরীক্ষা ও ১০ নম্বরের ইন্টারভিউ হবে। লিখিত পরীক্ষার জন্য নির্ধারিত সময় হলো ২ ঘন্টা। লিখিত পরীক্ষার প্রশ্নগুলো MCQ টাইপ হবে। যেসব প্রার্থীরা লিখিত পরীক্ষায় পাশ করবে তাদের ১০ নম্বরের ইন্টারভিউ নেওয়া হবে।

অঙ্গনওয়াড়ি সহায়িকা পদ থেকে অঙ্গনওয়াড়ি কর্মী পদের নির্ধারিত নতুন সিলেবাস হল নিম্নরূপ –

ক্রমিক নম্বরপ্রশ্নের ধরননম্বর
1দশম শ্রেণী মানের গণিত১০ নম্বর
2পুষ্টি, নারীর সামাজিক অবস্থান, জনস্বাস্থ্য বিষয়ক প্রশ্ন১০ নম্বর
3দশম শ্রেণী মানের ইংরেজি ভাষা১০ নম্বর
4সাধারণ জ্ঞান৫ নম্বর

যারা অঙ্গনওয়াড়ি সহায়িকা থেকে অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য আবেদন মোট ৫০ নম্বরের একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে। এর মধ্য থেকে লিখিত পরীক্ষা হবে ৩৫ নম্বরের এবং ১০ নম্বরের অভিজ্ঞতার ওপর নম্বর থাকবে। আর বাকি ৫ নম্বর হলো মৌখিক দিয়ে সর্বমোট ৫০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে।

অঙ্গনওয়াড়ি সহায়িকা ও অঙ্গনওয়াড়ি কর্মী পদে আবেদনের কাজ কিছুদিন আগেই হয়েছে। এই আবেদন অনলাইন ও অফলাইনে হয়েছিল। তারই পরীক্ষার সিলেবাস দেওয়া হয়েছে। যারা আবেদন করেছিলেন তারা পরীক্ষার জন্য নির্ধারিত সময়ের মধ্যে প্রস্তুতি নিন।

গুরুত্বপূর্ণ লিঙ্ক (Important Links)

WhatsApp গ্রুপে যুক্ত হনযুক্ত হন

Sarmin Rima

সারমিন রিমা (Sarmin Rima) Bong Hunt-এর একজন সদস্য। বাংলা ভাষা ও সাহিত্যে তিনি স্নাতকোত্তর (M.A)। পড়াশুনা করেছেন সাংবাদিকতা নিয়েও। এছাড়াও বিভিন্ন ডিজিটাল মাধ্যমে তাঁর বিগত ৩ বছরের সাংবাদিকতার অভিজ্ঞতা রয়েছে। শিক্ষা, চাকরি, সরকারি প্রকল্প সহ বিভিন্ন বিষয়ে লেখায় তিনি সিদ্ধহস্ত।