পাওয়ারগ্রিডের তরফে নিয়োগ চলছে, এই দিন পর্যন্ত চলবে আবেদন | Powergrid Recruitment 2023

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

Powergrid Recruitment 2023: পাওয়ার গ্রিড-এর তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে প্রার্থীদের ডিপ্লোমা ট্রেনি পদে নিয়োগ করা হবে। এখানে মোট ৪২৫ টি শূন্যপদ রয়েছে। এখানে প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে।পাওয়ার গ্রিডে চাকরি করতে ইচ্ছুক প্রার্থীদের নিচে নিবন্ধটি শেষ পর্যন্ত পড়ার অনুরোধ করছি।

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉🔥যুক্ত হন

নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organization):

পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড-এর তরফ থেকে কর্মী নিয়োগ করা হবে।

পদের নাম (Name of the Post):

পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড-এর তরফ থেকে প্রার্থীদের ডিপ্লোমা ট্রেনি পদে নিয়োগ করা হবে। ইলেকট্রিক্যাল, সিভিল, ইলেকট্রনিক্স ইত্যাদি ক্ষেত্রে ডিপ্লোমা ট্রেনি নিয়োগ করা হবে।

মোট শূন্যপদ (Total Vacancy):

পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড-এর তরফ থেকে প্রার্থীদের ডিপ্লোমা ট্রেনি পদের মোট শূন্যপদ রয়েছে ৪২৫ টি

বয়সসীমা (Age Limit):

পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড-এর তরফ থেকে প্রার্থীদের ডিপ্লোমা ট্রেনি পদের জন্য প্রার্থীর বয়স ২৩/০৯/২০২৩ অনুযায়ী সর্বোচ্চ ২৭ বছর হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে।

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

বেতন (Salary):

পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড-এর তরফ থেকে প্রার্থীদের ডিপ্লোমা ট্রেনি পদের জন্য বেতন সর্বনিম্ন ২৫,০০০ টাকা।

আবেদন প্রক্রিয়া (Application Process):

পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড-এর তরফ থেকে প্রার্থীদের ডিপ্লোমা ট্রেনি পদের জন্য আবেদন করতে হলে প্রার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

  • আগ্রহী এবং যোগ্য প্রার্থীদের শুধুমাত্র অন-লাইন রেজিস্ট্রেশন সিস্টেমের মাধ্যমে আবেদন করতে হবে।
  • পাওয়ার গ্রিড-এ আবেদন করতে লগ ইন করতে হবে http://www.powergrid.in → Career Section→ Job Opportunits →Opening and then “Recruitment of Diploma Trainne (Electrical/Civil/Electronics) for Regions and Corporate Centre 2023-24”
  • অন্য কোনো পদ্ধতিতে আবেদনের গ্রহণ করা হবে।
  • বাউন্সিংয়ের জন্য পাওয়ারগ্রিড দায়ী থাকবে না প্রার্থীকে প্রেরিত কোনো ইমেলের পিছনে।
  • ওয়েবসাইটে তাদের আবেদনপত্র নিবন্ধন ও জমা দেওয়ার আগে প্রার্থী একটি বৈধ ই-মেইল আইডি, বিকল্প ই-মেইল আইডি, মোবাইল নম্বর এবং বিকল্প মোবাইল নম্বর থাকতে হবে।
  • জমা দেওয়ার আগে প্রার্থীকে কয়েকটি গুরুত্বপূর্ণ নথিপত্র আপলোড করতে হবে।

প্রয়োজনীয় নথিপত্র (Important Documents):

পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড-এর তরফ থেকে প্রার্থীদের ডিপ্লোমা ট্রেনি পদের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো হল

১) অনলাইনে তৈরি জীবনবৃত্তান্তের অনুলিপি বা Biodata

২) অত্যাবশ্যকীয় যোগ্যতা সম্পর্কিত নথিপত্র (পাসিং সার্টিফিকেট এবং মার্কশিট।)

৩) অন্যান্য যোগ্যতা সম্পর্কিত নথিপত্র (পাসিং সার্টিফিকেট এবং মার্কশিট)

৪) CGPA/OGPA/DGPA কারিগরি বোর্ড/ইনস্টিটিউট দ্বারা গৃহীত নিয়মের প্রমাণপত্র (শতাংশে)

৫) জন্ম তারিখের প্রমাণ (X ক্লাস সার্টিফিকেট / জন্ম সার্টিফিকেট)

৬) জাতি (SC / ST / OBC-NCL / EWS) শংসাপত্র। সংরক্ষণ / শিথিলকরণ / দাবি করার জন্য শংসাপত্র (প্রযোজ্য হিসাবে)

৭) প্রাক্তন সেনা প্রার্থীদের জন্য, ডিসচার্জ সার্টিফিকেট।

৮) PwBD প্রার্থীদের জন্য, প্রতিবন্ধী শংসাপত্র।

আবেদন মূল্য (Application Fees):

পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড-এর তরফ থেকে প্রার্থীদের ডিপ্লোমা ট্রেনি পদের জন্য আবেদন করতে হলে, প্রার্থীদের আবেদন মূল্য ৩০০ টাকা।

নির্বাচন প্রক্রিয়া (Selection Process):

পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড-এর তরফ থেকে প্রার্থীদের ডিপ্লোমা ট্রেনি পদের নির্বাচিত হতে হলে ২টি পরীক্ষা দিতে হবে।

• পার্ট-১ তে কারিগরি জ্ঞান(Technical Knowledge) পরীক্ষা (TKT) রয়েছে। যার মধ্যে ১২০টি নির্দিষ্ট প্রশ্ন রয়েছে। নিজ নিজ ট্রেড থেকে প্রশ্ন।

• পার্ট-২-এ রয়েছে সুপারভাইজরি অ্যাপটিটিউড টেস্ট (SAT) যার মধ্যে রয়েছে ৫০টি প্রশ্নাবলী, মৌখিক প্রশ্ন রয়েছে বোধগম্যতা, পরিমাণগত যোগ্যতা, যুক্তির ক্ষমতা, তথ্যের পর্যাপ্ততা এবং ব্যাখ্যা, সংখ্যাগত ক্ষমতা ইত্যাদি ওপর ভিত্তি করে ।

3. সমস্ত প্রশ্ন সমান নম্বর বহন করে (1 মার্ক)। এই পরীক্ষাগুলোতে নেগেটিভ মার্কস আছে।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification):

পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড-এর তরফ থেকে প্রার্থীদের ডিপ্লোমা ট্রেনি পদের জন্য প্রার্থীকে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে তিন বছরের জন্য ইঞ্জিনিয়ারিং-এর ওপর ডিপ্লোমা করতে হবে।

Powergrid Recruitment 2023

গুরুত্বপূর্ণ তারিখসমূহ (Important Dates):

পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড-এর তরফ থেকে প্রার্থীদের ডিপ্লোমা ট্রেনি পদের জন্য প্রয়োজনীয় তারিখগুলো হল

  • আবেদন শুরুর তারিখ হল ০১ সেপ্টেম্বর ২০২৩
  • আবেদন শেষের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০২৩
  • পরীক্ষার তারিখ অক্টোবর মাসে।

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্ক সমূহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉🔥যুক্ত হন
Official Notice Link👉এখানে দেখুন
Official Website Link👉এখানে দেখুন
Apply Online👉আবেদন করুন

আরও পড়ুন:

👉 মাধ্যমিক পাশে পোস্ট অফিসে গ্রুপ ডি কর্মী নিয়োগ চলছে, শীঘ্রই আবেদন করুন | Post Office Group D Recruitment 2023

👉 জেলা ম্যাজিস্ট্রেটের তরফে নিয়োগ চলছে, এই দিন হবে ইন্টারভিউ

👉 মাধ্যমিক পাশেই এয়ারপোর্টে প্রচুর চাকরির সুযোগ, অবদন পদ্ধতি জেনে নিন (Airport Recruitment 2023)

👉 ১,৭৭৩টি শূন্যপদে অডিট ও একাউন্ট বিভাগে চাকরির সুযোগ, এইভাবে আবেদন করুন

👉 পশ্চিমবঙ্গ পুলিশে সাব ইন্সপেক্টর পদে চাকরির সুযোগ, জেনে নিন বিস্তারিত | WB Police SI Recruitment 2023

FAQ:

পাওয়ার গ্রিড কর্পোরেশনে আবেদনের শেষ তারিখ কবে?

Ans: ২৩ সেপ্টেম্বর ২০২৩।

পাওয়ার গ্রিড কর্পোরেশনে আবেদনের বয়সসীমা কত?

Ans: সর্বোচ্চ বয়স ২৭ বছর।

পাওয়ার গ্রিড কর্পোরেশনে আবেদনের শূন্য পদ কত

Ans: ৪২৫ টি।