সরাসরি পশ্চিমবঙ্গের স্কুলে স্কুলে কম্পিউটার শিক্ষক নিয়োগ চলছে, এই ভাবে আবেদন করুন
যারা কম্পিউটার কোর্স করেছেন এবং ভালো একটি চাকরির আশায় রয়েছেন তাদের জন্য বিশেষ খবর। পশ্চিমবঙ্গ সরকারের তরফে Lighthouse for the Blind-এ চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভারতের যে কোন প্রান্ত থেকে সকল যোগ্য প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবে। নিম্নে এর ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হলো-
নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organization)
পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ Lighthouse for the Blind-এ কম্পিউটার শিক্ষক নিয়োগ করা হবে।
পদের নাম (Name of the Post)
পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ Lighthouse for the Blind-এ Computer Instructor পদে শিক্ষক নিয়োগ করা হবে।
মোট শূন্যপদ (Total Vacancy)
Lighthouse for the Blind-এ শুধুমাত্র ১ টি শূন্যপদ রয়েছে।
বয়সসীমা (Age Limit)
সংশ্লিষ্ট পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীর বয়সসীমা ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণীদের (SC/ST/OBC/PH) জন্য বয়সের ছাড় রয়েছে।
বেতন (Salary)
Ropa 2019 অনুসারে নিয়োগকারী প্রার্থীদের বেতন ২২,৭০০ থেকে ৫৮,৫০০ টাকা পর্যন্ত দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া (Application Process)
এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের নির্বাচন করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। তাই যারা আবেদন করবে তাদের অফলাইন মাধ্যমে আবেদন করতে হবে। নিজের যাবতীয় ডকুমেন্টসগুলি একটি নির্দিষ্ট ঠিকানায় গিয়ে জমা করে আসতে হবে। এছাড়াও আবেদনের ব্যাপারে বিস্তারিত জানার জন্য অফিশিয়াল নোটিশটি ফলো করার অনুরোধ করা হচ্ছে।
আবেদন জমা করার ঠিকানা (Address to submit application)
Principal/Secretary, Lighthouse for the Blind, 174 Shyamprasad Mukharji Road, Kolkata – 700026
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
সংশ্লিষ্ট পদে যারা আবেদন করবে তাদের ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচন করা হবে।
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)
- সংশ্লিষ্ট পদে আবেদন করতে হলে সরকার স্বীকৃত যে কোন বোর্ড বা প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাস বা সমতুল্য যোগ্যতা লাগবে।
- যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা ডিগ্রী থাকতে হবে।
- যেকোনো সরকারী স্বীকৃত প্রতিষ্ঠানে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের কম্পিউটার অ্যাপ্লিকেশনের পাঠ প্রভাবিত করার জন্য কমপক্ষে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখসমূহ (Important Dates)
Lighthouse for the Blind-এর পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ০৩/১০/২৩ তারিখে। আবেদন প্রক্রিয়ার কাজও শুরু হয়েছে ওই দিন থেকেই। সংশ্লিষ্ট পদে আবেদনের শেষ সময়সীমা হল ১৭ অক্টোবর ২০২৩ বিকেল ৪:৩০ পর্যন্ত।
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্ক সমূহ)
🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉 | 🔥যুক্ত হন |
Official Notice Link👉 | এখানে দেখুন |
Official Website Link👉 | এখানে দেখুন |
আরও পড়ুন:
👉 রাজ্যে উচ্চমাধ্যমিক পাশেই স্টেনোগ্রাফার পদে চাকরির সুযোগ (WB Stenographer Recruitment 2023)
👉 উচ্চমাধ্যমিক পাশে স্বাস্থ্য দপ্তরে সুপারভাইজার সহ অন্যান্য পদে নিয়োগ চলছে (WB Health Supervisor Recruitment 2023)
👉 উচ্চ মাধ্যমিক পাশে স্বাস্থ্য দপ্তরে চাকরির সুযোগ! বিস্তারিত জানুন
👉 ৫০,৬০০ টাকা বেতনে লাইব্রেরীয়ান ও অন্যান্য পদে নিয়োগ চলছে; যোগ্যতা, আবেদন পদ্ধতি জেনে নিন
👉 Balika Samriddhi Yojana: কন্যা সন্তান থাকলে ১,০০০ টাকা করে পাবেন এই প্রকল্পে, আবেদন পদ্ধতি জেনে নিন
FAQ
Q. পশ্চিমবঙ্গ সরকারের তরফে Lighthouse for the Blind-এ আবেদনপত্র জমা নেওয়ার কাজ শুরু হয়েছে কবে থেকে?
Ans: ০৩/১০/২৩ তারিখ থেকে।
Q. পশ্চিমবঙ্গ সরকারের তরফে Lighthouse for the Blind-এ কোন পদে কর্মী নিয়োগ করা হবে?
Ans: Computer Instructor পদে শিক্ষক তথা কর্মী নিয়োগ করা হবে।
Q. পশ্চিমবঙ্গ সরকারের তরফে Lighthouse for the Blind-এর সংশ্লিষ্ট পদে কর্মী নিয়োগের শেষ তারিখ কবে?
Ans: আবেদনের শেষ সময়সীমা হল ১৭ অক্টোবর ২০২৩ বিকেল ৪:৩০ পর্যন্ত