উত্তর দিনাজপুর জেলা পরিষদে নিয়োগ চলছে, শীঘ্রই আবেদন করুন (Uttar Dinajpur Zila parishad Recruitment 2023)

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

Uttar Dinajpur Zila parishad Recruitment 2023: উত্তর দিনাজপুর জেলা পরিষদ অতিরিক্ত জেলা সমন্বয়ক নিয়োগের জন্য শূন্যপদের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে প্রার্থীকে অনলাইনে ইমেল-এর মাধ্যমে আবেদন করতে হবে। এখানে প্রার্থীকে বেশ ভালো মানের বেতন দেওয়া হবে। উত্তর দিনাজপুর জেলা পরিষদে অতিরিক্ত জেলা সমন্বয় পদে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীরা নীচের নিবন্ধটি শেষপর্যন্ত পড়ার অনুরোধ করছি।

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉🔥যুক্ত হন

উত্তর দিনাজপুর জেলা পরিষদ নিয়োগ ২০২৩: নিয়োগকারী সংস্থার নাম ( Uttar Dinajpur Zila parishad Recruitment 2023: Name of the Recruitment Organization)

District Water & Sanitation Cell-এর তরফ থেকে উত্তর দিনাজপুর জেলা পরিষদে কর্মী নিয়োগ করা হবে।

উত্তর দিনাজপুর জেলা পরিষদ নিয়োগ ২০২৩: পদের নাম ( Uttar Dinajpur Zila parishad Recruitment 2023: Name of the Post)

District Water & Sanitation Cell-এর তরফ থেকে উত্তর দিনাজপুর জেলা পরিষদে অতিরিক্ত জেলা সমন্বয়কারী বা Additional District Coordinator পদে কর্মী নিয়োগ করা হবে।

উত্তর দিনাজপুর জেলা পরিষদ নিয়োগ ২০২৩: মোট শূন্যপদ ( Uttar Dinajpur Zila parishad Recruitment 2023: Total vacancy)

District Water & Sanitation Cell-এর তরফ থেকে উত্তর দিনাজপুর জেলা পরিষদে অতিরিক্ত জেলা সমন্বয়কারী বা Additional District Coordinator পদের জন্য মোট শূন্যপদ রয়েছে ১টি (একটি)।

উত্তর দিনাজপুর জেলা পরিষদ নিয়োগ ২০২৩: বয়সসীমা ( Uttar Dinajpur Zila parishad Recruitment 2023: Age Limit)

District Water & Sanitation Cell-এর তরফ থেকে উত্তর দিনাজপুর জেলা পরিষদে অতিরিক্ত জেলা সমন্বয়কারী বা Additional District Coordinator পদের জন্য প্রার্থীর বয়স ০১/০১/২০২৩ অনুযায়ী ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

উত্তর দিনাজপুর জেলা পরিষদ নিয়োগ ২০২৩: বেতন ( Uttar Dinajpur Zila parishad Recruitment 2023: Salary)

District Water & Sanitation Cell-এর তরফ থেকে উত্তর দিনাজপুর জেলা পরিষদে অতিরিক্ত জেলা সমন্বয়কারী বা Additional District Coordinator পদের জন্য প্রার্থীর বেতন রয়েছে প্রতিমাসে ২২০০০ টাকা।

উত্তর দিনাজপুর জেলা পরিষদ নিয়োগ ২০২৩: আবেদন প্রক্রিয়া ( Uttar Dinajpur Zila parishad Recruitment 2023: Application Process)

District Water & Sanitation Cell-এর তরফ থেকে উত্তর দিনাজপুর জেলা পরিষদে অতিরিক্ত জেলা সমন্বয়কারী বা Additional District Coordinator পদের তার থেকে অনলাইনে ইমেইলের মাধ্যমে আবেদন করতে হবে।

  • প্রার্থীকে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট বা নিচে দেওয়া লিংক থেকে আবেদন পত্রটি ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে হবে।
  • তারপর আবেদন পত্রটি ঠিকমতো প্রয়োজনীয় তথ্য দিয়ে পূরণ করে দিতে হবে এবং তার সঙ্গে নিজের প্রয়োজনীয় ডকুমেন্টস দিতে হবে।
  • তারপর পূরণ করা আবেদন পত্র ও নিজের প্রয়োজনীয় ডকুমেন্টস self attested করে, ফটো তুলে পিডিএফ বানিয়ে নির্দিষ্ট ইমেইল আইডিতে cvigiludzp@gmail.com সেন্ড করতে হবে।

উত্তর দিনাজপুর জেলা পরিষদ নিয়োগ ২০২৩: নির্বাচন প্রক্রিয়া ( Uttar Dinajpur Zila parishad Recruitment 2023: Selection Process)

District Water & Sanitation Cell-এর তরফ থেকে উত্তর দিনাজপুর জেলা পরিষদে অতিরিক্ত জেলা সমন্বয়কারী বা Additional District Coordinator পদের জন্য নির্বাচিত হতে হলে প্রার্থীকে দুটি ধাপের মধ্য দিয়ে যেতে হবে সেগুলি হল

