Madhyamik Result 2024 Date: মাধ্যমিকের রেজাল্ট কবে? সম্ভাব্য তারিখ নিয়ে যা জানালেন পর্ষদ সভাপতি
Madhyamik Result 2024 Date: খুব তাড়াতাড়ি প্রকাশিত হতে পারে মাধ্যমিকের ফলাফল (Madhyamik Exam Result)। নির্বাচন চলাকালীন (Loksabha Election 2024)মাধ্যমিকের ফল প্রকাশ পাবে কিনা তাই নিয়ে সংশয় তৈরি হয়েছিল একাধিক মানুষের মনে। এরাজ্যে ১৯ এপ্রিল থেকে শুরু হয়েছে লোকসভা নির্বাচন।
আর নির্বাচন শেষ হবে ১ জুন তারিখে। তারপর ৪ জুন তারিখে হবে নির্বাচনের ফলাফল ঘোষণা। তবে লোকসভার নির্বাচন চললেও সেটি মাধ্যমিক ফলাফল (Madhyamik Exam Result) ঘোষণার পথে অন্তরায় হয়ে দাঁড়াবে না।
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের (West Bengal Board of Secondary Education) তরফ থেকে মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণার তারিখ এখনো নির্ধারিত হয়নি। তবে মে মাসে ফলাফল প্রকাশিত হওয়ার কথা শোনা যাচ্ছে।
সমস্ত কিছু ঠিক থাকলে মে মাসের শুরুতেই মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Exam Result) ফলাফল প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় (Ramanuj Gangopadhyay) বলেন, “এখনো ফলাফল প্রকাশের দিনক্ষণ ঠিক হয়নি”।
আরও পড়ুন: Money Making Tips: কীভাবে ১০ কোটি টাকা পেয়ে যাবেন ১ লক্ষ টাকা দিয়ে? সহজ উপায় জেনে নিন
গত বছর অর্থাৎ ২০২৩ সালে মাধ্যমিক পরীক্ষার ফলাফল (Madhyamik Exam Result) প্রকাশিত হয়েছিল ১৯ মে তারিখে। যদিও এবার লোকসভা নির্বাচনের জন্য মাধ্যমিক পরীক্ষার তারিখ কিছুটা এগিয়ে আনা হয়।
চলতি বছর মাধ্যমিক পরীক্ষা (West Bengal Board of Secondary Exam) হয়েছিল ২ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি অবধি। তাই সেদিক দিয়ে মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে পারে মে মাসের শুরুতেই। তবে সংসদের তরফ থেকে অফিশিয়ালি তারিখ না জানানো অবধি কিছু নিশ্চিত করে বলা যাবে না।
আরও পড়ুন: Summer Special Train: গরমের মধ্যে ঘুরতে যাওয়ার সুযোগ! স্পেশাল ট্রেনে টিকিটের ছড়াছড়ি, এখনই দেখুন
কিভাবে দেখবেন মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট?
মধ্যশিক্ষা পর্ষদের (West Bengal Board of Secondary Education) অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে মাধ্যমিক পরীক্ষার ফলাফল (Madhyamik Result) দেখতে পারবেন পরীক্ষার্থীরা। মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে (wbbse.wb.gov.in বা wbresults.nic.in) গিয়ে ‘West Bengal Board of Secondary Exam Results 2024‘ লিংকে যেতে হবে পড়ুয়াদের। এরপর আপনার সামনে খুলে যাবে একটি নতুন পেজ সেখানে পরীক্ষার্থীর ‘রোল নাম্বার‘, ‘জন্ম তারিখ‘ এবং ‘ক্যাপচা‘ দিয়ে ‘সাবমিট’ করলেই দেখতে পাবে মাধ্যমিক পরীক্ষার ফলাফল।
আরও পড়ুন: Watermelon Seeds: তরমুজ খেতে গিয়ে বীজ পেটে গেলে কী ঘটবে? ক্ষতি হবে না তো! জেনে নিন