পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন দপ্তরে চাকরির সুযোগ, যোগ্যতা, আবেদন পদ্ধতি জেনে নিন

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

WB WBMDFC Job Recruitment 2023: রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের তরফ থেকে আবারও নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজ্যের যেকোন জেলা থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের ছেলে মেয়ে নির্বিশেষে উভয়ই এই পদে আবেদন করতে পারবে। তবে এটি সরকারি নয়, পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন দপ্তর (WBMDFC)- এ Education Supervisor পদে চুক্তভিত্তিক কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীদের আবেদনের জন্য আহ্বান জানানো হয়েছে। নিম্নে এর ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হলো-

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉🔥যুক্ত হন

নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organization)

WBMDFC -এর তরফ থেকে চুক্তিভিত্তিক Education Supervisor পদে কর্মী নিয়োগ করা হবে।

পদের নাম (Name of the Post)

এডুকেশন সুপারভাইজার (Education Supervisor)।

মোট শূন্যপদ (Total Vacancy)

পশ্চিমবঙ্গের মোট ৭টি জেলায় (উত্তর দিনাজপুর, মালদা দক্ষিণ চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, দক্ষিণ চব্বিশ পরগনা) একটি করে সুপারভাইজার নিয়োগ করা হবে, অর্থাৎ এক্ষেত্রে মোট শূন্য পদ হলো ৭টি।

বয়সসীমা (Age Limit)

০১/০১/২০২৩ অনুসারে আবেদনকারী প্রার্থীর বয়স হবে ২০ থেকে ৪০ বছরের মধ্যে।

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

আবেদন প্রক্রিয়া (Application Process)

গুরুত্বপূর্ণ নথিপত্র (Important Documents)

এডুকেশন সুপারভাইজার পদে আবেদন করার জন্য যে সমস্ত নথিপত্র গুলি লাগবে সেগুলি হল নিম্নরূপ –

  • আধার কার্ড
  • আবেদনকারীর সমস্ত বায়োডাটা
  • ডিগ্রির সমস্ত মার্কশিট
  • আবেদনকারীর জন্মের তথ্য সম্বলিত মূল একাডেমিক নথি
  • রঙিন পাসপোর্ট সাইজ ফটো

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তাদের ইন্টারভিউ নেওয়া হবে। এরপর ইন্টারভিউয়ে সিলেক্ট হওয়া প্রার্থীদের পদে নিয়োগ করা হবে। তবে প্রার্থীদের অবশ্যই সংশ্লিষ্ট উপ-বিভাগের বাসিন্দা হতে হবে যেখানে শূন্যপদ রয়েছে। নিম্নে নির্বাচনের তারিখ ও সময় সহ বিস্তারিত উল্লেখ করা হলো –

স্থানের নামইন্টারভিউয়ের ঠিকানাইন্টারভিউয়ের তারিখসময়
রায়গঞ্জ, মালদা, বারাসাতWBMDFC Office০৪/১০/২০২৩১১:০০ AM
লালবাগ, কাটোয়া,আলিপুরWBMDFC Office০৫/১০/২৩১১:০০ AM
WB WBMDFC Job Recruitment 2023

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

WBMDFC -এর তরফ থেকে চুক্তিভিত্তিক Education Supervisor পদে আবেদনের জন্য উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার যোগ্যতা থাকতে হবে। তবে এর সঙ্গে সঙ্গে প্রার্থীকে ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে ও কম্পিউটার সম্পর্কে বিশেষ জ্ঞান থাকা আবশ্যিক।

এছাড়াও আবেদনের ব্যাপারে বিস্তারিত জানতে হলে এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্ক সমূহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉🔥যুক্ত হন
Official Notice Link👉এখানে দেখুন
Official Website Link👉এখানে দেখুন

আরও পড়ুন:

👉 সরাসরি রাজ্যে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে নিয়োগ চলছে, যোগ্যতা, আবেদন পদ্ধতি জেনে নিনWB Land Reforms Department Recruitment 2023

👉 উচ্চ মাধ্যমিক পাশে কনস্টেবল পদে নিয়োগ চলছে, আবেদন পদ্ধতি, নিয়োগ প্রক্রিয়া জেনে নিন (SSC Constable Recruitment 2023)

👉 ২,৪০০ শূন্যপদে রেলে চাকরির সুযোগ, যোগ্যতা, আবেদন পদ্ধতি জেনে নিন | Central Railway Recruitment 2023

👉 মাধ্যমিক পাশে পোস্ট অফিসে গ্রুপ ডি কর্মী নিয়োগ চলছে, শীঘ্রই আবেদন করুন | Post Office Group D Recruitment 2023

👉 পাওয়ারগ্রিডের তরফে নিয়োগ চলছে, এই দিন পর্যন্ত চলবে আবেদন | Powergrid Recruitment

FAQ:
পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন দপ্তরে কোন পদে কর্মী নিয়োগ করা হবে?

Ans: পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন দপ্তরে Education Supervisor পদে কর্মী নিয়োগ করা হবে।

Q. পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন দপ্তরে কর্মী নিয়োগের বয়সসীমা কত?

Ans: পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন দপ্তরে কর্মী নিয়োগের বয়সসীমা ০১/০১/২০২৩ অনুসারে ২০ থেকে ৪০ বছরের মধ্যে হবে।

Q. পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন দপ্তরে মোট শূন্য পদ কত?

Ans: পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন দপ্তরে মোট শূন্য পদ ৭ টি।

Sarmin Rima

সারমিন রিমা (Sarmin Rima) Bong Hunt-এর একজন সদস্য। বাংলা ভাষা ও সাহিত্যে তিনি স্নাতকোত্তর (M.A)। পড়াশুনা করেছেন সাংবাদিকতা নিয়েও। এছাড়াও বিভিন্ন ডিজিটাল মাধ্যমে তাঁর বিগত ৩ বছরের সাংবাদিকতার অভিজ্ঞতা রয়েছে। শিক্ষা, চাকরি, সরকারি প্রকল্প সহ বিভিন্ন বিষয়ে লেখায় তিনি সিদ্ধহস্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *