উচ্চ মাধ্যমিক পাশে স্বাস্থ্য দপ্তরে চাকরির সুযোগ! বিস্তারিত জানুন

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

Department of health and family welfare বা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজ্যের যেকোন প্রান্তের যোগ্য ছেলে-মেয়ে সবাই এই পদে আবেদন করতে পারবে। সকল যোগ্য প্রার্থীকে আবেদন করার জন্য আহ্বান জানানো হয়েছে। নিম্নে এই পদের ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হলো।

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉যুক্ত হন

নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organization)

Department of health and family welfare অর্থাৎ রাজ্যের স্বাস্থ্য দপ্তরে একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে।

পদের নাম (Name of the Post)

স্বাস্থ্য দপ্তরের যে সমস্ত পদে কর্মী নিয়োগ করা হবে সেগুলি নিম্নে বলে দেওয়া হলো-

  1. ব্লক এপিডেমিওলজিস্ট (Block Epidemiologist)
  2. ব্লক জনস্বাস্থ্য ব্যবস্থাপক (Block Public Health manager
  3. ল্যাবরেটরি টেকনিশিয়ান (Laboratory Technician)
  4. ব্লক ডেটা ম্যানেজার (Block Data Manager)
  5. মেডিকেল অফিসার (Medical Officer)
  6. স্টাফ নার্স (Stuff Nurse)
  7. কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট (Community Health Officer)
  8. বিশেষজ্ঞ মেডিকেল অফিসার (Specialist Medical Officer)
  9. কাউন্সেলর (Councillor)

মোট শূন্যপদ ও বয়সসীমা (Total Vacancy and Age Limit)

পদের নামশূন্যপদবয়সসীমা
Block Epidemiologist২১ থেকে ৪০ বছর (১ জানুয়ারি ২০২৩ অনুসারে)
Block Public Health manager২১ থেকে ৪০ বছর (১ জানুয়ারি ২০২৩ অনুসারে)
Laboratory Technician১৯ থেকে ৪০ বছর (১ জানুয়ারি ২০২৩ অনুসারে)
Block Data Manager২১ থেকে ৪০ বছর (১ জানুয়ারি ২০২৩ অনুসারে)
Medical Officer৩৮৬২ বছর বয়স অবধি (১ জানুয়ারি ২০২৩ অনুসারে)
Stuff Nurse৪৩২১ থেকে ৪০ (১ জানুয়ারি ২০২৩ অনুসারে)
Community Health Officer৩৮২১ থেকে ৪০ (১ জানুয়ারি ২০২৩ অনুসারে)
Specialist Medical Officer১০২১ থেকে ৪০ (১ জানুয়ারি ২০২৩ অনুসারে)
Councillor২১ থেকে ৪০ (১ জানুয়ারি ২০২৩ অনুসারে)

বেতন (Salary)

পদের নাম মাসিক বেতন
Block Epidemiologist৩৫,০০০ টাকা
Block Public Health manager৩৫,০০০ টাকা
Laboratory Technician২২,০০০ টাকা
Block Data Manager২২,০০০ টাকা
Medical Officer৬০,০০০ টাকা
Stuff Nurse২৫,০০০ টাকা
Community Health Assistant১৩,০০০ টাকা
Specialist Medical Officer৩,০০০ টাকা
Councillor২০,০০০ টাকা

আবেদন প্রক্রিয়া (Application Process)

সংশ্লিষ্ট পদে আবেদন করতে হবে অনলাইন মাধ্যমে। স্বাস্থ্য দপ্তরের নির্দিষ্ট অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। অন্যথায় আবেদন পত্র বাতিল করা হবে। অসম্পূর্ণ আবেদনপত্র ও ভুল আবেদন পত্র বাতিল বলে গণ্য করা হবে। এছাড়াও আবেদনের ব্যাপারে বিস্তারিত জানতে অফিশিয়াল নোটিশটি ফলো করার জন্য অনুরোধ করা হচ্ছে।

আবেদন মূল্য (Application Fee)

সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য আবেদন মূল্য নির্ধারিত হয়েছে ১০০ টাকা। তবে SC/ST/OBC শ্রেণীদের আবেদন মূল্য হিসেবে ৫০ টাকা দিতে হবে। আবেদন করার পর আবেদন মূল্য দিতে হবে আবেদনপত্রের নোটিশে উল্লেখিত নির্দিষ্ট ইউপিআই নম্বরে।

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের অধীনে থাকা প্রত্যেকটি পদে ভিন্ন শিক্ষাগত যোগ্যতা লাগবে। শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বিস্তারিত জানার জন্য অফিশিয়াল নোটিশটি ফলো করার অনুরোধ করা হচ্ছে।

Department of health and family welfare west bengal recruitment 2023 12 pass job

গুরুত্বপূর্ণ তারিখসমূহ (Important Dates)

সংশ্লিষ্ট পদ গুলিতে আবেদনের কাজ শুরু হবে ২৯ সেপ্টেম্বর থেকে। আর এই আবেদনের কাজ চলবে ১৫ অক্টোবর ২০২৩ পর্যন্ত।

গুরুত্বপূর্ণ লিঙ্ক (Important links)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉যুক্ত হন
Official Notice Link👉এখানে দেখুন
Official Website Link👉এখানে দেখুন

আরও পড়ুন:

👉 সরাসরি পশ্চিমবঙ্গের স্কুলে স্কুলে কম্পিউটার শিক্ষক নিয়োগ চলছে, এই ভাবে আবেদন করুন

👉 ৫০,৬০০ টাকা বেতনে লাইব্রেরীয়ান ও অন্যান্য পদে নিয়োগ চলছে; যোগ্যতা, আবেদন পদ্ধতি জেনে নিন

👉 Balika Samriddhi Yojana: কন্যা সন্তান থাকলে ১,০০০ টাকা করে পাবেন এই প্রকল্পে, আবেদন পদ্ধতি জেনে নিন

👉 ছাত্রছাত্রীরা ১০,০০০ টাকা করে পাবে মাহিন্দ্রা ট্যালেন্ট স্কলারশিপ-এ, এই ভাবে আবেদন করতে হবে (Mahindra All India Talent Scholarship 2023)

👉 ৪০০০০ টাকা ছাত্র-ছাত্রীরা পাবে এই স্কলারশিপে আবেদন করে, আবেদন পদ্ধতি জেনে নিন

Q.পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের অন্তর্গত চাকরিতে মোট শূন্যপদের সংখ্যা কয়টি?

Ans: মোট শূন্যপদের সংখ্যা ১৪৯ টি।

Q. পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের অন্তর্গত চাকরিতে আবেদন করার কাজ শুরু হবে কবে থেকে?

Ans: ২৭ সেপ্টেম্বর থেকে।

Q. পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের অন্তর্গত চাকরিতে আবেদন জমা করার শেষ তারিখ কবে?

Ans: ১৫ অক্টোবর

Sarmin Rima

সারমিন রিমা (Sarmin Rima) Bong Hunt-এর একজন সদস্য। বাংলা ভাষা ও সাহিত্যে তিনি স্নাতকোত্তর (M.A)। পড়াশুনা করেছেন সাংবাদিকতা নিয়েও। এছাড়াও বিভিন্ন ডিজিটাল মাধ্যমে তাঁর বিগত ৩ বছরের সাংবাদিকতার অভিজ্ঞতা রয়েছে। শিক্ষা, চাকরি, সরকারি প্রকল্প সহ বিভিন্ন বিষয়ে লেখায় তিনি সিদ্ধহস্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *