লিখিত পরীক্ষা ছাড়াই কল্যাণী এইমস-এ নিয়োগ চলছে, আবেদন করবেন কি ভাবে? | Kalyani AIIMS Recruitment 2023
Kalyani AIIMS Recruitment 2023: কল্যাণী এইমসে প্রায় কয়েকশো শূন্যপদের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ভারতের নাগরিক হলে এই চাকরি জন্য আবেদন করতে পারবেন। উচ্চ মাধ্যমিক পাশের মাধ্যমে এখানে আবেদন করতে পারবেন। কল্যাণী এইমসে যেসব প্রার্থীরা চাকরি করতে ইচ্ছুক সেসব প্রার্থীদের জন্য পুরোটি পড়ার অনুরোধ জানানো হল।
নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organization):
কেন্দ্র সরকারের অধীনে BROADCAST ENGINEERING CONSULTANTS INDIA LIMITED (BECIL) তরফে কল্যাণী এইমসে বিভিন্ন পদের কর্মী নিয়োগ করা হবে।
পদের নাম (Name of the Post):
কেন্দ্র সরকারের অধীনে BROADCAST ENGINEERING CONSULTANTS INDIA LIMITED (BECIL) তরফে কল্যাণী এইমসে বিভিন্ন পদের জন্য কর্মী নিয়োগ করা হবে, সেগুলি হল –
১) Lab Technician
২) Data Entry Operator (DEO)
৩) OT Tachnician
৪) Speech Therapist
৫) Technical Assistant (ICU)
৬) Manager/Supervisor/Gas Officer
মোট শূন্যপদ (Total Vacancy):
কেন্দ্র সরকারের অধীনে BROADCAST ENGINEERING CONSULTANTS INDIA LIMITED (BECIL) তরফে কল্যাণী এইমসে বিভিন্ন পদের জন্য মোট ২৩ টি শূন্যপদ রয়েছে
পদের নাম | মোট শূন্যপদ |
Lab Technician | ৬ টি |
Data entry Operator (DEO) | ৫ টি |
OT Technician | ৩ টি |
Speech Therapist | ১ টি |
Technical Assistant (ICU) | ৭ টি |
Manager/Supervisor/Gas Officer | ১ টি |
বয়সসীমা (Age Limit):
কেন্দ্র সরকারের অধীনে BROADCAST ENGINEERING CONSULTANTS INDIA LIMITED (BECIL)-এর তরফে কল্যাণী এইমসে বিভিন্ন পদের আবেদন করতে হলে প্রার্থীর বয়স সীমা ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে তবেই আবেদন করতে পারবে।
পদের নাম | বয়সসীমা |
LabTechnician | ২১ থেকে ৩০ বছরের মধ্যে |
Data entry Operator (DEO) | ২১ থেকে ২৭ বছরের মধ্যে |
OT Technician | ৩৫ বছরের মধ্যে |
Speech Therapist | ৩০ বছরের মধ্যে |
Technical Assistant (ICU) | ৩৫ বছরের মধ্যে |
Manager/Supervisor/Gas Officer | ৩০ থেকে ৪০ বছরের মধ্যে |
বেতন (Salary):
কেন্দ্র সরকারের অধীনে BROADCAST ENGINEERING CONSULTANTS INDIA LIMITED (BECIL) তরফে কল্যাণী এইমসে বিভিন্ন পদের আবেদন জন্য বেতন প্রতিমাসে ২৮৬০০ থেকে ৫২,৩০০ টাকা।
পদের নাম | বেতন |
Lab Technician | বেতন প্রতি মাসে ৩০১০০ টাকা |
Data entry Operator (DEO) | বেতন প্রতি মাসে ২৮,৬০০ টাকা হবে। |
OT Technician | বেতন প্রতি মাসে ৫০,৬০০ টাকা হবে। |
Speech Therapist | বেতন প্রতি মাসে ৫০,৬০০ টাকা হবে। |
Technical Assistant (ICU) | বেতন প্রতি মাসে ৫০,৬০০ টাকা হবে। |
Manager/Supervisor/Gas Officer | বেতন প্রতি মাসে ৫২,৩০০ টাকা হবে। |
আবেদন প্রক্রিয়া (Application Process):
কেন্দ্র সরকারের অধীনে BROADCAST ENGINEERING CONSULTANTS INDIA LIMITED (BECIL) তরফে কল্যাণী এইমসে বিভিন্ন পদের জন্য আবেদন করতে হলে প্রার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
- প্রথমে প্রার্থীকে অনলাইনে অফিসিয়াল ওয়েবসাইটে www.becil.com-এ যেতে হবে।
- তারপর Carrer Section-এ ক্লিক করার পর “Registration Form (Online)” এখানে গিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।
- তারপর Kalyani AIIMS Recruitment ২০২৩ আবেদন পত্রটি পূরণ করতে হবে নিজের প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে।
- আবেদন ফ্রমে নিজের শিক্ষাগত যোগ্যতা ও কাজের এক্সপেরিয়েন্স দিয়ে ফর্মটি পূরণ করতে হবে।
- তারপর প্রয়োজনীয় নথিপত্র রঙিন ফটো, স্বাক্ষর, বার্থ সার্টিফিকেট, মাধ্যমিকের সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট ইত্যাদি আপলোড করতে হবে।
- নথিপত্র আপলোড করার পর, “Application Preview or Modify” অপশনে ক্লিক করতে হবে। অনলাইনে আবেদন মূল্য (Credit card/Debit card/Net Banking/UPI) দিয়ে আবেদন ফরমটি সম্পূর্ণ করতে হবে।
নির্বাচন পদ্ধতি (Selection Process):
কেন্দ্র সরকারের অধীনে BROADCAST ENGINEERING CONSULTANTS INDIA LIMITED (BECIL) তরফে কল্যাণী এইমসে বিভিন্ন পদের জন্য নির্বাচিত হতে হলে প্রার্থীকে কয়েকটি ধাপের মধ্য দিয়ে যেতে হবে সেগুলি হল
১) Skill Test
২) Interview
৩) Interaction
প্রার্থীকে প্রথমে স্কিল টেস্ট করানো হবে, স্কিল টেস্টে যে সব প্রার্থীরা পাস করতে পারবে, সেসব প্রার্থীকে ইন্টারভিউ করা হবে। ইন্টারভিউ এর পর ইন্টারেকশন করানো হবে এবং এইগুলি কখন করানো হবে/ কিভাবে করানো হবে এই সমস্ত তথ্য প্রার্থীদের কে ইমেইল বা ফোনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
আবেদন মূল্য (অ্যাপ্লিকেশন ফি):
কেন্দ্র সরকারের অধীনে BROADCAST ENGINEERING CONSULTANTS INDIA LIMITED (BECIL) তরফে কল্যাণী এইমসে বিভিন্ন পদের জন্য অনলাইনে আবেদন করতে হলে প্রার্থীকে বিভিন্ন শ্রেণি অনুযায়ী বিভিন্ন রকম আবেদন মূল্য দিতে হবে।
• জেনারেল প্রার্থীদের জন্য ৮৮৫ টাকা (৫৯০ টাকা প্রতিটি অতিরিক্ত পোস্টের জন্য)
• ওবিসি প্রার্থীদের জন্য ৮৮৫ টাকা (৫৯০ টাকা প্রতিটি অতিরিক্ত পোস্টের জন্য)
• SC/ST প্রার্থীদের জন্য ৫৩১ টাকা, (৩৫৪ টাকা প্রতিটি অতিরিক্ত পোস্টের জন্য)
• Ex-Serviceman বা প্রাক্তন কর্মচারীদের জন্য আবেদন মূল্য ৮৮৫ টাকা (৫৯০ টাকা প্রতিটি অতিরিক্ত পোস্টের জন্য)
• মহিলা প্রার্থীদের জন্য ৮৮৫ টাকা আবেদন মূল্য (৫৯০ টাকা প্রতিটি অতিরিক্ত পোষ্টের জন্য)
• EWS/PH প্রার্থীদের জন্য ৫৩১ টাকা (৩৫৪ টাকা প্রতিটি অতিরিক্ত পোষ্টের জন্য)
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification):
কেন্দ্র সরকারের অধীনে BROADCAST ENGINEERING CONSULTANTS INDIA LIMITED (BECIL) তরফে কল্যাণী এইমসে বিভিন্ন পদের জন্য বিভিন্ন রকম শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেগুলি হল-
পদের নাম | শিক্ষাগত যোগ্যতা |
Lab Technician | ১) এখানে আবেদন করতে হলে প্রার্থীকে অবশ্যই কোন স্বীকৃত বিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিকে সাইন্স নিয়ে পাস করতে হবে। ২) উচ্চ মাধ্যমিক পাস করার সঙ্গে মেডিক্যাল ল্যাব টেকনোলজিতে ডিপ্লোমা সম্পূর্ণ করতে হবে।। ৩) এ ছাড়া বি এস সি ডিগ্রি থাকলেও সেই প্রার্থীদেরকে আগ্রাধিকার দেওয়া হবে। |
Data entry Operator (DEO) | ১) প্রার্থীকে কোন স্বীকৃত বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। ২) কম্পিউটারে টাইপিং স্পিড ৪০০০ কি ডিপ্রেশন স্পিড থাকতে হবে প্রতি ঘন্টায়। |
OT Technician | ১) প্রার্থীকে কোন স্বীকৃত বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিকে সাইন্স শাখায় পাস করতে হবে। ২) প্রার্থীকে ওটি টেকনোলজিতে বিএসসি সম্পূর্ণ করা থাকলে এখানে আবেদন করতে পারবে। ৩) এই কাজের জন্য ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। |
Speech Therapist | ১) এখানে আবেদন করতে হলে প্রার্থীকে Speech Hearing-এ বিএসসি সম্পূর্ণ করতে হবে। ২) স্পিচ ও হেয়ারিং এর ওপর এন এস সি করা থাকলে ভালো। ৩) ক্লিনিকের হসপিটালে এই কাজের ওপর অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেয়া হবে। |
Technical assistant | ১) প্রার্থীকে কোন স্বীকৃত বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিকে সাইন্স শাখায় পাস করতে হবে। ২) প্রার্থীকে ওটি টেকনোলজিতে বিএসসি সম্পূর্ণ করা থাকলে এখানে আবেদন করতে পারবে। ৩) এই কাজের জন্য ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। |
Manager/Supervisor/Gas Officer | ১) প্রার্থীকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার-এ বিটেক করতে হবে। ২) সংশ্লিষ্ট কাজের বিষয়ে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। |
গুরুত্বপূর্ণ তারিখসমূহ (Important Dates):
কেন্দ্র সরকারের অধীনে BROADCAST ENGINEERING CONSULTANTS INDIA LIMITED (BECIL) তরফে কল্যাণী এইমসে বিভিন্ন পদের জন্য অনলাইনে আবেদনের শুরুর তারিখ ১৭ ই আগস্ট ২০২৩।
আবেদনের শেষ তারিখ ৩০শে আগস্ট ২০২৩।
অনলাইনে বিজ্ঞপ্তি প্রকাশিত তারিখ ১৭ই আগস্ট ২০২৩।
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্ক সমূহ)
🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉 | 🔥যুক্ত হন |
Official Notice Link 👉 | এখানে দেখুন |
Official Website Link 👉 | অফিসিয়াল ওয়েবসাইট |
আরও পড়ুন:
👉 ১ লক্ষ টাকা বেতনে NTPC-তে নিয়োগ চলছে, কারা আবেদন করতে পারবেন? (NTPC Recruitment 2023)
👉 মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্সে চাকরির সুযোগ, কারা আবেদন করতে পারবেন? (Ministry of Consumer Affairs Recruitment 2023)
👉 রাজ্যে সংখ্যালঘু বিভাগে গ্রুপ ডি পদে নিয়োগ চলছে, আবেদন পদ্ধতি জেনে নিন
👉 ৫০০০ টাকা করে প্রতি মাসে রাজ্যের মহিলাদের দেওয়া হবে এই প্রকল্পের মাধ্যমে (Jago Prakalpa)
👉 ৬,০০০ শূন্যপদে লাইব্রেরিয়ান ও অন্যান্য কর্মী নিয়োগ চলছে, বিস্তারিত জানুন
FAQ:
কল্যাণী এইমসে-এ আবেদনের শেষ তারিখ কবে?
Ans: ৩০ আগস্ট ২০২৩।
কল্যাণী এইমস-এআবেদনের শুরুর তারিখ কবে?
Ans: ১৭ আগস্ট ২০২৩।
কল্যাণী এইমস-এ কর্মী নিয়োগ আবেদনের কয়টি শূন্য পদ রয়েছে?
Ans: মোট ২৩ টি।