৪০০০০ টাকা ছাত্র-ছাত্রীরা পাবে এই স্কলারশিপে আবেদন করে, আবেদন পদ্ধতি জেনে নিন
এখনকার ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য অনেক খরচ হয়ে থাকে। এই খরচ সবটাই পরিবার থেকে করতে পারে না, সেজন্য শিক্ষার্থীদের জন্য বিভিন্ন রকমের স্কলারশিপের এর প্রয়োজন হয়।ছাত্রছাত্রীদের এইরকমই অনেক স্কলারশিপ রয়েছে তার মধ্যে একটি স্কলারশিপ হলো বিদ্যাসারথি স্কলারশিপ (Vidyasaarathi Scholarship 2023)। এই স্কলারশিপ একটি বেসরকারি স্কলারশিপ। যার দ্বারা ছাত্রছাত্রীরা বছরে অনেক টাকার অ্যামাউন্ট পায় পড়াশোনা করার জন্য। তাহলে জেনে নেওয়া যাক, এই স্কলারশিপ কিভাবে আবেদন করব বা কারা কারা আবেদন করতে পারবে। সেটি জানতে হলে নীচের নিবন্ধটি পুরোটি পড়ার অনুরোধ করা হল।
বিদ্যাসারথি স্কলারশিপ ২০২৩ (Vidyasaarathi Scholarship 2023):
বিদ্যাসারথি স্কলারশিপ হল ভারতের একটি বিখ্যাত স্কলারশিপ।এই স্কলারশিপ প্রত্যেক পাঠরত শিক্ষার্থীদের দেওয়া হয়। এখানে শিক্ষার্থীদের পড়াশোনার জন্য অনেক টাকার বৃত্তি দেওয়া হয়।
এই স্কলারশিপটি এনএসসি গভরমেন্টের একটি প্লাটফর্ম – Protean eGov Technologies Limited (Formerly NSDL e-Governance Infrastructure Limited) – যা কর্পোরেট এবং কোম্পানিগুলো দেওয়া বিভিন্ন বৃত্তির জন্য আবেদন করার ক্ষেত্রে ব্যবহৃত হয়।এই স্কলারশিপটি সমস্ত মেধাবী ছাত্র-ছাত্রীকে দেওয়া হয়। এই স্কলারশিপের মাধ্যমে প্রত্যেক বছর ৪০,০০০ টাকা বৃত্তি দেওয়া হবে।
বিদ্যাসারথি স্কলারশিপ ২০২৩: মূল উদ্দেশ্য (Vidyasaarathi Scholarship 2023: Main Purpose)
বিদ্যাসারথি স্কলারশিপ সাধারনত মেধাবী শিক্ষার্থীদের দেওয়া হয়, যাতে তারা পড়াশোনা করে ভবিষ্যতে সুগঠিত করতে পারে ও নিজের পায়ে দাঁড়াতে পারে।তাদেরকে কারোর ওপর নির্ভর না করতে হয়।
বিদ্যাসারথি স্কলারশিপ ২০২৩: যোগ্যতা (Vidyasaarathi Scholarship 2023: Qualification)
বিদ্যাসারথি স্কলারশিপ আবেদন করতে হলে, যে সমস্ত যোগ্যতা থাকতে হবে,সেগুলি হল
১) যেসব প্রার্থীরা আবেদন করবে সেইসব প্রার্থীদের পরিবারের বার্ষিক আয় ৩ লক্ষ টাকার কম হতে হবে, তবেই আবেদন যোগ্য।
২) ITI ছাত্ররা SSC/10th ক্লাসে ন্যূনতম ৩৫% পেয়েছে।
৩) BHMS/BAMS/MBBS/BDS ছাত্রদের HSC/12th ক্লাসে ন্যূনতম ৬০% আছে।
৪) BE/B.Tech ছাত্ররা এইচএসসিতে ন্যূনতম ৬০%, ডিপ্লোমাতে ন্যূনতম ৬০% স্কোর করেছে।
৫) তবে BHMS/BAMS/MBBS/BDS এবং BE/B.Tech ছাত্রদের পারিবারিক আয় ৫০০০০০-এর কম হতে হবে।
বিদ্যাসারথি স্কলারশিপ ২০২৩: আবেদন প্রক্রিয়া (Vidyasaarathi Scholarship 2023: Application Process)
- বিদ্যাসারথি স্কলারশিপে আবেদন করতে হলে প্রার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
- প্রথমে অফিসিয়ালি পোর্টালে https://www.vidyasaarathi.co.in/Vidyasaarathi/ নিবন্ধন করতে হবে।
- তারপর শিক্ষার্থীদের তাদের নিজ নিজ অ্যাকাউন্টে লগইন করতে হবে,অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে “লগইন” লিঙ্কে ক্লিক করে।
- নিজের ইমেল আইডি এবং পাসওয়ার্ড লিখে (যেমন আপনি নিবন্ধনের সময় প্রবেশ করতে হয়েছিল)লগইনে ক্লিক করতে হবে।
- তারপর বিদ্যাসারথি স্কলারশিপ পোর্টাল ড্যাশবোর্ড খুলে যাবে।এখন নিজের যোগ্যতা অনুযায়ী বৃত্তির জন্য অনলাইনে আবেদন করতে হবে।
- অনলাইন আবেদন ফর্ম পূরণ করে সাবমিট করতে হবে।
বিদ্যাসারথি স্কলারশিপ ২০২৩: গুরুত্বপূর্ণ নথিপত্র (Vidyasaarathi Scholarship 2023: Important Documents)
বিদ্যাসারথি স্কলারশিপে আবেদনের জন্য যে সমস্ত নথিপত্র লাগবে সেগুলি হল।
১) যে জায়গায় বসবাস করো সেই জায়গায় বসবাসের একটি নির্দিষ্ট শংসাপত্র অর্থাৎ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট।
২) আইডি প্রুভ হিসেবে আধার কার্ড/ভোটার কার্ড।
৩) প্রার্থী যে কলেজে ভর্তি হয়েছে সেই কলেজে ভর্তির একটি প্রিন্ট আউট ও কলেজে ভর্তির টাকা জমা দেওয়ার প্রমাণপত্র (Admission Slip)।
৪) প্রার্থীর ব্যাংকের পাস বইয়ের কপি।
৫) সমস্ত শিক্ষাগত যোগ্যতার রেজাল্ট ও সার্টিফিকেট এবং শেষ রেজাল্ট এর মার্কশীট অবশ্যই লাগবে।
বিদ্যাসারথি স্কলারশিপ ২০২৩: বৃত্তি পরিমাণ (Vidyasaarathi Scholarship 2023: Scholarship Amount)
বিদ্যাসারথি স্কলারশিপের বিভিন্ন কোর্সে পাঠরত ছাত্র-ছাত্রীদের জন্য বিভিন্ন রকম বৃদ্ধির পরিমাণ রয়েছে। সেগুলি নিচে দেওয়া হল।
কোর্সের নাম | বৃত্তির পরিমাণ |
একাদশ ও দ্বাদশ শ্রেণির জন্য | প্রতিবছর ১০ হাজার টাকা |
B.E/B.Tech ইঞ্জিনিয়ারিং-এ পাঠরত ছাত্র-ছাত্রীদের জন্য | প্রতিবছর ৪০ হাজার টাকা |
ডিপ্লোমা ও আইটিআই ছাত্রছাত্রীদের জন্য | প্রতিবছর ১০ হাজার টাকা |
স্নাতক স্তরে পাঠরত ছাত্র-ছাত্রীদের জন্য (UG- BA, BSC, B.COM) | প্রতি বছর ৩০ হাজার টাকা |
গুরুত্বপূর্ণ লিঙ্ক (Important links)
আরও পড়ুন:
👉 ছাত্রছাত্রীরা ১০,০০০ টাকা করে পাবে মাহিন্দ্রা ট্যালেন্ট স্কলারশিপ-এ, এই ভাবে আবেদন করতে হবে (Mahindra All India Talent Scholarship 2023)
👉 ডেটা এন্ট্রী অপারেটর, ক্লার্ক সহ অন্যান্য পদে চাকরির সুযোগ, বিস্তারিত জানুন
👉 পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন দপ্তরে চাকরির সুযোগ, যোগ্যতা, আবেদন পদ্ধতি জেনে নিন
বিদ্যাসারথি স্কলারশিপে বৃত্তির পরিমাণ কত?
Ans: বিভিন্ন কোর্সে বিভিন্ন রকম।
বিদ্যাসারথি স্কলারশিপে আবেদন প্রক্রিয়া কি?
Ans: অনলাইন
বিদ্যাসারথি স্কলারশিপে পারিবারিক আয় কত হতে হবে?
Ans: বিভিন্ন কোর্সের বিভিন্ন রকম।