১,৭৭৩টি শূন্যপদে অডিট ও একাউন্ট বিভাগে চাকরির সুযোগ, এইভাবে আবেদন করুন

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

অডিট ও একাউন্ট বিভাগে প্রায় কয়েক হাজার কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে প্রায় ১৭৭৩ টি শূন্য পদ রয়েছে। এই অডিট ও একাউন্ট বিভাগে অফলাইনে পোষ্টের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে আবেদন করার বিস্তারিত বিবরণ নীচে ভালোভাবে দেওয়া হলো, আগ্রহী প্রার্থীদের এই নিবন্ধটি পুরোটি পড়ার অনুরোধ করছি।

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉🔥যুক্ত হন

অডিট ও অ্যাকাউন্ট বিভাগে নিয়োগ ২০২৩: চাকরির বিবরণ (Audit & Account Department Recruitment 2023: Job Details)

নিয়োগকারী সংস্থার নামঅফিস অফ দ্য কন্ট্রোলার এন্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া নিউ দিল্লী-এর তরফে অডিট ও অ্যাকাউন্ট বিভাগে
পদের নামঅ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট (Administrative Assistant)
মোট শূন্যপদ১৭৭৩ টি
বেতনপে ম্যাট্রিক্স-এর লেভেল 4 অনুযায়ী
বয়স১৮ থেকে ২৫ বছর
আবেদন পদ্ধতিঅফলাইন
আবেদনের শেষ তারিখ১৭ সেপ্টেম্বর ২০২৩

নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organization):

অফিস অফ দ্য কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া নিউ দিল্লী এর তরফে অডিট ও অ্যাকাউন্ট বিভাগে নিয়োগ করা হবে।

পদের নাম (Name of the Post):

অডিট ও একাউন্ট বিভাগে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট (Administrative Assistant) পদে কর্মী নেওয়া হবে।

মোট শূন্যপদ (Total Vacancy):

অডিট ও একাউন্ট বিভাগে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট (Administrative Assistant) পদের জন্য মোট 1773 টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

বয়সসীমা (Age Limit):

অডিট ও একাউন্ট বিভাগে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট (Administrative Assistant) পদে যেসব প্রার্থীরা আবেদন করবে তাদের বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে, তবেই আবেদনযোগ্য।

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

বেতনক্রম (Salary):

অডিট ও একাউন্ট বিভাগে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট (Administrative Assistant) পদের জন্য বেতন প্রতি মাসে পে ম্যাট্রিক্স-এর লেভেল 4 অনুযায়ী বেতন দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া (Application Process):

অডিট ও একাউন্ট বিভাগে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট (Administrative Assistant) পদে আবেদনের জন্য প্রার্থীকে অফলাইনের পোস্টের মাধ্যমে আবেদন করতে হবে।

  • আবেদন পত্রটি ডাউনলোড করে প্রিন্ট আউট বের করে ভালোভাবে পূরণ করে, একটি খামের ভিতর ভরে নির্দিষ্ট ঠিকানায় পোস্ট করে দিতে হবে।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification):

অডিট ও একাউন্ট বিভাগে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট (Administrative Assistant) পদের জন্য শিক্ষাগত যোগ্যতাগুলি হল –

১) প্রার্থীকে অবশ্যই যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করতে হবে।

২) প্রার্থীকে কম্পিউটারের দক্ষতা থাকতে হবে এবং সঙ্গে কম্পিউটারের সার্টিফিকেট থাকতে হবে।

Audit & Account Department Recruitment 2023

গুরুত্বপূর্ন তারিখ (Important Dates):

অডিট ও একাউন্ট বিভাগে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট (Administrative Assistant) পদের অফলাইনে আবেদনের শেষ তারিখ ১৭ সেপ্টেম্বর ২০২৩।

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্ক সমূহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉🔥যুক্ত হন
Official Notice Link👉এখানে দেখুন
Official Website Link👉এখানে দেখুন

আরও পড়ুন:

👉 মাধ্যমিক পাশেই এয়ারপোর্টে প্রচুর চাকরির সুযোগ, অবদন পদ্ধতি জেনে নিন (Airport Recruitment 2023)

👉 কলকাতা দূরদর্শন কেন্দ্রে চাকরির সুযোগ, যোগ্যতা, আবেদন পদ্ধতি জেনে নিন | Doordarshan Kendra Kolkata Recruitment 2023

👉 জাতীয় বীজ কর্পোরেশনে বিপুল কর্মী নিয়োগ চলছে, যোগ্যতা, আবেদন পদ্ধতি জেনে নিন (NSCL Recruitment 2023)

👉 লিখিত পরীক্ষা ছাড়াই কল্যাণী এইমস-এ নিয়োগ চলছে, আবেদন করবেন কি ভাবে? | Kalyani AIIMS Recruitment 2023

অডিট ও একাউন্ট বিভাগে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট পদের আবেদনের শেষ তারিখ কবে?

Ans: ১৭ সেপ্টেম্বর ২০২৩।

অডিট ও একাউন্ট বিভাগে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট পদের শিক্ষাগত যোগ্যতা কী?

Ans: স্নাতক পাস ও কমপিউটারের দক্ষতা থাকতে হবে।

অডিট ও একাউন্ট বিভাগে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট পদের আবেদন প্রক্রিয়া কী?

Ans: অফলাইন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *