জেলা ম্যাজিস্ট্রেটের তরফে নিয়োগ চলছে, এই দিন হবে ইন্টারভিউ

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

জেলা ম্যাজিস্ট্রেট পশ্চিম মেদিনীপুর জেলায় সার্ভেয়ার পদের জন্য এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। এখানে যে কোন অবসরপ্রাপ্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন। এখানে প্রার্থীকে অনলাইন বা অফলাইন কোনভাবেই আবেদন করতে হবে না, শুধুমাত্র প্রার্থীদেরকে ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। সার্ভেয়ার পদে চাকরি করতে আগ্রহী প্রার্থীদের জন্য নিচের নিবন্ধটি শেষ পর্যন্ত পড়ার অনুরোধ করছি।

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉🔥যুক্ত হন

নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organization):

জেলা ম্যাজিস্ট্রেটের তরফ থেকে পশ্চিম মেদিনীপুর জেলায় কর্মী নিয়োগ করা হবে।

পদের নাম (Name of the Post):

জেলা ম্যাজিস্ট্রেটের তরফ থেকে পশ্চিম মেদিনীপুর জেলায় সার্ভেয়ার পদে কর্মী নিয়োগ করা হবে।

মোট শূন্যপদ (Total Vacancy):

জেলা ম্যাজিস্ট্রেটের তরফ থেকে পশ্চিম মেদিনীপুর জেলায় সার্ভেয়ার পদের জন্য মোট শূন্যপদ রয়েছে ১টি (একটি)

এখানে প্রার্থীকে কন্ট্রাকচুয়াল নিয়োগ করা হবে।

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

বয়সসীমা (Age Limit):

জেলা ম্যাজিস্ট্রেটের তরফ থেকে পশ্চিম মেদিনীপুর জেলায় সার্ভেয়ার পদের জন্য প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা ০১/১০/২০২৩ অনুযায়ী ৬৪ বছর হতে হবে অর্থাৎ ৬৪ বছরের নিচে যে কেউ এই চাকরির জন্য আবেদন করতে পারবে।

বেতন (Salary):

জেলা ম্যাজিস্ট্রেটের তরফ থেকে পশ্চিম মেদিনীপুর জেলায় সার্ভেয়ার পদের জন্য প্রার্থীদের প্রতি মাসে ১২০০০ টাকা দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া (Application Process):

জেলা ম্যাজিস্ট্রেটের তরফ থেকে পশ্চিম মেদিনীপুর জেলায় সার্ভেয়ার পদের জন্য তার থেকে অনলাইন বা অফলাইন কোনভাবেই আবেদন করতে হবে না। এখানে প্রার্থীকে শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।

  • অফিসিয়াল ওয়েবসাইট বা নিচের দেওয়া অফিশিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদন ফরমটি ডাউনলোড করে প্রিন্ট আউট নিতে হবে।
  • তারপর সেই আবেদন ফরমটি ভালোভাবে পূরণ করতে হবে সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টস এর জেরক্স কপি নিতে হবে।
  • তারপর ওই পূরণ করা আবেদন ফরমটি ও প্রয়োজনীয় নথিপত্র নিয়ে Walk in Interview-এ যেতে হবে নির্দিষ্ট ঠিকানা ও সময়ের মধ্যে।

আবেদন মূল্য (Application Fees):

জেলা ম্যাজিস্ট্রেটের তরফ থেকে পশ্চিম মেদিনীপুর জেলায় সার্ভেয়ার পদের জন্য আবেদন করতে কোন আবেদন মূল্য লাগবে না।

নির্বাচন প্রক্রিয়া (Selection Process):

জেলা ম্যাজিস্ট্রেটের তরফ থেকে পশ্চিম মেদিনীপুর জেলায় সার্ভেয়ার পদের জন্য প্রার্থীদের Walk in Interview-এর মাধ্যমে নির্বাচন করা হবে।

প্রয়োজনীয় নথিপত্র (Important Documents):

জেলা ম্যাজিস্ট্রেটের তরফ থেকে পশ্চিম মেদিনীপুর জেলায় সার্ভেয়ার পদে নিয়োগের জন্য যে নথিপত্র গুলি লাগবে সেগুলি হল

১) প্রার্থীর পেনশন দেওয়ার অরিজিনাল ও ফটোকপি সেলফ অ্যাটেস্টেড করা।

২) একটি পাসপোর্ট সাইজ ফটো।

৩) রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের জেরক্স কপি।

৪) ভোটার আইডি কার্ড-এর জেরক্স কপি।

৫) জাতিগত শংসাপত্র বা ক্যারেক্টার সার্টিফিকেটের জেরক্স কপি।

৬) প্রার্থী যে কাজে অবসর হয়েছে সেই কাজের এক্সপেরিয়েন্স সার্টিফিকেট-এর জেরক্স কপি।

ঠিকানা (Address):

জেলা ম্যাজিস্ট্রেটের তরফ থেকে পশ্চিম মেদিনীপুর জেলায় সার্ভেয়ার পদে walk in Interview-এর জন্য ঠিকানাটি হল

The Office Chamber of Additional District Magistrate (L & LR and RR & R Deptt) Pashim Medinipur Collectorate ।

প্রার্থীদের সময়ের এক ঘন্টা আগে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছাতে হবে, প্রয়োজনীয় নথিপত্র গুলি নিয়ে।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification):

জেলা ম্যাজিস্ট্রেটের তরফ থেকে পশ্চিম মেদিনীপুর জেলায় সার্ভেয়ার পদের আবেদন করতে হলে প্রার্থীদের সেরকম কোন শিক্ষাগত যোগ্যতা লাগবে না তবে যেটি লাগবে সেটি হল

১) এই সার্ভেয়ার পদে আবেদন করতে হলে, প্রার্থীকে অবশ্যই রিটায়ার অর্থাৎ অবসরপ্রাপ্ত হতে হবে এবং কোন খারাপ রেকর্ড থাকলে চলবে না।

district magistrate paschim medinipur recruitment 2023

গুরুত্বপূর্ণ তারিখসমূহ (Important Dates):

জেলা ম্যাজিস্ট্রেটের তরফ থেকে পশ্চিম মেদিনীপুর জেলায় গুরুত্বপূর্ণ তারিখগুলো হল-

  • সার্ভেয়ার পদের বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ০১ সেপ্টেম্বর ২০২৩।
  • ওয়াক-ইন তারিখ: ২০ সেপ্টেম্বর ২০২৩, ১১:৩০ AM

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্ক সমূহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉🔥যুক্ত হন
Official Notice Link👉এখানে দেখুন
Official Website Link👉এখানে দেখুন

পাওয়ারগ্রিডের তরফে নিয়োগ চলছে, এই দিন পর্যন্ত চলবে আবেদন | Powergrid Recruitment 2023

FAQ:

সার্ভেয়ার পদের জন্য ইন্টারভিউয়ের তারিখ কবে?

Ans: ২০ সেপ্টেম্বর ২০২৩।

সার্ভেয়ার পদে নিয়োগের বেতন কত?

Ans: প্রতিমাসে ১২০০০ টাকা।

সার্ভেয়ার পদে কোন প্রার্থীরা আবেদন করতে পারবেন?

Ans: শুধুমাত্র অবসপ্রাপ্ত প্রার্থীরা।