মাধ্যমিক পাশেই এয়ারপোর্টে প্রচুর চাকরির সুযোগ, অবদন পদ্ধতি জেনে নিন (Airport Recruitment 2023)
Airport Recruitment 2023: এয়ারপোর্টে প্রচুর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে প্রার্থীকে হ্যান্ডিম্যান ও ইউটিলিটি এজেন্ট পদে নিযুক্ত করা হবে এখানে প্রার্থীকে অফলাইনে পোষ্টের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে অনেকগুলি শূন্যপদ রয়েছে, মোট শূন্যপদ রয়েছে ৯৯৮ টি। এয়ারপোর্টে চাকরি করতে ইচ্ছুক প্রার্থীদের নিচে নিবন্ধনে শেষ পর্যন্ত পড়ার অনুরোধ করছি।
নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organization ):
এয়ার ইন্ডিয়া এয়ারপোর্ট সার্ভিসেস লিমিটেডের তরফে কর্মী নিয়োগ করা হবে।
পদের নাম (Name of the Post):
এয়ার ইন্ডিয়া এয়ারপোর্ট সার্ভিসেস লিমিটেডের তরফ থেকে দুই ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে।১) হ্যান্ডিম্যান
২) ইউটিলিটি এজেন্ট
মোট শূন্যপদ (Total Vacancy ):
এয়ার ইন্ডিয়া এয়ারপোর্ট সার্ভিসেস লিমিটেডের তরফ থেকে হ্যান্ডিম্যান ও ইউটিলিটি এজেন্ট পদের জন্য মোট শূন্যপদ রয়েছে ৯৯৮ টি।
পদের নাম | শূন্যপদ |
হ্যান্ডিম্যান | ৯৭১ |
ইউটিলিটি এজেন্ট | ২৭ |
বয়সসীমা (Age Limit):
এয়ার ইন্ডিয়া এয়ারপোর্ট সার্ভিসেস লিমিটেডের তরফ থেকে হ্যান্ডিম্যান ও ইউটিলিটি এজেন্ট পদের জন্য প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা ২৮ বছর হতে হবে। অর্থাৎ ২৮ বছরের নিচে যে কেউ আবেদন করতে পারবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীদের জন্য বয়স ছাড় রয়েছে।
বেতন (Salary):
এয়ার ইন্ডিয়া এয়ারপোর্ট সার্ভিসেস লিমিটেডের তরফ থেকে হ্যান্ডিম্যান ও ইউটিলিটি এজেন্ট পদের জন্য প্রার্থীর বেতন প্রতিমাসে ২১,৩৩০ টাকা।
আবেদন প্রক্রিয়া (Application Process):
এয়ার ইন্ডিয়া এয়ারপোর্ট সার্ভিসেস লিমিটেডের তরফ থেকে হ্যান্ডিম্যান ও ইউটিলিটি এজেন্ট পদের আবেদন করতে হলে তার থেকে অফলাইনে পোস্টের মাধ্যমে আবেদন করতে হবে।
- প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট বা নিচের লিংকে দেওয়া আবেদন পত্রটি ডাউনলোড করে প্রিন্ট আউট করে ভালোভাবে পূরণ করে নিতে হবে।
- তারপর ওই পূরণ করা আবেদন পত্র ও নিজের সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস-এর জেরক্স কপি নিয়ে খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে।
বিজ্ঞাপনে উল্লিখিত যোগ্যতার মানদণ্ড পূরণকারী আবেদনকারীরা, ১লা সেপ্টেম্বর, ২০২৩ তারিখে, অনুসারে তাদের আবেদনগুলি ফরোয়ার্ড করতে হবে পোস্টের মাধ্যমে। প্রশংসাপত্র/শংসাপত্রের জেরক্স কপিসহ আবেদনপত্র নির্দিষ্ট ঠিকানায় ১৮ ই সেপ্টেম্বর ২০২৩-এর মধ্যে জমা দিতে হবে। খামে পোস্টে আবেদনকৃত পোস্ট উল্লেখ করে, “____________________ এর জন্য আবেদন করা পোস্ট”। কোন ডিমান্ড ড্রাফ্ট সংযুক্ত করা হবে না এই পর্যায়ে।
ঠিকানা (Address):
এয়ার ইন্ডিয়া এয়ারপোর্ট সার্ভিসেস লিমিটেডের তরফ থেকে হ্যান্ডিম্যান ও ইউটিলিটি এজেন্ট পদের অফলাইনে আবেদন করার জন্য ঠিকানাটি হল
To, HRD Department, AI Airport Services Limited, GSD Complex, Near Sahar Police Station, CSMI Airport, Terminal-2, Gate No. 5, Sahar, Andheri-East, Mumbai-400099.
