মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্সে চাকরির সুযোগ, কারা আবেদন করতে পারবেন? (Ministry of Consumer Affairs Recruitment 2023)
Ministry of Consumer Affairs Recruitment 2023: আপনি যদি বহুদিন ধরে বেকারত্বের সমস্যায় ভুগছেন তাহলে আপনার জন্য এক বিরাট সুখবর রয়েছে। মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স-এ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে। এখানে প্রায় অনেকগুলি কর্মী নিয়োগ করা হবে। সাধারনত স্নাতক পাস করলেই এখানে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার জন্য নিম্নে এই চাকরির বিস্তারিত বিবরণ দেওয়া হলো পুরোটা পড়ার অনুরোধ জানানো হচ্ছে।
মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স নিয়োগ ২০২৩: চাকরির বিবরণ (Ministry Of Consumer Affairs Recruitment 2023: Job Details)
নিয়োগকারী সংস্থার নাম | মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স |
পদের নাম | কনসালট্যান্ট |
বয়সসীমা | ০১/০৮/২০২৩ অনুযায়ী বয়স ৬৪ বছর |
মোট শূন্যপদ | ১১ টি |
স্থান | নিউ দিল্লি |
আবেদন প্রক্রিয়া | অফলাইন |
নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organization):
নিয়োগকারী সংস্থার নাম মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স এর তরফে প্রিন্সিপাল অ্যাকাউন্টস অফিসে নিয়োগ করা হবে।
পদের নাম (Name of the Post):
মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স থেকে কনসালট্যান্ট পদে নিয়োগ করা হবে।
মোট শূন্যপদ (Total Vacancy):
মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স থেকে কনসালট্যান্ট পদের জন্য মোট ১১ টি শূন্যপদ রয়েছে। এটি ১ বছরের জন্য নিয়োগ করা হবে।
বয়সসীমা (Age Limit):
মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স-এর তরফ থেকে কনসালট্যান্ট পদের জন্য প্রার্থীকে ০১/০৮/২০২৩ অনুযায়ী প্রার্থীর বয়স ৬৪ বছর হতে হবে।
বেতন (Salary):
মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স-এর কনসালট্যান্ট পদের বেতন কেন্দ্র সরকারের পে লেভেল ৯ ও ১০ অনুযায়ী।
আবেদন প্রক্রিয়া (Application Process):
মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স-এর তরফ থেকে কনসালট্যান্ট পদের জন্য আবেদন করতে হলে প্রার্থীকে অফলাইনের পোস্টের মাধ্যমে আবেদন করতে হবে।
- তার থেকে প্রথমে নীচে দেওয়া লিঙ্ক থেকে আবেদন পত্রটি ডাউনলোড করে সেই আবেদনপত্রটি ভালোভাবে পূরণ করতে হবে।
- তারপর একটি খামের ভেতর ভরে নীচে দেওয়া ঠিকানাতে পোস্টের মাধ্যমে আবেদন জানাতে হবে।
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification):
মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স-এর কনসালট্যান্ট পদের জন্য প্রার্থীকে যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো শাখায় স্নাতক পাস করতে হবে তবে আবেদনযোগ্য।
অভিজ্ঞতা (Experience):
মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স-এর কনসালট্যান্ট পদের জন্য প্রার্থীর কিছু অভিজ্ঞতা থাকা দরকার সেটি হল-
১) অবসরপ্রাপ্ত অফিসারদের সরকারি অ্যাকাউন্ট ও অডিট এর বিষয়ে খুব ভালো দক্ষতা ও এই কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
২) এছাড়া আইটি প্রসেস (IT Process)-এর জন্য খুব ভালো aptitude থাকলে সেও এই আবেদন করতে পারবে।
নির্বাচন প্রক্রিয়া (Recruitment Process):
মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স-এর কনসালট্যান্ট পদের নির্বাচনের জন্য কয়েকটি ধাপ রয়েছে। সেগুলি হল-
- লিখিত পরীক্ষার পর প্রার্থীদেরকে শর্ট লিস্টের মাধ্যমে ইন্টারভিউ ডেকে পাঠানো হবে।
- তারপর কমিটি থেকে ডিসিশন নেওয়া হবে কাদেরকে এই চাকরির জন্য নিয়োগ করা হবে।
গুরুত্বপূর্ণ তারিখসমূহ (Important Dates):
মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স-এর কনসালট্যান্ট পদের অনলাইনে আবেদনের শেষ তারিখ ২৫ শে আগস্ট ২০২৩।
ঠিকানা (Address):
Senior Account Officer (Admin). M/O Consumer Affairs Food & Public Distribution, Gate No 4, 1st Floor, Jeewan Tara Building Kolkata- 110001
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্ক সমূহ)
🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉 | 🔥যুক্ত হন |
Official Notice Link | এখানে দেখুন |
আরও পড়ুন:
👉 ১৭,৫০০ শূন্যপদে খাদ্য দপ্তরে নিয়োগ চলছে, কি ভাবে আবেদন করবেন? (FCI Recruitment 2023)
👉 রাজ্যে সংখ্যালঘু বিভাগে গ্রুপ ডি পদে নিয়োগ চলছে, আবেদন পদ্ধতি জেনে নিন
👉 ৫০০০ টাকা করে প্রতি মাসে রাজ্যের মহিলাদের দেওয়া হবে এই প্রকল্পের মাধ্যমে (Jago Prakalpa)
👉 ৬,০০০ শূন্যপদে লাইব্রেরিয়ান ও অন্যান্য কর্মী নিয়োগ চলছে, বিস্তারিত জানুন
👉 ৯৮ হাজার শূন্য পদে ভারতীয় পোস্ট অফিসে চাকরির সুযোগ! যোগ্যতা, আবেদন পদ্ধতি জেনে নিন (India Post Office Recruitment 2023)
কনসালট্যান্ট পদে অনলাইনে আবেদনের শেষ তারিখ কবে
Ans: ২৫ আগস্ট ২০২৩
কনসালট্যান্ট পদে আবেদনের বয়সসীমা কত?
Ans: ০১/০৮/২০২৩ অনুযায়ী ৬৪ বছর।
কনসালট্যান্ট পদের জন্য শূন্যপদ কয়টি রয়েছে?
Ans: মোট ১১ টি।