রাজ্যে সরাসরি ভলেন্টিয়ার নিয়োগ নিয়োগ চলছে, মাধ্যমিক পাশেই আবেদন করতে পারবেন
পশ্চিমবঙ্গে জেলা লেভেলে অফিস অফ দা ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটির তরফ থেকে পার্শ্ব আইনি সহায়িকা (Para Legal Volunteer, PLV) পদে কর্মী নিয়োগ করা হবে। স্থায়ী অঞ্চলের বাসিন্দা যারা মাধ্যমিক পাস করেছে তারা এই চাকরির জন্য আবেদন করতে পারবে। তবে শুধুমাত্র মহিলা প্রার্থীরা এই চাকরির পদে আবেদনের যোগ্য। ইন্টারভিউয়ের মাধ্যমে তাদের নির্দিষ্ট পদে নিয়োগ করা হবে। নিম্নে এই চাকরির ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হলো-
নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organisation)
Office of the District Legal Service Authority Dakshin Dinajpur at Balurghat-এর তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
পদের নাম (Name of the Post)
পার্শ্ব আইনি সহায়িকা (Para Legal Volunteer, PLV) পদে কর্মী নিয়োগ করা হবে।
মোট শূন্যপদ (Total Vacancy)
সংশ্লিষ্ট চাকরির পদে মোট ২ টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে।
বয়সসীমা (Age Limit)
যাদের এই চাকরির পদে নিয়োগ করা হবে তাদের প্রতিদিন ৫০০ টাকা করে দেওয়া হবে। তবে প্রতিদিন কাজ থাকবে না।
বেতন (Salary)
যাদের এই চাকরির পদে নিয়োগ করা হবে তাদের প্রতিদিন ৫০০ টাকা করে দেওয়া হবে। তবে প্রতিদিন কাজ থাকবে না।
আবেদন প্রক্রিয়া (Application Process)
আবেদনের জন্য আলাদাভাবে ফর্ম ফিলআপ করতে হবে না। নিজের একটি বায়োডাটা তৈরি করে তার সঙ্গে প্রয়োজনীয় সমস্ত নথি ও তার জেরক্স রেডি করে নির্দিষ্ট সময়ে ইন্টারভিউয়ের দিন উপস্থিত হতে হবে।
প্রয়োজনীয় নথি (Important Documents)
প্রয়োজনীয় নথি হিসেবে প্রার্থীদের ইন্টারভিউয়ের দিন যেগুলি আনতে হবে সেগুলি হলো নিম্নরূপ-
১) বায়োডাটা
২) বয়সের প্রমাণপত্র
৩) সমস্ত শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
৪) পরিচয় পত্রের নথি হিসেবে EPIC Card অথবা আধার কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স
৫) স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসেবে কাউন্সিলার অথবা পঞ্চায়েত প্রধানের সার্টিফিকেট
৬) রঙিন পাসপোর্ট সাইজ ছবি
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
যারা আবেদন করবে তাদের ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচন করা হবে।
শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)
এই পদে আবেদন করতে হলে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে ন্যূনতম মাধ্যমিক পাস ও অন্যান্য যোগ্যতা হিসেবে দক্ষিণ দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
ইন্টারভিউয়ের তারিখ (Date of Interview)
ইন্টারভিউ সম্পন্ন হবে আগামী ৮ জুন ২০২৪ তারিখে ঐদিন নিজের সমস্ত উন্নতি পত্র সহ নির্দিষ্ট ঠিকানায় গিয়ে উপস্থিত হতে হবে।