নির্বাচন প্রক্রিয়া( Selection Process ):
এয়ার ইন্ডিয়া এয়ারপোর্ট সার্ভিসেস লিমিটেডের তরফ থেকে হ্যান্ডিম্যান ও ইউটিলিটি এজেন্ট পদের নির্বাচিত হতে হলে কয়েকটি পরীক্ষা দিতে হবে প্রার্থীদের। সেগুলি হল
১) শারীরিক সহনশীলতা পরীক্ষা (যেমন ওজন উত্তোলন, দৌড়ানো)।
২) যারা শারীরিক যোগ্যতা অর্জন করে, তাদেরকে সাক্ষাত্কারের জন্য পাঠানো হবে।
• ব্যক্তিগত/ভার্চুয়াল স্ক্রীনিং: নির্বাচন পদ্ধতি একই দিনে বা পরবর্তী দিনে (গুলি) পরিচালিত হবে। বহিরাগত প্রার্থীদের তাদের থাকার এবং থাকার ব্যবস্থা করার পরামর্শ দেওয়া হচ্ছে তাদের নিজস্ব খরচে, যদি প্রয়োজন হয়।
কাজের ধর্ম (Job Function):
এয়ার ইন্ডিয়া এয়ারপোর্ট সার্ভিসেস লিমিটেডের তরফ থেকে হ্যান্ডিম্যান ও ইউটিলিটি এজেন্ট পদের যে কাজের ধর্ম গুলি আছে সেগুলি হল
হ্যান্ডিম্যান:
১) বিমানবন্দরে, প্রধানত বিমান ও ট্রলি থেকে লাগেজ/কার্গো লোডিং এবং অফলোডিং, কেবিন পরিষ্কার করা বিমান পরিষ্কার করা।
২) ওয়ার্কশপে টেকনিশিয়ানদের সহায়তা, হুইল চেয়ার সহায়তা ইত্যাদি কাজ।
কাজের ধরণ হবে তিন শিফটে, যার মধ্যে থাকবে নাইট শিফট এবং রোটেশনের ভিত্তিতে সাপ্তাহিক ছুটি। কর্মজীবন কর্মক্ষমতার উপর ভিত্তি করে অগ্রগতি হবে।
ইউটিলিটি এজেন্ট:
১) জিএসডির মতো মুম্বাই বিমানবন্দরে অবস্থিত অফিস এবং প্রাঙ্গনের স্বাস্থ্যবিধি এবং পরিচ্ছন্নতা বজায় রাখা।
২) কমপ্লেক্স, ইএমডি ওয়ার্কশপ, কার্গো প্রাঙ্গণ, এপিইডিএ সুবিধা এবং Ramp অপারেশন এবং পরিষ্কার করা টয়লেট এবং ওয়াশ রুম, কার্গো গুদামে আবর্জনার স্তূপ পরিষ্কার করা এবং রক্ষণাবেক্ষণ ও পরিষ্কার করা।
৩) দৈনিক ভিত্তিতে তেল/গ্রীস ছড়ানোর কারণে হ্যাঙ্গার এবং গর্ত।
অন্য কোন স্বাস্থ্যবিধি কাজের জন্য সময় বরাদ্দ সময় কাজের ধরণ হবে তিন শিফটে, যার মধ্যে লিঙ্গ নির্বিশেষে রাতের শিফট।
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification):
এয়ার ইন্ডিয়া এয়ারপোর্ট সার্ভিসেস লিমিটেডের তরফ থেকে হ্যান্ডিম্যান ও ইউটিলিটি এজেন্ট পদের জন্য শিক্ষাগত যোগ্যতাগুলি হল
পদের নাম | শিক্ষাগত যোগ্যতা |
হ্যান্ডিম্যান | ১) এসএসসি/দশম শ্রেণি পাস। ২) ইংরেজি পড়তে ও বুঝতে সক্ষম হতে হবে। ৩) স্থানীয় ভাষা এবং হিন্দি ভাষার জ্ঞান, অর্থাৎ বোঝার এবং কথা বলার ক্ষমতা থাকতে হবে। |
ইউটিলিটি এজেন্ট | ১) এসএসসি/দশম শ্রেণি পাস। ২) স্থানীয় ভাষা এবং হিন্দি ভাষার জ্ঞান, অর্থাৎ, বোঝার এবং কথা বলার ক্ষমতা থাকতে হবে। |
গুরুত্বপূর্ণ তারিখসমূহ (Important Dates)
এয়ার ইন্ডিয়া এয়ারপোর্ট সার্ভিসেস লিমিটেডের তরফ থেকে হ্যান্ডিম্যান ও ইউটিলিটি এজেন্ট পদের আবেদনের শেষ তারিখ ১৮ সেপ্টেম্বর ২০২৩।
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্ক সমূহ)
🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉 | 🔥যুক্ত হন |
Official Notice Link👉 | এখানে দেখুন |
Official Website Link👉 | এখানে দেখুন |
আরও পড়ুন:
👉 উত্তর দিনাজপুর জেলা পরিষদে নিয়োগ চলছে, শীঘ্রই আবেদন করুন (Uttar Dinajpur Zila parishad Recruitment 2023)
👉 ১,৭৭৩টি শূন্যপদে অডিট ও একাউন্ট বিভাগে চাকরির সুযোগ, এইভাবে আবেদন করুন
👉 কলকাতা দূরদর্শন কেন্দ্রে চাকরির সুযোগ, যোগ্যতা, আবেদন পদ্ধতি জেনে নিন | Doordarshan Kendra Kolkata Recruitment 2023
👉 জাতীয় বীজ কর্পোরেশনে বিপুল কর্মী নিয়োগ চলছে, যোগ্যতা, আবেদন পদ্ধতি জেনে নিন (NSCL Recruitment 2023)
👉 লিখিত পরীক্ষা ছাড়াই কল্যাণী এইমস-এ নিয়োগ চলছে, আবেদন করবেন কি ভাবে? | Kalyani AIIMS Recruitment 2023
FAQ:
হ্যান্ডিম্যান ও ইউটিলিটি এজেন্ট পদের জন্য আবেদনের শেষ তারিখ কবে?
Ans: ১৮ সেপ্টেম্বর ২০২৩
এয়ার ইন্ডিয়া এয়ারপোর্ট সার্ভিসেস লিমিটেডের আবেদন প্রক্রিয়া কি?
Ans: অফলাইন।
এয়ার ইন্ডিয়া এয়ারপোর্ট সার্ভিসেস লিমিটেডের আবেদনের বয়স সীমা কত?
Ans: সর্বোচ্চ ২৮ বছর।