IPL 2024: কোন ভারতীয় তারকা ক্রিকেটাকরের কোনো জার্সি নম্বর ছিল না জানেন? কারণ জানলে চমকে যাবেন
এখনো চলছে IPL 2024 টুর্নামেন্ট। ৮ থেকে ৮০ কমবেশি প্রায় সকলেই ক্রিকেট দেখতে ভালোবাসেন। ক্রিকেট অনুরাগীদের মধ্যে ক্রিকেট সংক্রান্ত অজানা বিষয় জানার কৌতুহল বরাবরই একটু বেশি। এমনই এক ভারতীয় তারকা ক্রিকেটারের জার্সিতে ছিল না কোন জার্সি নাম্বার। জানলে অবাক হবেন আপনিও জানুন কে সেই ক্রিকেটার?
ভারতীয় ক্রিকেটে তথা বিশ্ব ক্রিকেটে একজন উল্লেখযোগ্য বিধ্বংসী ওপেনার হলেন প্রাক্তন ক্রিকেটার ওপেনার বীরেন্দ্র সেহওয়াগ (Virendra Sehwag)। এখনো অবধি ইনি ভারতীয় ক্রিকেটারদের মধ্যে একমাত্র যিনি টেস্ট ম্যাচে জোড়া ট্রিপল সেঞ্চুরি করেছিলেন। ওয়ানডে ক্রিকেট ম্যাচে রয়েছে ডাবল সেঞ্চুরি রেকর্ড।
প্রায় সকল ক্রিকেটারই তাদের জার্সি নাম্বার দ্বারা অনুরাগী মহলে পরিচিতি অর্জন করে। জার্সি নাম্বার কত হবে তা নির্ভর করে সম্পূর্ণ ক্রিকেটারদের নিজের সিদ্ধান্তের ওপর। তবে অনেক ক্রিকেটারই জার্সি নাম্বার যাচাই করার ক্ষেত্রে কিছুটা কুসংস্কারকে মান্যতা দেন। আবার একাধিক ক্রিকেটার কোন সংখ্যাকে ‘লাকি‘ নাম্বার মনে করে জার্সি নাম্বার হিসেবে বিবেচনা করেন। পরবর্তীতে সেই ক্রিকেটার যদি ব্যাপক সফলতা অর্জন করেন তবে জার্সি নাম্বারকে সফলতার চাবিকাঠি মনে করেন।
কিন্তু বীরেন্দ্র সেহওয়াগ (Virender Sehwag) ক্যারিয়ারের প্রথম অবস্থাতেই যে নাম্বার বিহীন জার্সি পড়ে খেলতেন এমনটা নয়। এই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার প্রথমে ৪৪ নাম্বার জার্সি এবং পরে ৪৬ নাম্বার জার্সি পড়ে কিছুদিন খেলা করেন। কিন্তু পরবর্তীতে তিনি কেন নাম্বার বিহীন জার্সি পড়ে খেলা শুরু করেন সে কথাও তিনি নিজের মুখেই জানিয়েছিলেন। সে কথা শুনে রীতিমতো আশ্চর্য হয়েছিল অনেকেই।
আরও পড়ুন: Madhyamik Result 2024 Date: মাধ্যমিকের রেজাল্ট কবে? সম্ভাব্য তারিখ নিয়ে যা জানালেন পর্ষদ সভাপতি
‘বীরু কি বৈঠক’ নামক শো পরিচালনার সময় এক ফ্যান তাকে প্রশ্ন করেছিলেন তিনি কেন নাম্বার বিহীন জার্সি পড়ে ক্রিকেট খেলা করতেন? এই প্রশ্নের উত্তরে বীরেন্দ্র সেহওয়াগ (Virender Sehwag) জানান, তিনি প্রথমে ভারতীয় দলের হয়ে ৪৪ নাম্বার জার্সি পড়ে খেলা শুরু করেছিলেন। তবে এই নাম্বারটি তার মা ও স্ত্রী ‘অশুভ‘ বলে মনে করতেন যে কারণে তিনি পরবর্তীতে এই জার্সি নাম্বারটি বদল করেন।
তিনি বলেন, তাঁর মা পরবর্তীতে তাকে ৪৬ নাম্বার জার্সি পরার উপদেশ দেন। কিন্তু তাঁর স্ত্রী আরতির মতে, ২ নাম্বার জার্সি পড়ে খেলা ভালো হবে। এই বিষয়ে তার মা ও স্ত্রীর মধ্যে তর্ক-বিতর্ক হয়। তিনি এই তর্ক-বিতর্ক অর্থাৎ ঝামেলা থামানোর জন্যই নাম্বারবিহীন জার্সি পড়ে খেলার সিদ্ধান্ত নেন।
তবে বীরেন্দ্র সেহওয়াগের (Virender Sehwag) এই বিনা নাম্বারের জার্সি পরে খেলা নিয়ে একটি গুঞ্জন রয়েছে। সেটি হল তিনি যখন ক্যারিয়ারের শুরুর দিকে প্রথমে ৪৪ নাম্বার জার্সি পরে খেলা শুরু করেন তখন এই নাম্বারটি তার লাকি হয়নি বলেই ধরা হয়। তবে তিনি তারপরে জ্যোতিষীর পরামর্শ নিয়ে ৪৬ নাম্বার জার্সি পরে খেলা শুরু করেন। পরবর্তীতে এই নাম্বারটিও যখন তার কাছে আনলাকি প্রমাণিত হয় তখন তখন তিনি বিনা নাম্বারযুক্ত জার্সি পরে খেলা শুরু করেন।
আরও পড়ুন: Money Making Tips: কীভাবে ১০ কোটি টাকা পেয়ে যাবেন ১ লক্ষ টাকা দিয়ে? সহজ উপায় জেনে নিন
তবে একথা ঠিক যে, নাম্বার বিহীন জার্সি পরেই অধিক সফলতা অর্জন করেন বীরেন্দ্র সেহওয়াগ (Virender Sehwag)। এই ওপেনের প্রাক্তন ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেটে ১০৪টি টেস্ট ম্যাচে ৮৫৮৬ রান, ২৫১ টি ওয়ানডে ক্রিকেট ম্যাচে ৪২৭৩ রান, ১৯ টি আন্তর্জাতিক T20 ম্যাচে ৩৯৪ রান করেছেন।
গুরুত্বপূর্ণ লিংক
আরও পড়ুন: Bank Of Baroda থেকে ৫ বছরের জন্য ১০ লাখ টাকা গাড়ির লোন নিলে কত EMI দিতে হবে? হিসেব দেখে নিন