১) লিখিত পরীক্ষা

২) ইন্টারভিউ

লিখিত পরীক্ষার পূর্নমান ৮০ ও ইন্টারভিউয়ের পূর্নমান ২০

উত্তর দিনাজপুর জেলা পরিষদ নিয়োগ ২০২৩: লিখিত পরীক্ষার সিলেবাস ( Uttar Dinajpur Zila parishad Recruitment 2023: Syllabus of Written Exam)

District Water & Sanitation Cell-এর তরফ থেকে উত্তর দিনাজপুর জেলা পরিষদে অতিরিক্ত জেলা সমন্বয়কারী বা Additional District Coordinator পদের নির্বাচিত হতে হলে প্রার্থীকে যে দুটি ধাপের মধ্য দিয়ে যেতে হবে। সেই দুটি ধাপের মধ্যে একটি হল লিখিত পরীক্ষা। এই লিখিত পরীক্ষার সিলেবাসটি হল।

১) সিভিল ইঞ্জিনিয়ারিং-এর ডিপ্লোমার বিষয়।

২) এস্টিমেট ও প্ল্যান এস্টিমেট এবং ড্রইং-এর জন্য অটো ক্যাড।

উত্তর দিনাজপুর জেলা পরিষদ নিয়োগ ২০২৩: জায়গা ( Uttar Dinajpur Zila parishad Recruitment 2023: Place)

District Water & Sanitation Cell-এর তরফ থেকে উত্তর দিনাজপুর জেলা পরিষদে অতিরিক্ত জেলা সমন্বয়কারী বা Additional District Coordinator পদের জন্য ইন্টারভিউ যে জায়গায় হবে সেটি হল।

ডিটিসি বিল্ডিং (নতুন) কর্ণজোড়া পুলিশ ফাঁড়ির ঠিক বিপরীতে অবস্থিত।

উত্তর দিনাজপুর জেলা পরিষদ নিয়োগ ২০২৩: শিক্ষাগত যোগ্যতা ( Uttar Dinajpur Zila parishad Recruitment 2023: Educational Qualification)

District Water & Sanitation Cell-এর তরফ থেকে উত্তর দিনাজপুর জেলা পরিষদে অতিরিক্ত জেলা সমন্বয়কারী বা Additional District Coordinator পদের জন্য শিক্ষাগত যোগ্যতা টি হল

১) প্রার্থীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং-এর ওপর ডিপ্লোমা থাকতে হবে।

Uttar Dinajpur Zila parishad Recruitment 2023

উত্তর দিনাজপুর জেলা পরিষদ নিয়োগ ২০২৩: গুরুত্বপূর্ণ তারিখসমূহ (Uttar Dinajpur Zila parishad Recruitment 2023: Important Dates)

District Water & Sanitation Cell-এর তরফ থেকে উত্তর দিনাজপুর জেলা পরিষদে অতিরিক্ত জেলা সমন্বয়কারী বা Additional District Coordinator পদের জন্য গুরুত্বপূর্ণ তারিখগুলি হল

  • বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ৫ সেপ্টেম্বর ২০২৩।
  • ই-মেইল পাঠানোর শেষ তারিখ: ১৯ সেপ্টেম্বর ২০২৩।
  • সাক্ষাৎকারের তারিখ: ৫ থেকে ১৯ সেপ্টেম্বর-এর মধ্যে।
  • লিখিত পরীক্ষার তারিখ: ২০ সেপ্টেম্বর ২০২৩

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্ক সমূহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉🔥যুক্ত হন
Official Notice Link👉এখানে দেখুন
Official Website Link👉এখানে দেখুন

আরও পড়ুন:

👉 মাধ্যমিক পাশেই এয়ারপোর্টে প্রচুর চাকরির সুযোগ, অবদন পদ্ধতি জেনে নিন (Airport Recruitment 2023)

👉 ১,৭৭৩টি শূন্যপদে অডিট ও একাউন্ট বিভাগে চাকরির সুযোগ, এইভাবে আবেদন করুন

👉 কলকাতা দূরদর্শন কেন্দ্রে চাকরির সুযোগ, যোগ্যতা, আবেদন পদ্ধতি জেনে নিন | Doordarshan Kendra Kolkata Recruitment 2023

👉 জাতীয় বীজ কর্পোরেশনে বিপুল কর্মী নিয়োগ চলছে, যোগ্যতা, আবেদন পদ্ধতি জেনে নিন (NSCL Recruitment 2023)

👉 লিখিত পরীক্ষা ছাড়াই কল্যাণী এইমস-এ নিয়োগ চলছে, আবেদন করবেন কি ভাবে? | Kalyani AIIMS Recruitment 2023

FAQ: উত্তর দিনাজপুর জেলা পরিষদ নিয়োগ ২০২৩( Uttar Dinajpur Zila parishad Recruitment 2023)

উত্তর দিনাজপুর জেলা পরিষদ নিয়োগের শেষ তারিখ কবে?

Ans: ১৯ সেপ্টেম্বর ২০২৩।

উত্তর দিনাজপুর জেলা পরিষদ নিয়োগে আবেদনের মাধ্যম কি?

Ans: অনলাইনে ইমেইলের মাধ্যমে।

উত্তর দিনাজপুর জেলা পরিষদ নিয়োগের বয়সসীমা কত?

Ans: ০১/০১/২৩ অনুযায়ী ২৫ থেকে ৩৫ বছর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *