মাধ্যমিক পাশে পোস্ট অফিসে গ্রুপ ডি কর্মী নিয়োগ চলছে, শীঘ্রই আবেদন করুন | Post Office Group D Recruitment 2023
Post Office Group D Recruitment 2023: পোস্ট অফিসে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে স্টাফ কার ড্রাইভার পদে নিয়োগ করা হবে। এখানে প্রার্থীরা সাধারণত মাধ্যমিক পাশেই আবেদন করতে পারবে। এখানে প্রার্থীকে অফলাইনের পোস্টের মাধ্যমে আবেদন করতে হবে। পোস্ট অফিসে গ্রুপ ডি পদে চাকরি করতে ইচ্ছুক প্রার্থীদের নীচের নিবন্ধটি শেষপর্যন্ত পড়ার অনুরোধ করছি।
নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organization)
মিনিস্ট্রি অফ কমিউনিকেশনের তরফ থেকে পোস্ট অফিসে কর্মী নিয়োগ করা হবে।
পদের নাম (Name of the Post):
মিনিস্ট্রি অফ কমিউনিকেশনের তরফ থেকে পোস্ট অফিসে গ্রুপ ডি পোস্টে স্টাফ কার ড্রাইভার পদে কর্মী নিয়োগ করা হবে।
মোট শূন্যপদ (Total Vacancy):
মিনিস্ট্রি অফ কমিউনিকেশনের তরফ থেকে পোস্ট অফিসে গ্রুপ ডি পোস্টে স্টাফ কার ড্রাইভার পদের জন্য মোট শূন্যপদ রয়েছে দুটি (২টি)।
বয়সসীমা (Age Limit):
মিনিস্ট্রি অফ কমিউনিকেশনের তরফ থেকে পোস্ট অফিসে গ্রুপ ডি পদের পোস্টে স্টাফ কার ড্রাইভার জন্য প্রার্থীর বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে।সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে।
বেতন (Salary):
মিনিস্ট্রি অফ কমিউনিকেশনের তরফ থেকে পোস্ট অফিসে গ্রুপ ডি পোস্টে স্টাফ কার ড্রাইভার পদের জন্য বেতন প্রতিমাসে ১৯,৯০০ থেকে ৬৩,২০০ টাকা।
আবেদন প্রক্রিয়া (Application Process):
মিনিস্ট্রি অফ কমিউনিকেশনের তরফ থেকে পোস্ট অফিসে গ্রুপ ডি পোস্টে স্টাফ কার ড্রাইভার পদের জন্য আবেদন করতে হলে প্রার্থীকে অফলাইনের পোস্টের মাধ্যমে আবেদন করতে হবে।
- প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটে https://www.indiapost.gov.in অথবা http://www.punjabpostalcircle.gov.in বা নিচের দেওয়াল লিংক থেকে আবেদন পত্র ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে হবে।
- তারপর ওই আবেদন পত্রটি ভালোভাবে নিজের প্রয়োজনীয় তথ্য তথ্য দিয়ে সেটি পূরণ করতে হবে।
- তারপর ওই আবেদন পত্রটি ও নিজের যাবতীয় নথিপত্রগুলি সেলফ অ্যাটেস্টেড করে ১০০ টাকার ভারতীয় পোস্টাল অর্ডার সহ একটি খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় পোস্টের মাধ্যমে SPEED POST/ REGISTERED POSTপাঠাতে হবে।
গুরুত্বপূর্ণ নথিপত্র (Important Documents)
মিনিস্ট্রি অফ কমিউনিকেশনের তরফ থেকে পোস্ট অফিসে গ্রুপ ডি পোস্টে স্টাফ কার ড্রাইভার পদের জন্য গুরুত্বপূর্ণ নথিপত্র গুলি হল
১) জন্ম সার্টিফিকেট।
২) সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
৩) ড্রাইভিং লাইসেন্স।
৪) ড্রাইভিং অভিজ্ঞতা সার্টিফিকেট।
৫) কাস্ট সার্টিফিকেট।
ঠিকানা (Address):
মিনিস্ট্রি অফ কমিউনিকেশনের তরফ থেকে পোস্ট অফিসে গ্রুপ ডি পোস্টে স্টাফ কার ড্রাইভার পদে অফলাইনে আবেদনের ঠিকানাটি হল –
Asst. Director Postal Services (Rectt) Punjab Circle, Chandigarh – 160017।
নির্বাচন প্রক্রিয়া (Selection Process):
মিনিস্ট্রি অফ কমিউনিকেশনের তরফ থেকে পোস্ট অফিসে গ্রুপ ডি পোস্টে স্টাফ কার ড্রাইভার পদে নির্বাচিত হতে হলে প্রার্থীকে কয়েকটি ধাপের মধ্য দিয়ে যেতে হবে সেগুলি হল
১) লিখিত পরীক্ষা
২) ড্রাইভিং টেস্ট বা প্র্যাক্টিক্যাল পরীক্ষা
১) লিখিত পরীক্ষা(Stage-1):
বিবরণ | পেপার-1 |
প্রতিযোগিতামূলক বা যোগ্যতামূলক | প্রতিযোগিতামূলক |
প্রশ্নের ধরন | মাল্টিপল চয়েস প্রশ্ন |
সর্বোচ্চ মার্কস | ৮০ |
সময়কাল | ৯০ মিনিট |
প্রশ্নপত্রের ভাষা | ইংরেজি, হিন্দি ও পাঞ্জাবি |
উত্তরপত্রের ভাষা | একাধিক পছন্দের প্রশ্ন হিসাবে প্রযোজ্য নয় |
সিলেবাস | সাধারণ জ্ঞান, নমুনা পাটিগণিত, সাধারণ বুদ্ধিমত্তা এবং যুক্তি, মোটর প্রক্রিয়া, ট্রাফিক নিয়ম, সংকেত এবং প্রবিধান |
ন্যূনতম যোগ্যতা মার্ক (এর সাপেক্ষে সরকারের সংরক্ষণ নীতি) | (a) SC/ST-এর জন্য- প্রতিটি পেপারে ৩৩% (b) OBC এবং EWS-এর জন্য – প্রতিটি পেপারে ৩৭% (গ) অন্যদের জন্য – ৪০% |
২) ড্রাইভিং টেস্ট বা প্র্যাক্টিক্যাল পরীক্ষা(Stage -2)
বিবরণ | পেপার-1 | পেপার-2 |
প্রতিযোগিতামূলক বা যোগ্যতামূলক | প্রতিযোগিতামূলক | প্রতিযোগিতামূলক |
প্রশ্নের ধরন | প্রাকটিক্যাল | প্রাকটিক্যাল |
সর্বোচ্চ মার্কস | ১০ | ১০ |
সময়কাল | ২০ মিনিট | ২০ মিনিট |
প্রশ্নপত্রের ভাষা | প্রযোজ্য নয় | প্রযোজ্য নয় |
উত্তরপত্রের ভাষা | প্রযোজ্য নয় | প্রযোজ্য নয় |
সিলেবাস | ১) ত্রুটি সনাক্তকরণ ২) ড্রাইভারদের দ্বারা পরিচালিত ছোটখাটো মেরামত করা ৩) চাকার পরিবর্তন ৪) সঠিকভাবে চাকার স্ফীতি | ভারী মোটর গাড়ি চালানো:- ১) সিঙ্ক্রো স্পিড এবং গিয়ার ২) সিঙ্ক্রো ক্লাচ এবং অ্যাক্সিলারেটর ৩) যানবাহন এবং স্টিয়ারিং নিয়ন্ত্রণ ৪) রিভার্সিং |
ন্যূনতম যোগ্যতা মার্ক (এর সাপেক্ষে সরকারের সংরক্ষণ নীতি) | (a) SC/ST-এর জন্য- প্রতিটি পেপারে ৩৩% (b) OBC এবং EWS-এর জন্য – প্রতিটি পেপারে ৩৭% (গ) অন্যদের জন্য – ৪০% | (a) SC/ST-এর জন্য- প্রতিটি পেপারে ৩৩% (b) OBC এবং EWS-এর জন্য – প্রতিটি পেপারে ৩৭% (গ) অন্যদের জন্য – ৪০% |
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification):
মিনিস্ট্রি অফ কমিউনিকেশনের তরফ থেকে পোস্ট অফিসে গ্রুপ ডি পোস্টে স্টাফ কার ড্রাইভার পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটি হল
১) হালকা এবং ভারী মোটর গাড়ির জন্য একটি বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
২) মোটর মেকানিজমের জ্ঞান থাকতে হবে।
৩) কমপক্ষে তিন বছরের জন্য হালকা এবং ভারী মোটর গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে।
৪) একটি স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট থেকে দশম শ্রেণী পাস করতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখসমূহ (Important Dates):
মিনিস্ট্রি অফ কমিউনিকেশনের তরফ থেকে পোস্ট অফিসে গ্রুপ ডি পোস্টে স্টাফ কার ড্রাইভার পদের জন্য অফলাইনে আবেদনের শেষ তারিখ হল ২৫ সেপ্টেম্বর ২০২৩।
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্ক সমূহ)
🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉 | 🔥যুক্ত হন |
Official Notice Link👉 | এখানে দেখুন |
Official Website Link👉 | এখানে দেখুন |
আরও পড়ুন:
👉 ২,৪০০ শূন্যপদে রেলে চাকরির সুযোগ, যোগ্যতা, আবেদন পদ্ধতি জেনে নিন | Central Railway Recruitment 2023
👉 পাওয়ারগ্রিডের তরফে নিয়োগ চলছে, এই দিন পর্যন্ত চলবে আবেদন | Powergrid Recruitment 2023
👉 জেলা ম্যাজিস্ট্রেটের তরফে নিয়োগ চলছে, এই দিন হবে ইন্টারভিউ
👉 মাধ্যমিক পাশেই এয়ারপোর্টে প্রচুর চাকরির সুযোগ, অবদন পদ্ধতি জেনে নিন (Airport Recruitment 2023)
👉 ১,৭৭৩টি শূন্যপদে অডিট ও একাউন্ট বিভাগে চাকরির সুযোগ, এইভাবে আবেদন করুন
FAQ:
পোস্ট অফিসে গ্রুপ ডি পদের চাকরির আবেদনের শেষ তারিখ কবে?
Ans: ২৫ সেপ্টেম্বর ২০২৩।
পোস্ট অফিসে গ্রুপ ডি পদের চাকরির বয়সসীমা কত?
Ans: ১৮ থেকে ২৭ বছর হতে হবে।
পোস্ট অফিসে গ্রুপ ডি পদে আবেদনের পদ্ধতি কি?
Ans: অফলাইনে পোস্টের মাধ্যমে।