পশ্চিমবঙ্গে কৃষি গবেষণা সংস্থায় নিয়োগ চলছে, বিস্তারিত জানুন (Agricultural Research Institute Recruitment)
বর্তমানে আমাদের দেশ বেকারত্বে ভরপুর। সরকারী, বেসরকারি কোনরকম চাকরি বাজারে নেই বললেই চলে। হাজার হাজার চাকরি প্রার্থী ডিগ্রী অর্জন করে বেকার অবস্থায় বসে আছে। তাদের কোন কর্মসংস্থান নেই। দেশে প্রতিনিয়ত বেকারত্ব বেড়েই চলেছে। আমাদের চারপাশে একটু খোঁজ নিলেই এমন অনেক ছেলে মেয়ে পাওয়া যাবে যারা অনেক বড় বড় ডিগ্রী অর্জন করার পরেও কোন চাকরি পায়নি। তবে দেশের এই অবস্থায় আজকে আমরা এই প্রতিবেদনে বেকার চাকরিপ্রার্থীদের জন্য একটি ভালো সুখবর নিয়ে এসেছি। জন্য সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হলো-
ICAR-Indian Agricultural Research Institute Regional Station, Kalimpong-এর তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোনরকম লিখিত পরীক্ষা ছাড়াই শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে ১৫ মাসের জন্য চুক্তিভত্তিক পদে কর্মী নিয়োগ করা হবে। ভারতের যে কোনো প্রান্তের যোগ্য ছেলে মেয়ে নির্বিশেষে সকলেই এই পদে আবেদন করতে পারবে। যোগ্য ও ইচ্ছুক চাকরিপ্রার্থীদের আবেদনের আহ্বান জানানো হয়েছে। আপনি যদি অনেকদিন ধরে এই পদে চাকরি করার জন্য ইচ্ছুক হয়ে থাকেন, তাহলে এটি আপনার কাছে অত্যন্ত ভালো একটি সুযোগ। আর তাই এই সুযোগটিকে কাজে লাগিয়ে দ্রুত আবেদন করে ফেলুন। এই পদের ব্যাপারে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো –
নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organization)
ICAR-Indian Agricultural Research Institute Regional Station, Kalimpong-এর তরফ থেকে কর্মী নিয়োগ করা হবে।
পদের নাম (Name of the Post)
ICAR-Indian Agricultural Research Institute Regional Station, Kalimpong-এর তরফ থেকে Lab Assistant পদে কর্মী নিয়োগ করা হবে।
মোট শূন্যপদ (Total Vacancy)
ICAR-Indian Agricultural Research Institute Regional Station, Kalimpong-এর তরফ থেকে Lab Assistant-এ চুক্তি ভিত্তিক পদে কর্মী নিয়োগ করা হবে। এক্ষেত্রে মোট শূন্যপদের সংখ্যা রয়েছে ১ টি।
বয়সসীমা (Age Limit)
সংশ্লিষ্ট পদে আবেদন করতে হলে প্রার্থীদের বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণীদের জন্য বয়সের ছাড় রয়েছে। SC/ST ক্যাটাগরীদের জন্য ৫ বছর পর্যন্ত বয়সের ছাড় রয়েছে আর OBC ক্যাটাগরীদের জন্য রয়েছে ৩ বছরের ছাড়।
বেতন (Salary)
সংশ্লিষ্ট পদে নিয়োগকারী প্রার্থীদের মাসিক ২০,০০০ টাকা বেতন দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া (Application Process)
সংশ্লিষ্ট পদে আবেদন জানাতে হবে অফলাইনের মাধ্যমে। আবেদনের পদ্ধতি নিম্নে আলোচনা করা হলো-
- আবেদনের জন্য নিচের দেওয়া ক্লিপ লিঙ্কে ক্লিক করে সেখান থেকে আবেদন পত্রটি সংগ্রহ করতে হবে।
- নিজের যাবতীয় তথ্য দ্বারা ফর্মটি ভালো করে পূরণ করতে হবে।
- আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ হয়ে গেলে এর সঙ্গে নিজের সাক্ষর ও একটি রঙিন পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করতে হবে।
- পরিশেষে আবেদনপত্রের সঙ্গে নিজের যাবতীয় ডকুমেন্ট ইন্টারভিউয়ের আগে নির্দিষ্ট জায়গায় জমা করতে হবে।
যোগ্য প্রার্থীদের সম্পূর্ণ বিবরণ দিয়ে তাদের আবেদন জমা দিতে হবে একাডেমিক রেকর্ড এবং অভিজ্ঞতার সাথে সত্যায়িত ফটোকপি এবং এর আসল কপি উপর প্রাসঙ্গিক নথি সেইসাথে এর মূল কপি ১৬.১১.২০২৩ তারিখে বা তার আগে প্রাসঙ্গিক নথি সহ জমা করতে হবে।
গুরুত্বপূর্ণ নথিপত্র (Important Documents)
সংশ্লিষ্ট পদে আবেদন করতে গেলে প্রার্থীদের যেসব ডকুমেন্টসগুলি লাগবে সেগুলি হলো নিম্নরূপ-
- Date of birth certificate
- Degree certificate
- Passport size photo
- Experience certificate
- other documents
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
সংশ্লিষ্ট পদে আবেদনকারী প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচন করা হবে। ইন্টারভিউয়ে যারা উত্তীর্ণ হবে তাদের সংশ্লিষ্ট পদে নিয়োগ করা হবে।
ইন্টারভিউয়ের তারিখ
আবেদনকারী প্রার্থীদের ইন্টারভিউয়ের তারিখ নির্ধারিত হয়েছে আগামী ১৬ নভেম্বর ২০২৩ তারিখ। সকাল ১০:০০-১০:৩০ AM এ।
ইন্টারভিউয়ের স্থান
Training Hall, ICAR-IARI Regional Station, Kalimpong, West Bengal.
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)
- বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে বিশেষ করে agriculture/horti culture বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
- lab অথবা field experiment বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- Computer বিষয়ে যাবতীয় জ্ঞান থাকতে হবে।
- আবেদনকারী প্রার্থীর জরিপ কাজের ব্যাপারে বিশেষ অভিজ্ঞতা থাকবে।
- আবেদনকারী প্রার্থীকে Nepali/Bengali দুটি ভাষায় কথা বলা জানতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখসমূহ (Important Dates)
সংশ্লিষ্ট পদে আবেদন করার শেষ তারিখ হল ১৬.১১.২০২৩। এই নির্দিষ্ট তারিখের পরে আবেদন করলে সেই আবেদন গ্রহণযোগ্য হবে না।
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্ক সমূহ)
🔥আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉 | 🔥যুক্ত হন |
অফিসিয়াল নোটিশ👉 | এখানে দেখুন |
অফিসিয়াল ওয়েবসাইট👉 | এখানে দেখুন |
আরও পড়ুন:
FAQ
Q. ICAR-Indian Agricultural Research Institute Regional Station, Kalimpong-এর তরফ থেকে কোন পদে কর্মী নিয়োগ করা হবে?
Ans: Lab Assistant পদে কর্মী নিয়োগ করা হবে।
Q. ICAR-Indian Agricultural Research Institute Regional Station, Kalimpong-এর তরফ থেকে সংশ্লিষ্ট পদে যে কর্মী নিয়োগ করা হবে তাদের মাসিক বেতন কত টাকা দেওয়া হবে?
Ans: মাসিক ২০,০০০ টাকা বেতন দেওয়া হবে।
Q. ICAR-Indian Agricultural Research Institute Regional Station, Kalimpong- এর তরফ থেকে সংশ্লিষ্ট পদে আবেদনের শেষ তারিখ কবে?
Ans: সংশ্লিষ্ট পদে আবেদন করার শেষ তারিখ হল ১৬ নভেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত।