৫০,৬০০ টাকা বেতনে লাইব্রেরীয়ান ও অন্যান্য পদে নিয়োগ চলছে; যোগ্যতা, আবেদন পদ্ধতি জেনে নিন

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

BROADCAST ENGINEERING CONSULTANTS INDIA LIMITED (BECIL)-এর তরফ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এর কয়েকটি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। ছেলে মেয়ে নির্বিশেষে দেশের যেকোনো প্রান্তের যোগ্য ছেলে মেয়ে সকলে এই পদের জন্য আবেদন করতে পারবে। আগ্রহী সকলকে আবেদনের জন্য আহ্বান জানানো হয়েছে। নিম্নে এর ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হলো-

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉যুক্ত হন

নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organization)

BECIL অর্থাৎ BROADCAST ENGINEERING CONSULTANTS INDIA LIMITED-এর তরফ থেকে একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে।

পদের নাম (Name of the Post)

এক্ষেত্রে যে কয়েকটি পদে কর্মী নিয়োগ করা হবে সেগুলো হলো নিম্নরূপ-

  • Technical Officer (Dental)/ Dental Technician
  • Dietician
  • Librarian Grade-III
  • Librarian Grade-II

মোট শূন্যপদ ও বয়সসীমা (Total Vacancies and Age Limit)

পদের নামশূন্যপদের সংখ্যাবয়সসীমা
Technical Officer (Dental)/ Dental Technician২১ থেকে ৩৫
Dietician২১ থেকে ৩৫
Librarian Grade-III২১ থেকে ৩০
Librarian Grade-II৩৫ বছর পর্যন্ত

বেতনক্রম (Salary)

পদের নামবেতন
Technical Officer (Dental)/ Dental Technician৫০,৬০০ টাকা
Dietician৫২,৩০০ টাকা
Librarian Grade-III৫০,৬০০ টাকা
Librarian Grade-II৫০,৬০০ টাকা

আবেদন পদ্ধতি (Application Process)

ইচ্ছুক প্রার্থীর আবেদন করতে পারবে BECIL- এর দুটি ওয়েবসাইট www.becil.com ও https://becilregistration.in এই ওয়েবসাইটের মাধ্যমে। এই দুটো ওয়েবসাইট বাদে অন্য কোথাও আবেদন করলে তা গ্রহণযোগ্য হবে না। নিম্নে আবেদনের প্রক্রিয়াগুলি বলে দেওয়া হলো –

  • আবেদন করার জন্য প্রথমে আপনাকে এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
  • এরপর “Career” অফসানটিতে ক্লিক করতে হবে।
  • সেখানে কয়েকটি প্রসেসের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য আপনার একটি বৈধ ফোন নম্বর এবং ইমেইল আইডি প্রয়োজন হবে।
  • সেখান থেকে আবেদন পত্রটি পূরণ করে তার সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে।
  • এরপর আবেদন ফি জমা করে ফাইনাল সাবমিট করতে হবে।

আবেদনপত্র পূরণ করার সময় সেটি নির্ভুলভাবে পূরণ করবেন, যাতে আবেদনের ক্ষেত্রে কোনো ভুল ত্রুটি না থেকে যায়। এছাড়াও আবেদনের ব্যাপারে বিস্তারিত জানতে অফিসিয়াল নিবন্ধটি পড়ার অনুরোধ করা হচ্ছে।

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

প্রয়োজনীয় নথিপত্র (Required Documents)

সংশ্লিষ্ট পদে আবেদন করার জন্য যেসব ডকুমেন্টস লাগবে সেগুলি হল নিম্নরূপ –

  • জন্ম সার্টিফিকেট/ ১০ সার্টিফিকেট
  • কাস্ট সার্টিফিকেট
  • এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি

আবেদন ফি (Application fee)

শ্রেণীর নামআবেদন ফি
General/OBC/Ex-Serviceman/Women৮৮৫ টাকা
SC/ST/EWS/PH৫৩১ টাকা

নির্বাচন প্রক্রিয়া (selection process)

আবেদনকারী প্রার্থীদের নম্বরের ভিত্তিতে একটি লিস্ট প্রকাশ করা হবে। এরপর নির্বাচন করা প্রার্থীদের ইন্টারভিউয়ে ডাকা হবে। প্রার্থীদের তাদের দক্ষতা পরীক্ষা/সাক্ষাৎকার/আন্তর্ক্রিয়ার জন্য ইমেল/টেলিফোনের মাধ্যমে জানানো হবে।

শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)

১. Technical Officer (Dental) / Dental Technician:

  • একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয়/বোর্ড থেকে বিজ্ঞান সহ 10+2 পাস ডিগ্রি থাকতে হবে।
  • ডেন্টাল হাইজিন ইনস্টিটিউশন; অথবা ডেন্টাল মেকানিক; বা ম্যাক্সিলো থেকে ডিপ্লোমা (সর্বনিম্ন ২ বছর মেয়াদের) ডিগ্রি থাকতে হবে।
  • ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়ার সাথে ডেন্টাল হাইজিনিস্ট/ডেন্টাল মেকানিক হিসাবে নিবন্ধিত থাকতে হবে।
  • অন্যান্য যোগ্যতা হিসেবে সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক।

২. Dietician:

  • যেকোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে Home Science Food and Nutrition, Clinical Nutrition and Dietetics, Food Science & Nutrition, Food and Nutrition Dietetics, Food Service Management and Dietetics ইত্যাদি বিষয়ে M.Sc ডিগ্রি থাকতে হবে।
  • সংশ্লিষ্ট বিষয়ে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

৩. Librarian Grade-III:

  • যেকোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে Library Science অথবা Library এবং Information Service বিষয় যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
  • অথবা যেকোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে B.Sc ডিগ্রি বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং যেকোন স্বীকৃত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে Bachelor Degree অথবা Post Graduate Diploma অথবা Library Science – এ equivalent ডিগ্রী থাকতে হবে।
  • কম্পিউটার সম্পর্কে যাবতীয় জ্ঞান থাকা আবশ্যক।
  • সংশ্লিষ্ট পদে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

৪. Librarian Grade-II:

  • যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে M.SC ডিগ্রী থাকতে হবে।
  • যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে Library Science বিষয়ে স্নাতক complete করতে হবে।
  • সংশ্লিষ্ট বিষয়ে দুই বছর অভিজ্ঞতা থাকবে।
  • ইংলিশ ও হিন্দি বিষয়ে টাইপিং স্পিড দক্ষতা থাকতে হবে।

উপরিউক্ত পদে আবেদন করতে গেলে আরো কিছু যোগ্যতা থাকা আবশ্যক সে বিষয়ে জানতে হলে আবেদনের নোটিশটি পড়ার অনুরোধ রইল।

becil recruitment in librarian, technical officer

গুরুত্বপূর্ণ তারিখসমূহ (Important Dates)

সংশ্লিষ্ট পদে আবেদন করার শেষ তারিখ হল ১০ অক্টোবর ২০২৩ পর্যন্ত।

গুরুত্বপূর্ণ লিঙ্ক (Important links)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉যুক্ত হন
Official Notice Link👉এখানে দেখুন
Apply Online👉আবেদন করুন

আরও পড়ুন:

👉 উচ্চ মাধ্যমিক পাশে স্বাস্থ্য দপ্তরে চাকরির সুযোগ! বিস্তারিত জানুন

FAQ
Q. BECIL-এর মোট কটি পদে কর্মী নিয়োগ করা হবে?

Ans: BECIL-এর মোট চারটি পদে কর্মী নিয়োগ করা হবে।

Q. BECIL-এর সমস্ত পদে মোট কতগুলো শূন্যপদ রয়েছে?

Ans: BECIL-এর সমস্তপদে মোট ৬টি শূন্যপদ রয়েছে।

Q. BECIL-এর সংশ্লিষ্ট পদে আবেদনের শেষ তারিখ কবে?

Ans: BECIL-এর সংশ্লিষ্ট পদে আবেদনের শেষ তারিখ হলো ১০ অক্টোবর।

Sarmin Rima

সারমিন রিমা (Sarmin Rima) Bong Hunt-এর একজন সদস্য। বাংলা ভাষা ও সাহিত্যে তিনি স্নাতকোত্তর (M.A)। পড়াশুনা করেছেন সাংবাদিকতা নিয়েও। এছাড়াও বিভিন্ন ডিজিটাল মাধ্যমে তাঁর বিগত ৩ বছরের সাংবাদিকতার অভিজ্ঞতা রয়েছে। শিক্ষা, চাকরি, সরকারি প্রকল্প সহ বিভিন্ন বিষয়ে লেখায় তিনি সিদ্ধহস্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *