৬,৫৭০ শূন্যপদে পঞ্চায়েতে চাকরির সুযোগ!জানুন আবেদন পদ্ধতি সহ বিস্তারিত
বেকার চাকরিপ্রার্থীদের জন্য সুসংবাদ। পঞ্চায়েত বিভাগের পক্ষ থেকে করা হবে প্রচুর সংখ্যক কর্মী নিয়োগ (Panchayat Recruitment 2024)। তাই যারা একটি ভালো চাকরির সন্ধান করছেন তাদের জন্য দারুন সুযোগ। সংশ্লিষ্ট চাকরির জন্য পুরুষ এবং মহিলা উভয়ই আবেদন করতে পারবেন। বিস্তারিত তথ্য জানতে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
নিয়োগকারী সংস্থা (Name of The Recruitment Board):
গ্রাম সরোজ যোজনা সোসাইটির পক্ষ থেকে পঞ্চায়েতি রাজ ডিপার্টমেন্টের অধীনে করা হবে কর্মী নিয়োগ।
পদের নাম (Name of the Post):
পঞ্চায়েতি রাজ ডিপার্টমেন্টের অধীনে অ্যাকাউন্টেন্ট কাম আইটি অ্যাসিস্ট্যান্ট পদে করা হবে কর্মী নিয়োগ।
শূন্যপদের সংখ্যা (Number of Vacancy):
সংশ্লিষ্ট বিভাগে মোট শূন্য পদের সংখ্যা ৬৫৭০ টি। এর মধ্যে পুরুষ আবেদনকারী প্রার্থীদের জন্য শূন্য পদের সংখ্যা ৪২৭০ টি এবং মহিলাদের জন্য শূন্যপদ রয়েছে ২৩০০টি।
আরও পড়ুন: LIC আপনার জমা রাখা টাকা নিয়ে কী করে জানেন? রইলো বিস্তারিত
আবেদনের বয়সসীমা (Age Limit):
সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য আবেদনকারী প্রার্থীদের নির্দিষ্ট কোন বয়স সীমা কথা হলো হয়নি। বিস্তারিত জানতে আবেদনকারী প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট (https://state.bihar.gov.in/Biharprd) দেখুন।
আবেদন পদ্ধতি (Application Process):
আগ্রহী আবেদনকারী প্রার্থীরা কেবলমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনকারী প্রার্থীরা www.bgsys.bihar.gov.in-এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
নিয়োগ প্রক্রিয়া (Recruitment Process):
আবেদনকারী প্রার্থীদের পরীক্ষার মাধ্যমে সংশ্লিষ্ট পদে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা (Education Qualification):
সংশ্লিষ্ট পদ গুলিতে B.Com, M.Com উত্তীর্ণ এবং CA Inter উত্তীর্ণ শংসাপত্র রয়েছে এমন প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আরও পড়ুন: IPL 2024: কোন ভারতীয় তারকা ক্রিকেটাকরের কোনো জার্সি নম্বর ছিল না জানেন? কারণ জানলে চমকে যাবেন
আবেদনের সময়সীমা (Last Date of Application):
সংশ্লিষ্ট পদগুলিতে চাকরির জন্য আগ্রহী আবেদনকারী প্রার্থীরা ১৪ মে ২০২৪ তারিখ অবধি আবেদন জানাতে পারবেন।