১ লক্ষ টাকা বেতনে NTPC-তে নিয়োগ চলছে, কারা আবেদন করতে পারবেন? (NTPC Recruitment 2023)

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

NTPC Recruitment 2023: NTPC থেকে ফের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কেন্দ্র সরকার (Government of India)।এখানে প্রায় বিভিন্ন পদের জন্য বিভিন্ন রকমের শূন্যপদ রয়েছে।এখানে প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আমাদের ভারতের যেকোনো প্রার্থী এখানে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীরা নিজের নিবন্ধটি পুরোটি পড়ার অনুরোধ জানানো হল।

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉🔥যুক্ত হন

নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organization):

এনটিপিসি লিমিটেডের (NTPC LIMITED) পক্ষ থেকে এখানে কর্মী নিয়োগ করা হবে।

পদের নাম (Name of the Post):

এনটিপিসি লিমিটেডের (NTPC LIMITED) পক্ষ থেকে এখানে বিভিন্ন পদের জন্য কর্মী নিয়োগ করা হবে।

১) হেড অফ অপারেশন

২) হেড অফ মেইনটেন্যান্স

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

৩) শিফট চার্জ ইঞ্জিনিয়ার

৪) এক্সিকিউটিভ ( জেনেরাল সিফট সাপোর্ট এবং সেফটি)

৫) এক্সিকিউটিভ ( কন্ট্রোল রুম অপারেশন)

৬) গ্রীন কেমিক্যালস (এক্সিকিউটিভ প্রসেস ইঞ্জিনিয়ারিং- কেমিক্যাল/মিথানল)

মোট শূন্যপদ (Total Vacancy):

এনটিপিসি লিমিটেডের (NTPC LIMITED) পক্ষ থেকে এখানে বিভিন্ন পদের জন্য বিভিন্ন রকম শূন্যপদ রয়েছে। এখানে প্রত্যেকটা পদ কাজের সাথে ৫ বছরের জন্য যুক্ত থাকবে

পদের নামশূন্যপদ
হেড অফ অপারেশন১ টি
হেড অফ মেইনটেন্যান্স১ টি
শিফট চার্জ ইঞ্জিনিয়ার৪ টি
এক্সিকিউটিভ ( জেনেরাল সিফট সাপোর্ট এবং সেফটি)১ টি
এক্সিকিউটিভ ( কন্ট্রোল রুম অপারেশন)৪ টি
গ্রীন কেমিক্যালস (এক্সিকিউটিভ প্রসেস ইঞ্জিনিয়ারিং- কেমিক্যাল/মিথানল)১ টি

বয়স (Age Limit):

এনটিপিসি লিমিটেডের (NTPC LIMITED) পক্ষ থেকে এখানে বিভিন্ন পদের জন্য বিভিন্ন রকম বয়স রয়েছে।

পদের নামবয়স
হেড অফ অপারেশনসর্বোচ্চ বয়স ৫২ বছর
হেড অফ মেইনটেন্যান্সসর্বোচ্চ বয়স ৪৭ বছর
শিফট চার্জ ইঞ্জিনিয়ারসর্বোচ্চ বয়স ৪৪ বছর
এক্সিকিউটিভ ( জেনেরাল সিফট সাপোর্ট এবং সেফটি)সর্বোচ্চ বয়স ৩৫ বছর
এক্সিকিউটিভ ( কন্ট্রোল রুম অপারেশন)সর্বোচ্চ বয়স ৩০ বছর
গ্রীন কেমিক্যালস (এক্সিকিউটিভ প্রসেস ইঞ্জিনিয়ারিং- কেমিক্যাল/মিথানল)সর্বোচ্চ বয়স ৩০ বছর

বেতন (Salary):

এনটিপিসি লিমিটেডের (NTPC LIMITED) পক্ষ থেকে এখানে বিভিন্ন পদের জন্য বিভিন্ন রকম বেতন রয়েছে।

পদের নামবেতন
হেড অফ অপারেশন২৬০০০০ টাকা
হেড অফ মেইনটেন্যান্স২১৫০০০ টাকা
শিফট চার্জ ইঞ্জিনিয়ার১৯০০০০ টাকা
এক্সিকিউটিভ ( জেনেরাল সিফট সাপোর্ট এবং সেফটি)১২৫০০০ টাকা
এক্সিকিউটিভ ( কন্ট্রোল রুম অপারেশন)১০০০০০ টাকা
গ্রীন কেমিক্যালস (এক্সিকিউটিভ প্রসেস ইঞ্জিনিয়ারিং- কেমিক্যাল/মিথানল)১০০০০০ টাকা

আবেদন প্রক্রিয়া (Application Process):

  • এনটিপিসি লিমিটেডের (NTPC LIMITED) পক্ষ থেকে এখানে বিভিন্ন পদের জন্য আবেদন করতে হলে প্রার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অফলাইনে আবেদন করলে যোগ্য হবে না।
  • প্রার্থীকে অফিশিয়াল ওয়েবসাইটে www.ntpc.co.in গিয়ে, প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন পত্রটি পূরণ করতে হবে।
  • প্রার্থীরা তাদের আবেদন মূল্য অনলাইনে এবং অফলাইনে দুই প্রকার এই করতে পারবে।
অফলাইন আবেদন মূল্য :-

কোন প্রার্থী যদি অফলাইনে আবেদন মূল্য দিতে চাই তাহলে সেই প্রার্থীকে কাছাকাছি এসবিআই ব্যাংক এ গিয়ে আবেদনমূল্য জমা করতে হবে।

প্রথমে প্রার্থীকে ওয়েবসাইটে দেওয়া “Pay in Slip” পেজটি ডাউনলোড করে ওই পেজটি sbi ব্যাংকের নিয়ে গিয়ে নির্দিষ্ট অ্যাকাউন্টে প্রপার টাকা পেমেন্ট করতে হবে। টাকা পেমেন্ট করার পর ব্যাংক থেকে একটা ইউনিক জার্নাল নাম্বার ও ব্যাংক কোড দেবে সেটা অনলাইনে অ্যাপ্লিকেশান মধ্যে সেটি ফিলাপ করতে হবে এবং তারপর সাবমিট করতে হবে। অন্য কোন ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়ে গেলে এনটিপিসি কোন দায়িত্ব নেবে না।

A/c No– 30987919993 at CAG Branch, New Delhi (Code: 09996), On behalf of NTPC.

অনলাইন আবেদন মূল্য :-

যেসব প্রার্থীরা অনলাইনে আবেদন মূল্য পরিশোধ করবেন তাদেরকে অনলাইনে অফিশিয়াল ওয়েবসাইডে ক্রেডিট কার্ড/ডেবিট কার্ড/নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে অনলাইন পেমেন্ট করতে হবে। একবার কোন টাকা পেমেন্ট হয়ে গেলে কোন রকম ভাবেই রিফান্ড করা যাবে না। আর তাই অনলাইনে পেমেন্ট করার আগে ভালোভাবে যোগ্যতা দেখে নিতে হবে।অনলাইনে পেমেন্ট করার পর পেমেন্ট স্লিপটি ডাউনলোড করে নিজের কাছে রেখে দেবেন।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification):

এনটিপিসি লিমিটেডের (NTPC LIMITED) পক্ষ থেকে এখানে বিভিন্ন পদের জন্য বিভিন্ন রকম শিক্ষাগত যোগ্যতা রয়েছে।

পদের নামশিক্ষাগত যোগ্যতা
হেড অফ অপারেশনকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইউনিভার্সিটি থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রী ইন ইঞ্জিনিয়ারিং থাকতে হবে এবং ৬০% নাম্বার থাকতে হবে।
হেড অফ মেইনটেন্যান্সকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইউনিভার্সিটি থেকে কেমিক্যাল/মেকানিকক্যাল/ ইলেকট্রিক ইঞ্জিনিয়ার এর উপর ৬০% নাম্বার সহ ডিগ্রী ইন ইঞ্জিনিয়ারিং থাকতে হবে।
শিফট চার্জ ইঞ্জিনিয়ারকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইউনিভার্সিটি থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রী ইন ইঞ্জিনিয়ারিং থাকতে হবে এবং ৬০% নাম্বার থাকতে হবে।
এক্সিকিউটিভ ( জেনেরাল সিফট সাপোর্ট এবং সেফটি)কোন স্বীকৃত ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে কেমিক্যাল/ ইলেকট্রিক্যাল/ ইলেকট্রনিক্স/ইন্সট্রুমেনশন/সিভিল/ এনভায়রমেন্টাল-এর সঙ্গে ৬০ পার্সেন্ট নাম্বার থাকতে হবে।এর সঙ্গে ডিপ্লোমা/ পিজি ডিপ্লোমা ও পি জি ডিগ্রী থাকতে হবে। ইন্ডাস্ট্রিয়াল সেফটি ফায়ার এবং সেফটি এর ওপর ফ্যাক্টরিস অ্যাক্ট ও রুলের ডিগ্রী ইন ইঞ্জিনিয়ারিং সঙ্গে ৬০% নম্বর থাকতে হবে।
এক্সিকিউটিভ ( কন্ট্রোল রুম অপারেশন)কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপর ৬০% নাম্বার নিয়ে ডিগ্রী ইন ইঞ্জিনিয়ারিং থাকতে হবে।
গ্রীন কেমিক্যালস (এক্সিকিউটিভ প্রসেস ইঞ্জিনিয়ারিং- কেমিক্যাল/মিথানল)কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপর ৬০% নাম্বার নিয়ে ডিগ্রী ইন ইঞ্জিনিয়ারিং থাকতে হবে।

অভিজ্ঞতা (Experiance):

এনটিপিসি লিমিটেডের (NTPC LIMITED) পক্ষ থেকে এখানে বিভিন্ন পদের জন্য বিভিন্ন রকমের অভিজ্ঞতা রয়েছে।

পদের নামঅভিজ্ঞতা
হেড অফ অপারেশনকমিশনিং এন্ড অপারেশন অফ মিথানল/ইউরিয়া/অ্যামোনিয়া/কেমিক্যাল প্রসেস ইন্ডাস্ট্রিতে প্রায় ১৯ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
হেড অফ মেইনটেন্যান্সকমিশনিং এন্ড মেন্টেন্স অফ ইথানল/ইউরিয়া/অ্যামোনিয়া/ কেমিক্যাল প্রসেস ইন্ডাস্ট্রিতে প্রায় ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং মেন্টেন্স প্ল্যানিং অফ মিথানোল/ইউরিয়া/অ্যামোনিয়া/কেমিক্যাল ইন প্রসেস/প্লেন্টস সিস্টেম/কেমিক্যাল ইন্ডাস্ট্রি/ফায়ার এন্ড সেফটি সিস্টেম/ টেকনিক্যাল প্রফেসিয়েন্সি/ মেন্টেন্স এন্ড ইঞ্জিনিয়ারিং কেমিক্যাল এর ওপর অভিজ্ঞতা থাকতে হবে।
শিফট চার্জ ইঞ্জিনিয়ারকমিশনিং এন্ড অপারেশন অফ মিথানল/ইউরিয়া/ অ্যামোনিয়া/কেমিক্যাল প্রসেস ইন্ডাস্ট্রিতে DCS কন্ট্রোল/ডেক্স অপারেশনে ১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং সেফটি সিস্টেম/ফায়ার সেফটি সিস্টেম/টেকনিক্যাল প্রফিশিয়েন্স ইন ইঞ্জিনিয়ারিং/প্রসেস এন্ড অপারেশন কমিশনিং এক্সপেক্ট অফ এ কেমিক্যাল প্রসেস প্লান্ট এর ওপর এক্সপেরিয়েন্স থাকতে হবে।
এক্সিকিউটিভ ( জেনেরাল সিফট সাপোর্ট এবং সেফটি) ডেক্স অপারেশন অফ মিথানল/ইউরিয়া/অ্যামোনিয়া কেমিক্যাল প্রসেস/ইন্ডাস্ট্রিস ওপর তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং অপারেশন প্ল্যানিং অফ মিথানল/ইউরিয়া/অ্যামোনিয়া/কেমিক্যাল প্রসেস ওপর অভিজ্ঞতা থাকতে হবে।
এক্সিকিউটিভ ( কন্ট্রোল রুম অপারেশন)ডেক্স অপারেশন অফ মিথানল/ইউরিয়া/অ্যামোনিয়া কেমিক্যাল প্রসেস/ইন্ডাস্ট্রিস ওপর তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং অপারেশন প্ল্যানিং অফ মিথানল/ইউরিয়া/অ্যামোনিয়া/কেমিক্যাল প্রসেস ওপর অভিজ্ঞতা থাকতে হবে।
গ্রীন কেমিক্যালস (এক্সিকিউটিভ প্রসেস ইঞ্জিনিয়ারিং- কেমিক্যাল/মিথানল)প্রসেস ইঞ্জিনিয়ারিং অফ মিথানল/হাইড্রোজেন রিফাইনারি/মিথান্যাল প্লান্ট এক্সপার্টাইজ ইন ইঞ্জিনিয়ারিং কমিশনিং অপারেশন স্টোরেজ/হ্যান্ডেলিং/ফায়ার এন্ড সেফটি কেমিক্যাল/মিথান্যাল ফুয়েল প্লান্ট ইত্যাদির ওপর তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদন ফী (Application Process):

এনটিপিসি লিমিটেডের (NTPC LIMITED) পক্ষ থেকে এখানে বিভিন্ন পদের আবেদনের জন্য আবেদন মূল্য রয়েছে। এখানে সাধারণ ও ওবিসিদের জন্য আবেদন ফী হিসেবে ৩০০ টাকা দিতে হবে। সংরক্ষিত প্রার্থীদের জন্য কোনো প্রকার আবেদন ফী দিতে হবে না।

NTPC Recruitment 2023

গুরুত্বপূর্ণ তারিখসমূহ (Important Dates):

এনটিপিসি লিমিটেডের (NTPC LIMITED) পক্ষ থেকে এখানে বিভিন্ন পদের জন্য অনলাইনে আবেদনের শুরুর তারিখ ১৬ ই আগস্ট ২০২৩। আবেদনের শেষ তারিখ ৩০শে আগস্ট ২০২৩

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্ক সমূহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉🔥যুক্ত হন
Official Notice Link 👉এখানে দেখুন
Official Website Link 👉অফিসিয়াল ওয়েবসাইট

আরও পড়ুন:

👉 লিখিত পরীক্ষা ছাড়াই কল্যাণী এইমস-এ নিয়োগ চলছে, আবেদন করবেন কি ভাবে? | Kalyani AIIMS Recruitment 2023

👉 মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্সে চাকরির সুযোগ, কারা আবেদন করতে পারবেন? (Ministry of Consumer Affairs Recruitment 2023)

👉 রাজ্যে সংখ্যালঘু বিভাগে গ্রুপ ডি পদে নিয়োগ চলছে, আবেদন পদ্ধতি জেনে নিন

👉 ৫০০০ টাকা করে প্রতি মাসে রাজ্যের মহিলাদের দেওয়া হবে এই প্রকল্পের মাধ্যমে (Jago Prakalpa)

👉 ৬,০০০ শূন্যপদে লাইব্রেরিয়ান ও অন্যান্য কর্মী নিয়োগ চলছে, বিস্তারিত জানুন

FAQ:

এনটিপিসি লিমিটেডের পক্ষ থেকে বিভিন্ন পদের আবেদনের শেষ তারিখ কবে?

Ans: ৩০ আগস্ট ২০২৩।

এনটিপিসি লিমিটেডের পক্ষ থেকে বিভিন্ন পদের আবেদন শুরুর তারিখ কবে?

Ans: ১৬ আগস্ট ২০২৩।

এনটিপিসি লিমিটেডের পক্ষ থেকে বিভিন্ন পদের আবেদনের প্রক্রিয়া কী?

Ans: অনলাইন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *