পশ্চিমবঙ্গ পুলিশে সাব ইন্সপেক্টর পদে চাকরির সুযোগ, জেনে নিন বিস্তারিত | WB Police SI Recruitment 2023

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

WB Police SI Recruitment 2023: পশ্চিমবঙ্গে পুলিশ সাব ইন্সপেক্টর পদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে,পশ্চিমবঙ্গ পুলিশ নিয়োগ বোর্ড থেকে। এখানে প্রায় ১৬৯ টি শূন্যপদ রয়েছে। সাধারণত স্নাতক পাসে আবেদন করতে পারবেন। এখানে বিরাট অংকের বেতন রয়েছে। এখানে ২ টি পদের জন্য আবেদন করতে পারবেন। পুলিশের চাকরি করতে ইচ্ছুক প্রার্থীদের নীচের নিবন্ধটি শেষপর্যন্ত পড়ার অনুরোধ করছি।

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉🔥যুক্ত হন

পশ্চিমবঙ্গ পুলিশ এসআই নিয়োগ ২০২৩: নিয়োগকারী সংস্থার নাম (WB Police SI Recruitment 2023: Name of the Recruitment Organization)

পশ্চিমবঙ্গ পুলিশ নিয়োগ বোর্ডের তরফ থেকে পুলিশ এসআই নিয়োগ করা হবে।

পশ্চিমবঙ্গ পুলিশ এসআই নিয়োগ ২০২৩: পদের নাম (WB Police SI Recruitment 2023: Name of the Post)

পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে সাব-ইন্সপেক্টর/লেডি এসআই এবং (ইউবি) এবং সাব-ইন্সপেক্টর (এবি) পদে নিয়োগ করা হবে।

পশ্চিমবঙ্গ পুলিশ এসআই নিয়োগ ২০২৩: মোট শূন্যপদ (WB Police SI Recruitment 2023: Total Vacancy)

পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে সাব-ইন্সপেক্টর/লেডি এসআই এবং (ইউবি) এবং সাব-ইন্সপেক্টর (এবি) পদের মোট শূন্যপদ রয়েছে ১৬৯ টি

পশ্চিমবঙ্গ পুলিশ এসআই নিয়োগ ২০২৩: বয়সসীমা (WB Police SI Recruitment 2023: Age Limit)

পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে সাব-ইন্সপেক্টর/লেডি এসআই এবং (ইউবি) এবং সাব-ইন্সপেক্টর (এবি) পদের জন্য প্রার্থীর বয়সসীমা ০১/০১/২৩ অনুযায়ী প্রার্থীর বয়স ২০ থেকে ২৭ বছর হতে হবে,তবেই আবেদন করতে পারবে। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে।

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

পশ্চিমবঙ্গ পুলিশ এসআই নিয়োগ ২০২৩: বেতনক্রম (WB Police SI Recruitment 2023: (Salary)

পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে সাব-ইন্সপেক্টর/লেডি এসআই এবং (ইউবি) এবং সাব-ইন্সপেক্টর (এবি) পদের জন্য নির্বাচিত প্রার্থীদের বেতন প্রতি মাসে ৩২,১০০ থেকে ৮২,৯০০ টাকা

পশ্চিমবঙ্গ পুলিশ এসআই নিয়োগ ২০২৩: আবেদন প্রক্রিয়া (WB Police SI Recruitment 2023: Application process)

পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে সাব-ইন্সপেক্টর/লেডি এসআই এবং (ইউবি) এবং সাব-ইন্সপেক্টর (এবি) পদের জন্য আবেদন করতে হলে, প্রার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

  • প্রার্থীকে প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে www.wbprb.gov.in গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
  • যদি কোন প্রার্থীর রেজিস্ট্রেশন করা থাকে তাহলে সেই প্রার্থীকে রেজিস্ট্রেশন করতে হবে না সেই প্রার্থী অনলাইনে শুধুমাত্র লগইন আইডি দিয়ে লগইন করতে হবে।
  • লগ ইন করার পর অ্যাপ্লিকেশনের নতুন পেজ ওপেন হবে, ওখানে নিজের প্রয়োজনীয় তথ্য দিয়ে অ্যাপ্লিকেশান ফর্মটি পূরণ করতে হবে।
  • ফর্মটি পূরণ করার নিজের ফটো ও সিগনেচার আপলোড করতে হবে এছাড়া অন্যান্য ডকুমেন্টস আপলোড করতে বললে আপলোড করতে হবে।
  • তারপর আবেদন ফি, অনলাইনে পেমেন্ট করে সাবমিট করে দিতে হবে।
  • অ্যাপ্লিকেশন ফর্ম টি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দিতে পারেন।

পশ্চিমবঙ্গ পুলিশ এসআই নিয়োগ ২০২৩: নির্বাচন প্রক্রিয়া (WB Police SI Recruitment 2023: Selection Process)

পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে সাব-ইন্সপেক্টর/লেডি এসআই এবং (ইউবি) এবং সাব-ইন্সপেক্টর (এবি) পদের জন্য নির্বাচিত হলে প্রার্থীদের কয়েকটি ধাপের মধ্য দিয়ে যেতে হবে সেগুলি হল-

১) লিখিত পরীক্ষা (Priliminary Exam) পূর্ণমান- ২০০

২) শারীরিক পরীক্ষা (PMT & PET)

৩) প্রধান পরীক্ষা (Main Exam) পূর্ণমান- ২০০

৪) ইন্টারভিউ (Interview) পূর্ণমান- ৩০

৫) Documents Varification

৬) Medical Exam

১) লিখিত পরীক্ষা:-

বিষয়প্রশ্ন সংখ্যানাম্বার
পাটি গণিত২৫৫০
সাধারণ শিক্ষা৫০১০০
লজিক্যাল এবং অ্যানালিটিক্যাল রিজনিং২৫৫০

I) এটি একটি ওএমআর-ভিত্তিক বহুনির্বাচনী প্রশ্ন ধরনের লিখিত পরীক্ষা।

II) প্রতিটি ভুলভাবে চেষ্টা করা প্রশ্নের জন্য 0.25 নম্বরের একটি কর্তন করা হবে।

III) প্রার্থীদের কাছে ইংরেজি বা হিন্দি যাই হোক না কেন কাগজের ভাষা নির্বাচন করার বিকল্প রয়েছে।

২) শারীরিক পরীক্ষা (PMT & PET):-

PET:

পোস্টের নামঘটনাসময়
পুরুষ পুলিশ এসআই (ইউবি) পুলিশ এসআই (এবি) পদ ৮০০ মিটার দৌড়৩ মিনিট
লেডি সাব-ইন্সপেক্টর (ইউবি) পদ ৪০০ মিটার দৌড় ২ মিনিট

PMT:

পদের নামশ্রেণীউচ্চতাবুকওজন
এসআই পুলিশ (ইউবি)







সমস্ত বিভাগের প্রার্থী (রাজবংশী, গারওয়ালী, গোর্খা, তফসিলি উপজাতি বাদে)১৬৭ সেমি৭৯ সেমি৫৬ কেজি
এসআই পুলিশ (ইউবি)
রাজবংশী, গারওয়ালী গোর্খা, তফসিলি উপজাতি১৬০ সেমি৭৬ সেমি৫২ কেজি
এসআই পুলিশ (এবি) সমস্ত বিভাগের প্রার্থী (রাজবংশী, গারওয়ালী, গোর্খা, তফসিলি উপজাতি ছাড়া) ১৭৩ সেমি৮৬ সেমি৬০ কেজি
এসআই পুলিশ (এবি) রাজবংশী, গারওয়ালী, গোর্খা, তফসিলি উপজাতি ১৬৩ সেমি৮১ সেমি৫৪ কেজি

পশ্চিমবঙ্গ পুলিশ এসআই নিয়োগ ২০২৩: সিলেবাস (WB Police SI Recruitment 2023: Syllabus)

পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে সাব-ইন্সপেক্টর/লেডি এসআই এবং (ইউবি) এবং সাব-ইন্সপেক্টর (এবি) পদের প্রাথমিক এবং চূড়ান্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার পাঠ্যক্রম নীচে দেওয়া হল-

১) সাধারণ শিক্ষা

২) সংখ্যাসূচক এবং মানসিক ক্ষমতা পরীক্ষা

৩) লজিক্যাল এবং অ্যানালিটিক্যাল রিজনিং

৪) পাটিগণিত

৫) ইংরেজি,বাংলা/হিন্দি/নেপালি/উর্দু

এই বিষয়গুলির অন্তর্ভুক্ত বিষয়গুলি নীচে বিস্তারিতভাবে দেওয়া হল-

১) সাধারণ শিক্ষা:-

অর্থনীতি, ইতিহাস, ভূগোল, বর্তমান ঘটনা, পলিটি, শিল্প ও সংস্কৃতি, বিজ্ঞান ও প্রযুক্তি।

২)পাটিগণিত, সংখ্যাসূচক এবং মানসিক ক্ষমতা পরীক্ষা:-

সরলীকরণ, নম্বর সিস্টেম, অনুপাত এবং সমানুপাত, শতাংশ, ভগ্নাংশ, লাভ এবং ক্ষতি, ত্রিকোণমিতি, পরিমিতি, সরল এবং চক্রবৃদ্ধি সুদ, রৈখিক সমীকরণ, সময় এবং কাজ, সময় এবং দূরত্ব।

) যৌক্তিক এবং বিশ্লেষণাত্মক চিন্তা:-

বিবৃতি এবং উপসংহার, নেটওয়ার্ক এবং দিকনির্দেশ, সম্পর্কের ধারণা, শ্রেণীবিভাগ, অর্ডারিং এবং সিকোয়েন্সিং, সিলোজিজম, কোডিং এবং ডিকোডিং, মিল ও অমিল।

) বাংলা/নেপালি/হিন্দি/উর্দু :-

শব্দভান্ডার, বোধগম্যতা, ইডিয়ম, বাক্য পুনর্বিন্যাস, প্রতিশব্দ এবং বিপরীতার্থক শব্দ, বাক্যাংশ, ত্রুটি সনাক্তকরণ

৫) ইংরেজি:-

বাক্যপুনর্বিন্যাস, প্রতিশব্দ এবং বিপরীতার্থক শব্দ, বাক্যাংশ, ত্রুটি সনাক্তকরণ, শব্দভান্ডার, বোধগম্যতা, ইডিয়ম

পশ্চিমবঙ্গ পুলিশ এসআই নিয়োগ ২০২৩: আবেদন মূল্য (WB Police SI Recruitment 2023: Application Fee)

পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে সাব-ইন্সপেক্টর/লেডি এসআই এবং (ইউবি) এবং সাব-ইন্সপেক্টর (এবি) পদের জন্য অনলাইনে আবেদনের জন্য সমস্ত প্রার্থীদের আবেদন মূল্য ২৭০ টাকা।

ST/SC প্রার্থীদের আবেদন মূল্য ২০ টাকা।

পশ্চিমবঙ্গ পুলিশ এসআই নিয়োগ ২০২৩: শিক্ষাগত যোগ্যতা (WB Police SI Recruitment 2023: Educational Qualification)

পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে সাব-ইন্সপেক্টর/লেডি এসআই এবং (ইউবি) এবং সাব-ইন্সপেক্টর (এবি) পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতাগুলি লাগবে সেগুলি হল-

১) প্রার্থীকে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক পাস করতে হবে।

WB Police SI Recruitment 2023

পশ্চিমবঙ্গ পুলিশ এসআই নিয়োগ ২০২৩: গুরুত্বপূর্ণ তারিখসমূহ (WB Police SI Recruitment 2023: Important Dates)

পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে সাব-ইন্সপেক্টর/লেডি এসআই এবং (ইউবি) এবং সাব-ইন্সপেক্টর (এবি) পদের অনলাইন/অফলাইন আবেদনপত্রের আবেদনের প্রত্যাশিত তারিখ: অবহিত করা

প্রবেশপত্র প্রকাশের তারিখ: অবহিত করা হবে

WBPRB SI পরীক্ষার তারিখ: অবহিত করা হবে

ফলাফল ঘোষণা: অবহিত করা হবে

শারীরিক পরীক্ষার তারিখ: অবহিত করা হবে

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্ক সমূহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉🔥যুক্ত হন

আরও পড়ুন:

কলকাতা দূরদর্শন কেন্দ্রে চাকরির সুযোগ, যোগ্যতা, আবেদন পদ্ধতি জেনে নিন | Doordarshan Kendra Kolkata Recruitment 2023

👉 জাতীয় বীজ কর্পোরেশনে বিপুল কর্মী নিয়োগ চলছে, যোগ্যতা, আবেদন পদ্ধতি জেনে নিন (NSCL Recruitment 2023)

👉 লিখিত পরীক্ষা ছাড়াই কল্যাণী এইমস-এ নিয়োগ চলছে, আবেদন করবেন কি ভাবে? | Kalyani AIIMS Recruitment 2023

👉 ১ লক্ষ টাকা বেতনে NTPC-তে নিয়োগ চলছে, কারা আবেদন করতে পারবেন? (NTPC Recruitment 2023)

👉 মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্সে চাকরির সুযোগ, কারা আবেদন করতে পারবেন? (Ministry of Consumer Affairs Recruitment 2023)

FAQ: পশ্চিমবঙ্গ পুলিশ এসআই নিয়োগ ২০২৩ (WB Police SI Recruitment 2023)

পশ্চিমবঙ্গ পুলিশ এসআই নিয়োগের প্রার্থীর বয়স কত?

Ans: ০১/০১/২৩ অনুযায়ী প্রার্থীর বয়স ২০ থেকে ২৭ বছর।

পশ্চিমবঙ্গ পুলিশ এসআই নিয়োগের বেতন কত?

Ans: প্রতিমাসে ৩২,১০০ থেকে ৮২,৯০০ টাকা।

পশ্চিমবঙ্গ পুলিশ এসআই নিয়োগের শূন্যপদ কটি?

Ans: ১৬৯ টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *