জাতীয় বীজ কর্পোরেশনে বিপুল কর্মী নিয়োগ চলছে, যোগ্যতা, আবেদন পদ্ধতি জেনে নিন (NSCL Recruitment 2023)
NSCL Recruitment 2023: ভারতে আবার জাতীয় বীজ কর্পোরেশনের জন্য শূন্য পদে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে অনেকগুলি পদে কর্মী নিয়োগ করা হবে। এখানে প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। আন্তর্জাতিক বীজ প্রকল্পে চাকরি করতে ইচ্ছুক প্রার্থীদের নিচে নিবন্ধটি শেষ পর্যন্ত পড়ার অনুরোধ করছি।
নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organization):
নিয়োগকারী সংস্থার নাম ন্যাশনাল বীজ কর্পোরেশন। এই ন্যাশনাল বীজ কর্পোরেশনের তরফে মিনি রত্না কোম্পানির তরফ থেকে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ করা হবে।
পদের নাম (Name of the Post)
ন্যাশনাল বীজ কর্পোরেশনের তরফ থেকে এখানে বিভিন্ন রকমের বিভিন্ন পদের জন্য কর্মী নিয়োগ করা হবে।
১) জুনিয়র অফিসার (লিগেল)
২) জুনিয়র অফিসার (ভিজিলেন্স)
৩) ম্যানেজমেন্ট ট্রেইনি (মার্কেটিং)
৪) ম্যানেজমেন্ট ট্রেইনি (সিভিল ইঞ্জি:)
৫) ম্যানেজমেন্ট ট্রেনি (নির্বাচিত ইঞ্জিনিয়ার)
৬) প্রশিক্ষণার্থী (কৃষি)
৭) প্রশিক্ষণার্থী (বিপণন)
৮) প্রশিক্ষণার্থী (গুণ নিয়ন্ত্রণ)
৯) প্রশিক্ষণার্থী (কৃষি স্টোর)
১০) প্রশিক্ষণার্থী (স্টেনোগ্রাফার )
মোট শূন্যপদ (Total Vacancy):
ন্যাশনাল বীজ কর্পোরেশনের তরফে মিনি রত্না কোম্পানিতে বিভিন্ন পদের জন্য মোট ৮৯ টি শূন্যপদ রয়েছে।
পদের নাম | শূন্যপদ |
প্রশিক্ষণার্থী (স্টেনোগ্রাফার ) | ০৫ |
জুনিয়র অফিসার (লিগেল) | ০৪ |
জুনিয়র অফিসার (ভিজিলেন্স) | ০২ |
ম্যানেজমেন্ট ট্রেইনি (মার্কেটিং) | ১৫ |
ম্যানেজমেন্ট ট্রেইনি (সিভিল ইঞ্জি:) | ০১ |
ম্যানেজমেন্ট ট্রেনি (নির্বাচিত ইঞ্জিনিয়ার) | ০১ |
প্রশিক্ষণার্থী (কৃষি) | ৪০ |
প্রশিক্ষণার্থী (বিপণন) | ০৬ |
প্রশিক্ষণার্থী (গুণ নিয়ন্ত্রণ) | ০৩ |
প্রশিক্ষণার্থী (কৃষি স্টোর) | ১২ |
মোট | ৮৯ |
বয়স সীমা (Age Limit):
ন্যাশনাল বীজ কর্পোরেশনের তরফে মিনি রত্না কোম্পানিতে বিভিন্ন পদের জন্য প্রার্থীর বয়সসীমা ২৫/০৯/২০২৩ অনুযায়ী ২৭ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে, তবেই আবেদন করতে পারবে।
পদের নাম | বয়সসীমা |
জুনিয়র অফিসার (লিগেল) | সর্বোচ্চ বয়স ৩০ বছর |
জুনিয়র অফিসার (ভিজিলেন্স) | সর্বোচ্চ বয়স ৩০ বছর |
ম্যানেজমেন্ট ট্রেনি | সর্বোচ্চ বয়স ২৭ বছর |
প্রশিক্ষণার্থী | সর্বোচ্চ বয়স ২৭ বছর |
বেতন (Salary):
ন্যাশনাল বীজ কর্পোরেশনের তরফে মিনি রত্না কোম্পানিতে বিভিন্ন পদের বিভিন্ন রকমের বেতন রয়েছে। সাধারণত প্রার্থীর বেতন ২২০০০ থেকে ৭৭০০০ টাকা প্রতিমাসে।
পদের নাম | বেতন |
জুনিয়র অফিসার (লিগেল) | প্রতিমাসে ২২০০০ থেকে ৭৭০০০ টাকা |
জুনিয়র অফিসার (ভিজিলেন্স) | প্রতিমাসে ২২০০০ থেকে ৭৭০০০ টাকা |
ম্যানেজমেন্ট ট্রেনি | প্রতিমাসে ৫৫৮০ টাকা |
প্রশিক্ষণার্থী | প্রতিমাসে ৫৫৬৮০ টাকা |
আবেদন প্রক্রিয়া(Application Process)
ন্যাশনাল বীজ কর্পোরেশনের তরফে মিনি রত্না কোম্পানিতে বিভিন্ন পদের আবেদন করতে হলে প্রার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
- প্রার্থীকে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে ফর্মটি ভালোভাবে ফিলাপ করতে হবে এবং সঙ্গে নিজে সাম্প্রতিক রঙিন ফটো ও অন্যান্য ডকুমেন্ট আপলোড করে, সাবমিট করতে হবে।
নির্বাচন প্রক্রিয়া (Recruitment Process):
ন্যাশনাল বীজ কর্পোরেশনের তরফে মিনি রত্না কোম্পানিতে বিভিন্ন পদের জন্য নির্বাচিত হলে প্রার্থীকে কয়েকটি ধাপে পরীক্ষার মাধ্যমে নির্বাচিত হতে হবে।
ম্যানেজমেন্ট ট্রেনি | লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষার যোগ্যতার ভিত্তিতে, প্রার্থীদের সাক্ষাত্কার এবং নথি যাচাইয়ের জন্য ডাকা হবে। লিখিত পরীক্ষা এবং সাক্ষাত্কারের রেজাল্ট গ্রহণ করে, প্রার্থীকে চূড়ান্তভাবে নির্বাচনের জন্য বাছাই করা হবে, যদি সবকিছু ঠিকঠাক পাওয়া যায় যেমন নথি/শংসাপত্র। |
জুনিয়র অফিসার (লিগেল), জুনিয়র অফিসার (ভিজিলেন্স), প্রশিক্ষণার্থী | • লিখিত পরীক্ষার ১) লিখিত পরীক্ষার যোগ্যতার ভিত্তিতে বা লিখিত পরীক্ষা এবং প্রশিক্ষণার্থী (স্টেনোগ্রাফার) ক্ষেত্রে দক্ষতা পরীক্ষা(গুলি) এর ভিত্তিতে প্রার্থীদের নথি যাচাইয়ের জন্য ডাকা হবে। ২) লিখিত পরীক্ষার নম্বর বা প্রশিক্ষণার্থী (স্টেনোগ্রাফার) ক্ষেত্রে লিখিত পরীক্ষা এবং দক্ষতা পরীক্ষা(গুলি) এর উপর ভিত্তি করে, প্রার্থীকে চূড়ান্তভাবে নির্বাচনের জন্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত করা হবে, যদি সবকিছু যথাক্রমে পাওয়া যায় যেমন নথি/শংসাপত্র। |
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification):
ন্যাশনাল বীজ কর্পোরেশনের তরফে মিনি রত্না কোম্পানিতে বিভিন্ন পদের জন্য আবেদন করতে হলে প্রার্থীর যে শিক্ষাগত যোগ্যতা গুলি লাগবে সেগুলি হল-
পদের নাম | শিক্ষাগত যোগ্যতা |
জুনিয়র অফিসার (লিগাল) | ১) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইনি ডিগ্রি থাকতে হবে এবং এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে লিগেল ম্যাটার অথবা অভিজ্ঞতা যুক্ত উকিল। ২) কম্পিউটারের দক্ষতা থাকতে হবে। ৩) লিগেল ডিপার্টমেন্টে দু বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে যে ক্যান্ডিডেট ল-এর উপর গ্রাজুয়েট। |
জুনিয়র অফিসার (ভিজিলেন্স) | ১) যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটির থেকে গ্রাজুয়েশনে ৬০% নাম্বার পেতে হবে এবং পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে ইন স্কেল অফ ১৯০০০ থেকে ৬৮০০০। ২) দু বছরের বেশি অভিজ্ঞতা থাকতে হবে ইন্টেলিজেন্স উইন অফ গভর্মেন্ট অর্গানাইজেশনে কাজ করার, যেটির বেতন ২০,০০০ থেকে ৭২০০০ টাকা। ৩) ডিপার্টমেন্টাল যে ক্যান্ডিডেট অলরেডি কাজ করেছে ভিজিলেন্স ডিপার্টমেন্টে এবং ল গ্রাজুয়েট-এর কাজ করেছে অন্য ডিপার্টমেন্টে দু বছরের জন্য তাদের ভিজিল্যান্স ওয়ার্ক কন্সিডার করা হবে, মেরিড এর ওপর। |
ম্যানেজমেন্ট ট্রেনি (মার্কেটিং) | ১) প্রার্থীকে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে MBA করতে হবে ফুল টাইম, দু বছরের পিজি ডিগ্রি অথবা ডিপ্লোমা ইন মার্কেটিং/ এগ্রিকালচারাল /এগ্রিকালচারাল বিজনেস ম্যানেজমেন্ট। অথবা ২) প্রার্থীকে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি করতে হবে এগ্রিকালচারের ওপর। ৩) কম্পিউটারের দক্ষতা জানা অবশ্যই। |
ম্যানেজমেন্ট ট্রেনি (সিভিল ইঞ্জি) | ১) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ৬০% নাম্বার সহ BE/B.Tech করতে হবে। ২) প্রার্থীকে অবশ্যই কম্পিউটার জানতে হবে। |
ম্যানেজমেন্ট ট্রেনিং (ইলেকট্রিক ইঞ্জি) | ১) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ৬০% নাম্বার সহ BE/B.Tech করতে হবে। ২) প্রার্থীকে অবশ্যই কম্পিউটার জানতে হবে। |
প্রশিক্ষণার্থী (কৃষি) | ১) প্রার্থীকে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে B.SC করতে হবে এগ্রিকালচারের ওপর। ২) কম্পিউটারের দক্ষতা জানা অবশ্যই। |
প্রশিক্ষণার্থী (মার্কেটিং) | ১) প্রার্থীকে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি করতে হবে এগ্রিকালচারের ওপর। ২) কম্পিউটারের দক্ষতা জানা অবশ্যই। |
প্রশিক্ষণার্থী (গুণ নিয়ন্ত্রণ) | ১) প্রার্থীকে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি করতে হবে এগ্রিকালচারের ওপর। ২) কম্পিউটারের দক্ষতা জানা অবশ্যই। |
প্রশিক্ষণার্থী (কৃষি স্টোর) | ১) প্রার্থীকে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি করতে হবে এগ্রিকালচারের ওপর। ২) কম্পিউটারের দক্ষতা জানা অবশ্যই। |
প্রশিক্ষণার্থী (স্টেনোগ্রাফার ) | ১) প্রার্থীকে কোন স্বীকৃত পলিটেকনিক কলেজ থেকে থার্ড পার্সের নাম্বার সহ স্টেনোগ্রাফি সঙ্গে ৩ বছরের ডিপ্লোমা ইন অফিস ম্যানেজমেন্ট করতে হবে। অথবা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করতে হবে ৬০% নম্বর সহ সার্টিফিকেট অফ কোর্স স্টেনোগ্রাফি। ২) প্রার্থীকে কম্পিউটারের দক্ষতা হতে হবে এবং হিন্দি ল্যাঙ্গুয়েজে কাজের দক্ষ থাকতে হবে, অফিস ম্যানেজমেন্ট এবং এক্সিলেন্ট কমিউনিকেশন স্কিল থাকতে হবে। ৩) প্রার্থী টাইপিং স্পিড ইংলিশে ৮০ WPM শর্টহ্যান্ড এবং কম্পিউটার টাইপিং টেস্টে ইংলিশের উপর ৩০WPM থাকতে হবে। |
গুরুত্বপূর্ণ তারিখ সমূহ (Important Dates):
ন্যাশনাল বীজ কর্পোরেশনের তরফে মিনি রত্না কোম্পানিতে বিভিন্ন পদের জন্য অনলাইনে রেজিস্ট্রেশন ও আবেদন করার তারিখ ২৮ শে আগস্ট ২০২৩।
আবেদনের শেষ তারিখ ২৫ শে সেপ্টেম্বর ২০২৩।
কম্পিউটার বেস এক্সামের (CBT) তারিখ ১০ ই অক্টোবর ২০২৩ (Tentative)।
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্ক সমূহ)
🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉 | 🔥যুক্ত হন |
Official Notice Link 👉 | এখানে দেখুন |
Online Apply Link 👉 | অফিসিয়াল ওয়েবসাইট |
আরও পড়ুন:
👉 লিখিত পরীক্ষা ছাড়াই কল্যাণী এইমস-এ নিয়োগ চলছে, আবেদন করবেন কি ভাবে? | Kalyani AIIMS Recruitment 2023
👉 ১ লক্ষ টাকা বেতনে NTPC-তে নিয়োগ চলছে, কারা আবেদন করতে পারবেন? (NTPC Recruitment 2023)
👉 মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্সে চাকরির সুযোগ, কারা আবেদন করতে পারবেন? (Ministry of Consumer Affairs Recruitment 2023)
👉 রাজ্যে সংখ্যালঘু বিভাগে গ্রুপ ডি পদে নিয়োগ চলছে, আবেদন পদ্ধতি জেনে নিন
👉 ৫০০০ টাকা করে প্রতি মাসে রাজ্যের মহিলাদের দেওয়া হবে এই প্রকল্পের মাধ্যমে (Jago Prakalpa)
FAQ: জাতীয় বীজ কর্পোরেশন নিয়োগ ২০২৩ (NSCL Recruitment 2023)
জাতীয় বীজ কর্পোরেশন নিয়োগে আবেদনের শেষ তারিখ কবে?
Ans: ২৫ সেপ্টেম্বর ২০২৩।
জাতীয় বীজ কর্পোরেশন নিয়োগে সি বি টি-এর এর পরীক্ষার তারিখ কবে
Ans: ১০ অক্টোবর ২০২৩(Tentative)
জাতীয় বীজ কর্পোরেশন নিয়োগে আবেদনের প্রার্থীর বয়স সীমা কত?
Ans: ২৭ থেকে ৩০ বছরের মধ্যে ।