AIESL Recruitment 2024: সরাসরি এয়ার ইন্ডিয়ায় চাকরির সুযোগ! রইলো আবেদন পদ্ধতি সহ বিস্তারিত

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

AIESL Recruitment 2024: বেকার চাকরি প্রার্থীদের জন্য সুখবর। এয়ার ইন্ডিয়ার তরফ থেকে প্রকাশিত হয়েছে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি (AIESL Recruitment 2024)। যারা এয়ারপোর্টে চাকরি করতে চান তাদের জন্য এটি একটি দারুন খবর। আবেদনকারী প্রার্থীদের ইন্টারভিউ এর মাধ্যমে করা হবে নিয়োগ। সংশ্লিষ্ট পথগুলোতে নিয়োগের পর প্রার্থীদের মোটা অংকের বেতন দেওয়া হবে।

নিয়োগকারী সংস্থা (Name of The Recruitment Board):

 এয়ার ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস লিমিটেড (AIESL)-এর তরফ থেকে করা হবে কর্মী নিয়োগ।

পদের নাম (Name of The Post): 

সংশ্লিষ্ট সংস্থার তরফ থেকে Aircraft Technician B1 এবং Aircraft Technician B2 পদে কর্মী নিয়োগ করা হবে। Aircraft Technician B1 পদে শূন্য পদের সংখ্যা ২৫ টি এবং Aircraft Technician B2 পদে শূন্যপদের সংখ্যা ১৫টি

বয়সের সময়সীমা (Age Limit):

আগ্রহী আবেদনকারী জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। SC/ST ক্যাটাগরির প্রার্থীদের বয়স ৪০ বছর হতে হবে এবং OBC ক্যাটাগরির প্রার্থীদের বয়স ৩৮ বছরের মধ্যে থাকতে হবে।

আরও পড়ুন: ৬,৫৭০ শূন্যপদে পঞ্চায়েতে চাকরির সুযোগ!জানুন আবেদন পদ্ধতি সহ বিস্তারিত  

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

মাসিক বেতন (Monthly Salary):

সংশ্লিষ্ট পদে আবেদনকারী প্রার্থীদের নিয়োগের পর প্রতি মাসে ২৭,৯৪০ টাকা বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি (Application Process):

সংশ্লিষ্ট পদ গুলিতে আবেদনকারী প্রার্থীদের কেবলমাত্র ইন্টারভিউ-এর মাধ্যমে করা হবে নিয়োগ।

ইন্টারভিউর দিন প্রার্থীদের যে সমস্ত ডকুমেন্টস গুলি নিয়ে যেতে হবে সেগুলি হল-

১. সমস্ত শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র।

২. জন্মের শংসাপত্র।

৩. স্থায়ী এবং বর্তমান বাসস্থানের প্রমাণপত্র।

৪. পাসপোর্ট সাইজ রঙিন ফটো।

৫. কাস্ট সার্টিফিকেট যদি থাকে।

৬. ইত্যাদি।

নিয়োগ প্রক্রিয়া (Recruitment Process):

সংশ্লিষ্ট পদে আগ্রহী আবেদনকারী প্রার্থীদের প্রিলিমিনারী স্ক্রীনিং, টেকনিক্যাল অ্যাসেসমেন্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে করা হবে নিয়োগ।

শিক্ষাগত যোগ্যতা (Education Qualification): 

আগ্রহী আবেদনকারী প্রার্থীদের সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিপ্লোমা কিংবা সার্টিফিকেট থাকার পাশাপাশি কর্ম অভিজ্ঞতা থাকতে হবে।

ইন্টারভিউয়ের তারিখ (Date of Interview): 

২৫ এপ্রিল তারিখে চেন্নাই, ২৯ এপ্রিল বেঙ্গালুরু, এবং ২ মে তারিখে হায়দ্রাবাদে অনুষ্ঠিত হবে ইন্টারভিউ।

সংশ্লিষ্ট চাকরি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে অফিসিয়াল ওয়েবসাইটটি (www.aiesl.in) দেখার অনুরোধ করা হচ্ছে আগ্রহী আবেদনকারী প্রার্থীদের।

গুরুত্বপূর্ণ লিংক

WhatsApp গ্রুপে যুক্ত হন
Official Notice & Application Form