কলকাতা দূরদর্শন কেন্দ্রে চাকরির সুযোগ, যোগ্যতা, আবেদন পদ্ধতি জেনে নিন | Doordarshan Kendra Kolkata Recruitment 2023
Doordarshan Kendra Kolkata Recruitment 2023: কলকাতায় দূরদর্শন কেন্দ্রে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে শুধুমাত্র ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন। দূরদর্শন কেন্দ্রে চাকরি করতে ইচ্ছুক প্রার্থীদের নীচের বিস্তারিত বিবরণটি শেষপর্যন্ত পড়ার অনুরোধ করছি।
নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organization):
প্রসার ভারতীর আন্ডারে ইন্ডিয়াস পাবলিক সার্ভিস ব্রডকাস্টিং-এর তরফে দূরদর্শন কেন্দ্রে কর্মী নিয়োগ করা হবে।
পদের নাম (Name of Post):
প্রসার ভারতীর আন্ডারে ইন্ডিয়াস পাবলিক সার্ভিস ব্রডকাস্টিং-এর তরফে দূরদর্শন কেন্দ্রে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে।
১) পোস্ট প্রডাকশন অ্যাসিস্ট্যান্ট
২) বিউটিশিয়ান / হেয়ার ড্রেসার
৩) ভিডিও অ্যাসিস্ট্যান্ট
৪) সেট অ্যাসিস্ট্যান্ট
৫) লাইব্রেরী অ্যাসিস্ট্যান্ট
৬) সোশ্যাল মিডিয়া অ্যাসিস্ট্যান্ট
৭) C.G অপারেটর
৮) ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট
৯) রিসোর্স পার্সেন
মোট শূন্যপদ (Total Vacancy):
প্রসার ভারতীর আন্ডারে ইন্ডিয়াস পাবলিক সার্ভিস ব্রডকাস্টিং-এর তরফে দূরদর্শন কেন্দ্রে (Doordarshan Kendra Kolkata Recruitment) বিভিন্ন পদে আবেদনের জন্য কোনো শূন্যপদের উল্লেখ নেই।
বেতন (Salary):
প্রসার ভারতীর আন্ডারে ইন্ডিয়াস পাবলিক সার্ভিস ব্রডকাস্টিং-এর তরফে দূরদর্শন কেন্দ্রে বিভিন্ন পদে বিভিন্ন রকম বেতনক্রম রয়েছে।
পদের নাম | বেতন |
পোস্ট প্রডাকশন অ্যাসিস্ট্যান্ট | প্রতি অ্যাসাইনমেন্ট-এ ৩৫০০ টাকা |
বিউটিশিয়ান /হেয়ার ড্রেসার | প্রতি অ্যাসাইনমেন্ট-এ ৩,০০০ টাকা |
ভিডিও অ্যাসিস্ট্যান্ট | প্রতি অ্যাসাইনমেন্ট-এ ৫০০০ টাকা |
সেট অ্যাসিস্ট্যান্ট | প্রতি অ্যাসাইনমেন্ট-এ ৩০০০ টাকা |
লাইব্রেরী অ্যাসিস্ট্যান্ট | প্রতি অ্যাসাইনমেন্ট-এ ২৫০০ টাকা |
সোশ্যাল মিডিয়া অ্যাসিস্ট্যান্ট | প্রতি অ্যাসাইনমেন্ট-এ ২০০০ টাকা |
C.G অপারেটর | প্রতি অ্যাসাইনমেন্ট-এ ২০০০ টাকা |
ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট | প্রতি অ্যাসাইনমেন্ট-এ ২৫০০ টাকা |
রিসোর্স পার্সেন | প্রতি অ্যাসাইনমেন্ট-এ ৩০০০ টাকা |
বয়সসীমা (Age Limit):
প্রসার ভারতীর আন্ডারে ইন্ডিয়াস পাবলিক সার্ভিস ব্রডকাস্টিং-এর তরফে দূরদর্শন কেন্দ্রে বিভিন্ন পদের জন্য আবেদন করতে হলে, প্রার্থীর বয়সীমা ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে তবেই আবেদন করতে পারবে।
আবেদন প্রক্রিয়া (Application Process):
প্রসার ভারতীর আন্ডারে ইন্ডিয়াস পাবলিক সার্ভিস ব্রডকাস্টিং-এর তরফে দূরদর্শন কেন্দ্রে বিভিন্ন পদের আবেদন করতে হলে প্রার্থীকে অনলাইনে ইমেইলের মাধ্যমে বা অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
অনলাইনে আবেদন প্রক্রিয়া:-
প্রার্থী যদি অনলাইনে আবেদন করতে চায়, তাহলে সেই প্রার্থীকে অনলাইনে ইমেল এর মাধ্যমে আবেদন করতে হবে। প্রার্থীকে নিচের লিঙ্ক থেকে আবেদন পত্রটি ডাউনলোড করে প্রিন্ট আউট বের করে নিয়ে নিজে সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে ভালোভাবে পূরণ করতে হবে এবং সঙ্গে নিজের প্রয়োজনীয় নথিপত্র গুলি জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে ফটো তুলে পিডিএফ বানিয়ে নির্দিষ্ট অফিসিয়াল ইমেল আইডিতে hiring.ddbangla@gmail.com সেন্ড করতে হবে।
অফলাইনে আবেদন প্রক্রিয়া:-
কোন প্রার্থী যদি অফলাইনে আবেদন করতে চায় তাহলে সেই প্রার্থীকে নিচের লিংকে গিয়ে আবেদন পত্রটি ডাউনলোড করে প্রিন্ট আউট বের করে নিতে হবে । তারপর নিজের সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে ভালোভাবে পূরণ করতে হবে এবং সঙ্গে নিজের প্রয়োজনীয় নথিপত্রগুলি জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে নির্দিষ্ট ঠিকানায় পোষ্টের মাধ্যমে পাঠাতে হবে।
অফলাইনে আবেদনের ঠিকানা (Address of Offline):
প্রসার ভারতীর আন্ডারে ইন্ডিয়াস পাবলিক সার্ভিস ব্রডকাস্টিং-এর তরফে দূরদর্শন কেন্দ্রে বিভিন্ন পদের জন্য অফলাইনে আবেদনের ঠিকানাটি হল
Head of Programme, Doordarshan Kendra Kolkata, 18/3, Uday Sankar Sarani, Golf Green, Kolkata- 700095
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification):
প্রসার ভারতীর আন্ডারে ইন্ডিয়াস পাবলিক সার্ভিস ব্রডকাস্টিং-এর তরফে দূরদর্শন কেন্দ্রে বিভিন্ন পদের আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা গুলি হল
পদের নাম | শিক্ষাগত যোগ্যতা |
পোস্ট প্রডাকশন অ্যাসিস্ট্যান্ট | ১) একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় / ইনস্টিটিউট থেকে চলচ্চিত্রে পেশাদার ডিগ্রি/ডিপ্লোমা থাকতে হবে। ২) সর্বশেষ সফ্টওয়্যারগুলির সাথে ভালভাবে পারদর্শী হতে হবে। |
বিউটিশিয়ান /হেয়ার ড্রেসার | ১) একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় / ইনস্টিটিউট থেকে বিউটিশিয়ানের ওপর ডিগ্রি/ডিপ্লোমা থাকতে হবে। |
ভিডিও অ্যাসিস্ট্যান্ট | ১) একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় / ইনস্টিটিউট থেকে ভিডিওগ্রাফির পেশাদার ডিগ্রি/ডিপ্লোমা থাকতে হবে। |
সেট অ্যাসিস্ট্যান্ট | ১) কোন স্বীকৃত বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। ২) প্রার্থী থাকতে হবে খুব ভালো ফিজিক ও সাউন্ড,হেলথ ও ফিটনেস। |
লাইব্রেরী অ্যাসিস্ট্যান্ট | ১) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করতে হবে। ২) মাইক্রোসফট এক্সেল এর সার্টিফিকেট থাকতে হবে। |
সোশ্যাল মিডিয়া অ্যাসিস্ট্যান্ট | ১) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করতে হবে। ২) ডিজিটাল মার্কেটিং-এর সার্টিফিকেট থাকতে হবে। |
C.G অপারেটর | ১) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করতে হবে। ২) Computer Graphics /Graphics Design-এর সার্টিফিকেট থাকতে হবে। |
ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট | ১) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করতে হবে। |
রিসোর্ট পার্সেন | ১) কোন স্বীকৃত বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। ২) টেলিভিশন / দূরদর্শন অনুষ্ঠান প্রযোজনা এবং সমন্বয় বা পেশাদার ডিপ্লোমা সহ স্নাতক থাকতে হবে। |
অভিজ্ঞতা (Experience):
প্রসার ভারতীর আন্ডারে ইন্ডিয়াস পাবলিক সার্ভিস ব্রডকাস্টিং-এর তরফে দূরদর্শন কেন্দ্রে বিভিন্ন পদের জন্য শিক্ষাগত যোগ্যতার সাথে যে অভিজ্ঞতা গুলি লাগবে সেগুলি হল-
পদের নাম | অভিজ্ঞতা |
পোস্ট প্রডাকশন অ্যাসিস্ট্যান্ট | টিভি বা দূরদর্শনে প্রোগ্রামে দুবছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। |
বিউটিশিয়ান/ হেয়ার ড্রেসার | দুই বছরের কাজের অভিজ্ঞতা পেশাদার পার্লার বা এর অভিজ্ঞতা থিয়েটার/টিভি শিল্পে মেকআপ আর্টিস্ট/ হেয়ার ড্রেসার হিসেবে কাজ করা। |
ভিডিও অ্যাসিস্ট্যান্ট | টিভি বা দূরদর্শনে দু বছরে প্রোগ্রামের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। |
সেট অ্যাসিস্ট্যান্ট | সেট ইরেকশন বা দুই বছরের অভিজ্ঞতা |
লাইব্রেরী অ্যাসিস্ট্যান্ট | লাইব্রেরী সাইন্সের ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে। |
সোশ্যাল মিডিয়া অ্যাসিস্ট্যান্ট | ওয়েবসাইটে ছয় মাসের অভিজ্ঞতা ডিজাইনিং / ডিজিটাল মার্কেটিং এবং ওয়েবসাইট ডিজাইনিং এর সার্টিফিকেশন। |
C.G অপারেটর | ১) সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা ২) যেকোনো মিডিয়া ইউনিটে টাইপোগ্রাফিক কাজ। |
ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট | ১) ব্রডকাস্টিং ম্যানেজমেন্টের ওপর এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং ২) কম্পিউটারের চালানোর দক্ষতা থাকতে হবে। |
রিসোর্ট পার্সেন | রেডিও ও টিভি অনুষ্ঠান উৎপাদন/বড় যোগাযোগ/সাংবাদিকতা কাম্য স্ক্রিপ্ট লেখায় দক্ষতা এবং বাংলায় উপস্থাপনা এবং ভালো জনসংযোগ দক্ষতা টিভি রিপোর্টিং অভিজ্ঞতা. |
গুরুত্বপূর্ণ তারিখসমূহ (Important Dates):
প্রসার ভারতীর আন্ডারে ইন্ডিয়াস পাবলিক সার্ভিস ব্রডকাস্টিং-এর তরফে দূরদর্শন কেন্দ্রে বিভিন্ন পদের অনলাইন বা অফলাইন আবেদনের শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর ২০২৩।
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্ক সমূহ)
🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉 | 🔥যুক্ত হন |
Official Notice Link 👉 | এখানে দেখুন |
আরও পড়ুন:
👉 জাতীয় বীজ কর্পোরেশনে বিপুল কর্মী নিয়োগ চলছে, যোগ্যতা, আবেদন পদ্ধতি জেনে নিন (NSCL Recruitment 2023)
👉 লিখিত পরীক্ষা ছাড়াই কল্যাণী এইমস-এ নিয়োগ চলছে, আবেদন করবেন কি ভাবে? | Kalyani AIIMS Recruitment 2023
👉 ১ লক্ষ টাকা বেতনে NTPC-তে নিয়োগ চলছে, কারা আবেদন করতে পারবেন? (NTPC Recruitment 2023)
👉 মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্সে চাকরির সুযোগ, কারা আবেদন করতে পারবেন? (Ministry of Consumer Affairs Recruitment 2023)
👉 রাজ্যে সংখ্যালঘু বিভাগে গ্রুপ ডি পদে নিয়োগ চলছে, আবেদন পদ্ধতি জেনে নিন
FAQ:
দূরদর্শন কেন্দ্রে অনলাইনে আবেদনের শেষ তারিখ কবে?
Ans: ১৫ সেপ্টেম্বর ২০২৩।
দূরদর্শন কেন্দ্রে আবেদনের বয়সসীমা কত?
Ans: ২১ থেকে ৪০ বছর।
দূরদর্শন কেন্দ্রে আবেদনের মাধ্যম কি
Ans: অনলাইনে ইমেইলের মাধ্যমে অথবা অফলাইনে পোস্টের মাধ্যমে।