২,৪০০ শূন্যপদে রেলে চাকরির সুযোগ, যোগ্যতা, আবেদন পদ্ধতি জেনে নিন | Central Railway Recruitment 2023

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

Central Railway Recruitment 2023: ভারতীয় রেলপথে আবার বিরাট পরিমাণে শূন্যপদের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে ন্যূনতম মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ করা হবে। এখানে প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অ্যাপ্রেন্টিস পদে নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে ৭০০০ টাকা ভাতা দেওয়া হবে। ভারতীয় রেলে চাকরি করতে ইচ্ছুক প্রার্থীদের নীচের নিবন্ধটি শেষপর্যন্ত পড়ার অনুরোধ করছি।

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉🔥যুক্ত হন

নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organization):

কেন্দ্রীয় রেলওয়ে বা সেন্ট্রাল রেলওয়ের তরফে কর্মী নিয়োগ করা হবে।

পদের নাম (Name of the Post):

কেন্দ্রীয় রেলওয়ে বা সেন্ট্রাল রেলওয়ের তরফে রেলওয়ের রিক্রুটমেন্ট সেলে অ্যাপ্রেন্টিস পদে কর্মী নিয়োগ করা হবে।

মোট শূন্যপদ (Total Vacancy):

কেন্দ্রীয় রেলওয়ে বা সেন্ট্রাল রেলওয়ের তরফে রেলওয়ের রিক্রুটমেন্ট সেলে অ্যাপ্রেন্টিস পদের জন্য মোট শূন্যপদ রয়েছে ২৪০৯ টি।

প্রদত্ত সংরক্ষণের অধীনে নির্বাচিত একজন প্রাক্তন সেনাপ্রার্থী, তাদের জন্য উপযুক্ত ক্যাটাগরিতে রাখতে হবে, যেমন- ইউআর/এসসি/এসটি/ওবিসি যার সে অন্তর্গত। প্রাক্তন সৈনিক, তাদের সন্তান ও সন্তানদের সশস্ত্র বাহিনীর কর্মীরা শিক্ষানবিশের জন্য নিযুক্ত হবে বিস্তারিত নীচে দেওয়া হল।

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

ক) মৃত/অক্ষম প্রাক্তন সৈন্যদের সন্তান সহ তাদের শান্তির সময় নিহত/অক্ষম।

খ) প্রাক্তন সেনাদের সন্তান

গ) সেবারত জওয়ানদের সন্তান

ঘ) সার্ভিং অফিসারের সন্তান

ঙ) প্রাক্তন সেনা সদস্য

বয়সসীমা (Age Limit):

কেন্দ্রীয় রেলওয়ে বা সেন্ট্রাল রেলওয়ের তরফে রেলওয়ের রিক্রুটমেন্ট সেলে অ্যাপ্রেন্টিস পদের জন্য বয়সসীমা ২৯/০৯/২০২৩ অনুযায়ী ১৫ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে।

ভাতা (Stipend):

কেন্দ্রীয় রেলওয়ে বা সেন্ট্রাল রেলওয়ের তরফে রেলওয়ের রিক্রুটমেন্ট সেলে অ্যাপ্রেন্টিস পদের ভাতা আইন শিক্ষানবিশদের RBE নং 202/2019 তারিখ অনুযায়ী উপবৃত্তি প্রদান করা হবে, অর্থাৎ প্রতিমাসে ৭০০০ টাকা ভাতা দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া (Application Process):

কেন্দ্রীয় রেলওয়ে বা সেন্ট্রাল রেলওয়ের তরফে রেলওয়ের রিক্রুটমেন্ট সেলে অ্যাপ্রেন্টিস পদের আবেদন করার জন্য প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

  • প্রার্থীদের www.rrccr.com-এ গিয়ে অনলাইনে আবেদন করতে হবে।
  • প্রার্থীদের RRC/CR ওয়েবসাইটে লগ ইন করতে হবে। www.rrccr.com অনলাইন আবেদন পূরণ এবং পূরণ করার জন্য প্রদান করা হয়েছে ব্যক্তিগত বিবরণ/বায়ো-ডেটা ইত্যাদি সাবধানে নিজের কাছে রাখতে হবে। নিজের সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন ফরমটি পূরণ করতে হবে এবং ছবি ও স্বাক্ষর ঠিকমতো ভাবে আপলোড করতে হবে। সমস্ত তথ্য ঠিকভাবে দেওয়া হয়ে গেলে সাবমিট করে দিতে হবে।
  • প্রার্থীদের কাছে আধার কার্ড থাকতে হবে। এ রেজিস্ট্রেশনের সময়, প্রার্থীদের 12 ডিজিটের আধার কার্ড পূরণ করতে হবে। প্রার্থীদের আধার নম্বর নেই এবং নথিভুক্ত হয়েছেন আধারের জন্য কিন্তু আধার কার্ড পাননি তারা 28 সংখ্যা লিখতে পারে।
  • এই বিধানটি জম্মু ও কাশ্মীর, মেঘালয় এবং আসাম রাজ্য ব্যতীত সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রার্থীদের জন্য প্রযোজ্য।
  • জম্মু ও কাশ্মীর মেঘালয় এবং আসাম রাজ্যে, আবেদনকারীরা অনলাইন আবেদনের সময় তাদের ভোটার আইডি নম্বর, বৈধ পাসপোর্ট নম্বর, ড্রাইভিং লাইসেন্স নম্বর বা অন্য কোনও বৈধ সরকারি পরিচয়পত্রে অনলাইন আবেদনপত্র প্রবেশ করতে পারেন।
  • নথি যাচাইয়ের সময় প্রার্থীদের উপরে উল্লিখিত মূল আধার কার্ড বা নথি উপস্থাপন করতে হবে।
  • প্রার্থীদের অবশ্যই তাদের নাম, পিতার নাম, জন্মতারিখ ম্যাট্রিকুলেশন বা সমমানের শংসাপত্রে লিপিবদ্ধ করা সমস্ত জিনিস হুবহু মিলে যেতে হবে।
  • ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় যে কোনো বিচ্যুতি পাওয়া গেলে সেই প্রার্থী বাতিল হয়ে যাবে।
  • প্রার্থীদের অনলাইন আবেদনে তাদের সক্রিয় মোবাইল নম্বর এবং বৈধ ই-মেইল আইডি অবশ্যই থাকতে হবে এবং পুরো প্রক্রিয়া চলাকালীন তাদের সক্রিয় রাখতে হবে কারণ সমস্ত গুরুত্বপূর্ণ বার্তা ইমেল/এসএমএস দ্বারা পাঠানো হবে যা গণ্য করা হবে।
  • প্রার্থীদের নাম/পিতার নাম/সম্প্রদায়/ছবি (মুখ)/শিক্ষাগত এবং/অথবা প্রযুক্তিগত যোগ্যতা ইত্যাদি বা বিভিন্ন ইমেল আইডি/মোবাইল নম্বর সহ বিভিন্ন বিবরণ সহ একাধিক জমা দেওয়া আবেদন সংক্ষিপ্তভাবে করা হবে।
  • প্রার্থীদের তাদের অনলাইন আবেদনের প্রিন্টআউট রাখতে হবে। কারণ কোন প্রার্থী যদি সমস্ত যোগ্যতা গুলি পূরণ করে এবং নথিপত্রগুলি ঠিক থাকে তবে, তাকে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় অনলাইন আবেদনের প্রিন্ট আউট দিতে হবে।

আবেদন মূল্য (Application Fees):

কেন্দ্রীয় রেলওয়ে বা সেন্ট্রাল রেলওয়ের তরফে রেলওয়ের রিক্রুটমেন্ট সেলে অ্যাপ্রেন্টিস পদের আবেদনের মূল্য হল ১০০ টাকা। এই আবেদন মূল্য অনলাইনে দিতে হবে।

গুরুত্বপূর্ণ নথিপত্র (Important Documents):

কেন্দ্রীয় রেলওয়ে বা সেন্ট্রাল রেলওয়ের তরফে রেলওয়ের রিক্রুটমেন্ট সেলে অ্যাপ্রেন্টিস পদের জন্য প্রার্থীদের নিম্নলিখিত পাঠযোগ্য স্ক্যান কপি আপলোড করতে হবে।গুরুত্বপূর্ণ নথিপত্র গুলি হল-

১) এসএসসি (দশম শ্রেণি) বা এর সমমানের মার্কশিট।

২) জন্মতারিখ প্রমাণের জন্য শংসাপত্র (10 তম মান বা তার সমতুল্য শংসাপত্র বা মার্ক শীট জন্ম তারিখ বা স্কুল ছাড়ার নির্দেশ করে শংসাপত্র জন্ম তারিখ নির্দেশ করে)।

৩) ট্রেডের সমস্ত সেমিস্টারের জন্য একত্রিত মার্ক শীট যেখানে আবেদন করা হয়েছে / অস্থায়ী জাতীয় বাণিজ্য শংসাপত্র চিহ্ন নির্দেশ করে।

৪) NCVT বা অস্থায়ী জাতীয় দ্বারা জারি করা জাতীয় বাণিজ্য শংসাপত্র NCVT/SCVT দ্বারা জারি করা ট্রেড সার্টিফিকেট।

৫) SC/ST/OBC প্রার্থীদের জন্য জাত শংসাপত্র।

৬) প্রতিবন্ধী শংসাপত্র, PwBD প্রার্থীর ক্ষেত্রে।

৭) প্রার্থীদের আবেদনের ক্ষেত্রে ডিসচার্জ সার্টিফিকেট / সার্ভিং সার্টিফিকেট প্রাক্তন সেনা কোটার বিরুদ্ধে।

ওপরে উল্লিখিত হিসাবে, নির্দিষ্ট দিনে নথি যাচাই বাধ্যতামূলক। নির্দিষ্ট দিনে কোন নথি না আনলে সেই প্রার্থীকে অনুপস্থিত ধরে নেওয়া হবে।

• ইংরেজি বা হিন্দি ব্যতীত অন্য ভাষাগুলি একটি দ্বারা অনুষঙ্গী করা উচিত অর্থাৎ ইংরেজি/হিন্দিতে সত্যায়িত অনুবাদ।

• প্রার্থীদের অবশ্যই যথাযথ বিন্যাসে সমস্ত নথি আপলোড করতে হবে। ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় যদি দেখা যায় যে ডকুমেন্ট আপলোড করা হয়েছে সঠিক বিন্যাসে নেই এবং দুর্নীতিগ্রস্ত, কোনো চিঠিপত্র/অভিযোগ নেই, এই ধরনের প্রার্থীর প্রার্থিতা বাতিল হতে দায়বদ্ধ। এতে বিভাগ/ইউনিট এর সিদ্ধান্ত চূড়ান্ত হবে।

নির্বাচন প্রক্রিয়া (Selection Process):

কেন্দ্রীয় রেলওয়ে বা সেন্ট্রাল রেলওয়ের তরফে রেলওয়ের রিক্রুটমেন্ট সেলে অ্যাপ্রেন্টিস পদের নির্বাচিত হতে হলে প্রার্থীকে কয়েকটি বিষয়ের উপর পরীক্ষা দিতে হবে সেগুলি হল

১) সকলের ক্ষেত্রে প্রস্তুতকৃত মেধা তালিকার ভিত্তিতে নির্বাচন হবে প্রার্থীদের

২) মেধা তালিকা হবে ম্যাট্রিকুলেশনে নম্বরের শতাংশের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে (সহ ন্যূনতম ৫০% মোট মার্কস) + যে ট্রেডে আইটিআই মার্কস শিক্ষানবিশ করতে হবে।

৩) প্যানেল হবে সরল ভিত্তিতে, ম্যাট্রিকুলেশন এবং আইটিআই-তে নম্বরের গড়।

৪) ম্যাট্রিকুলেশনের শতাংশ, নম্বর গণনার উদ্দেশ্যে সব বিষয়ে পরীক্ষার্থীদের প্রাপ্ত হিসাব গণনা করা হবে এবং নয় যেকোনো বিষয়ের নম্বরের ভিত্তিতে বা বিষয়ের একটি গ্রুপের মধ্যে পাঁচের সেরা।

৫) ITI নম্বরের শতাংশ গণনার উদ্দেশ্যে, গড় সমস্ত সেমিস্টারের জন্য মার্কের প্রভিশনাল ন্যাশনাল ট্রেডে উল্লেখিত ট্রেড/মার্কস NCVT/SCVT দ্বারা জারি করা শংসাপত্র, শুধুমাত্র গণনা করা হবে।

৬) SSC-এর নম্বরের শতাংশ গণনার উদ্দেশ্যে মাধ্যমিক শিক্ষা, অন্ধ্রপ্রদেশ, বোর্ডের প্রার্থীরা পাবলিক পরীক্ষা, কেরালা ইত্যাদি RRC-এর প্রার্থীদের দ্বারা প্রাপ্ত গ্রেড, সকলের মিডপয়েন্ট পাওয়ার পর প্রদত্ত গ্রেড অনুযায়ী গড় করে গণনা করতে হবে।

৭) দুই প্রার্থীর একই নম্বর থাকলে, প্রার্থীর সাথে বয়স্ক বয়স পছন্দ করা হবে, যদি জন্ম তারিখ একই হয়, তাহলে আগে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী হবেন প্রথম বিবেচনা করা হয়।

৮) একটি চূড়ান্ত মেধা তালিকা তৈরি করা হবে ক্লাস্টার/ইউনিট অনুযায়ী, ট্রেড অনুযায়ী এবং সম্প্রদায় অনুসারে, সমান প্রার্থীর প্রাপ্ত নম্বরের শতাংশ অনুযায়ী।

৯) চূড়ান্তভাবে তালিকাভুক্ত প্রার্থীদের মূল যাচাইকরণ সাপেক্ষে হবে প্রশংসাপত্র আপলোড এবং অনুযায়ী মেডিকেল সার্টিফিকেট উত্পাদন সংযুক্তি সংযুক্ত।

১০) অনলাইন আবেদন জমা দেওয়ার সময়, একটি নিবন্ধন নম্বর হবে প্রত্যেকটি প্রার্থীর জন্য আলাদা আলাদা প্রার্থীরা সেই নিবন্ধন নম্বরটি সংরক্ষণ করে রেখে দেবে দেওয়ার জন্য বলা হয়েছে।

ট্রেনিং-এর চুক্তি (Agreement of Training):

কেন্দ্রীয় রেলওয়ে বা সেন্ট্রাল রেলওয়ের তরফে রেলওয়ের রিক্রুটমেন্ট সেলে অ্যাপ্রেন্টিস পদের জন্য প্রার্থীকে শিক্ষানবিশ প্রশিক্ষণ শুরুর আগে বাণিজ্য, নির্বাচিত প্রার্থীর একটি চুক্তিতে প্রবেশ করতে হবে নিম্নলিখিত বিধান সহ শিক্ষানবিশ প্রশিক্ষণ:

১) যেখানে ব্যর্থতার মাধ্যমে শিক্ষানবিশ চুক্তি বাতিল করা হয়, এর শর্তাদি পালনে নিয়োগকর্তার অংশ চুক্তি (শিক্ষা বিধি 1992 এর অধীনে বিজ্ঞাপিত), প্রার্থী নির্ধারিত হিসাবে শিক্ষানবিশ ক্ষতিপূরণ প্রদান করা হবে।

২) শিক্ষানবিশ চুক্তির অকাল সমাপ্তির ক্ষেত্রে শিক্ষানবিশের পক্ষ থেকে শর্ত ও শর্তাবলী পালনে ব্যর্থতা চুক্তি (শিক্ষা বিধি 1992 এর অধীনে বিজ্ঞাপিত), প্রার্থী/জামিনকে সেই পরিমাণ অর্থ প্রদান করতে হবে যা দ্বারা নির্ধারিত হয় শিক্ষানবিশ উপদেষ্টা হিসাবে এবং প্রশিক্ষণের খরচের দিকে।

৩) নিয়োগকর্তার পক্ষ থেকে কোন কর্মসংস্থানের প্রস্তাব দেওয়া বাধ্যতামূলক নয়, শিক্ষানবিশের মেয়াদ শেষ হওয়ার পর ট্রেড শিক্ষানবিস পাস আউট। তার প্রতিষ্ঠানে প্রশিক্ষণ বা এটির পক্ষ থেকে শিক্ষানবিশ হওয়ার জন্য কোন চাকরি দিতে বাধ্যতামূলক হবে না সেই প্রতিষ্ঠান।

৫) নির্বাচিত প্রার্থী অপ্রাপ্তবয়স্ক হলে, তার অভিভাবককে করতে হবে নিয়োগকর্তার সাথে শিক্ষানবিশ চুক্তিতে প্রবেশ করতে হবে।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification):

কেন্দ্রীয় রেলওয়ে বা সেন্ট্রাল রেলওয়ের তরফে রেলওয়ের রিক্রুটমেন্ট সেলে অ্যাপ্রেন্টিস পদের আবেদন করার জন্য যে শিক্ষাগত যোগ্যতা গুলি লাগবে সেগুলি হল

১) প্রার্থীকে অবশ্যই দশম শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ন্যূনতম ৫০% নম্বর সহ সমতুল্য (10+2 পরীক্ষা পদ্ধতির অধীনে) পরীক্ষায় পাস করতে হবে।

২) স্বীকৃত বোর্ড থেকে এবং জাতীয় বাণিজ্যের অধিকারী ন্যাশনাল কাউন্সিল দ্বারা জারি করা সরকারি ট্রেডে সার্টিফিকেট, ভোকেশনাল ট্রেনিং বা ন্যাশনাল কাউন্সিল কর্তৃক জারি করা অস্থায়ী সার্টিফিকেট।

Central Railway Recruitment 2023

গুরুত্বপূর্ণ তারিখসমূহ (Important Dates):

কেন্দ্রীয় রেলওয়ে বা সেন্ট্রাল রেলওয়ের তরফে রেলওয়ের রিক্রুটমেন্ট সেলে অ্যাপ্রেন্টিস পদের অনলাইনে আবেদন শুরু তারিখ ২৯ শে আগস্ট ২০২৩। আবেদনের শেষে তারিখ ২৯শে সেপ্টেম্বর ২০২৩

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্ক সমূহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉🔥যুক্ত হন
Official Notice Link👉এখানে দেখুন
Official Website Link👉এখানে দেখুন
Apply Online👉আবেদন করুন

আরও পড়ুন:

👉 উচ্চ মাধ্যমিক পাশে কনস্টেবল পদে নিয়োগ চলছে, আবেদন পদ্ধতি, নিয়োগ প্রক্রিয়া জেনে নিন (SSC Constable Recruitment 2023)

👉 মাধ্যমিক পাশে পোস্ট অফিসে গ্রুপ ডি কর্মী নিয়োগ চলছে, শীঘ্রই আবেদন করুন | Post Office Group D Recruitment 2023

👉 পাওয়ারগ্রিডের তরফে নিয়োগ চলছে, এই দিন পর্যন্ত চলবে আবেদন | Powergrid Recruitment 2023

👉 জেলা ম্যাজিস্ট্রেটের তরফে নিয়োগ চলছে, এই দিন হবে ইন্টারভিউ

👉 মাধ্যমিক পাশেই এয়ারপোর্টে প্রচুর চাকরির সুযোগ, অবদন পদ্ধতি জেনে নিন (Airport Recruitment 2023)

FAQ:

রেলে অ্যাপ্রেন্টিস পদে আবেদন শুরুর তারিখ?

Ans: ২৯ আগস্ট ২০২৩।

রেলে অ্যাপ্রেন্টিস পদে আবেদনের শেষ তারিখ?

Ans: ২৯ সেপ্টেম্বর ২০২৩।

রেলে অ্যাপ্রেন্টিস পদে আবেদনের বয়সসীমা?

Ans: ২৯/০৯/২০২৩ অনুযায়ী ১৫ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *