উচ্চ মাধ্যমিক পাশে কনস্টেবল পদে নিয়োগ চলছে, আবেদন পদ্ধতি, নিয়োগ প্রক্রিয়া জেনে নিন (SSC Constable Recruitment 2023)
SSC Constable Recruitment 2023: এসএসসির মাধ্যমে কনস্টেবল পদে নিয়োগের শূন্য পদের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে প্রায় কয়েক হাজার শুন্যপদে নিয়োগ করা হবে। যেসব প্রার্থীরা উচ্চমাধ্যমিক পাশ করে আছে সেসব প্রার্থীরা এই চাকরিতে আবেদন করতে পারবে। এসএসসিতে চাকরি করতে ইচ্ছুক প্রার্থীদের শেষপর্যন্ত নীচের নিবন্ধটি পড়ার অনুরোধ করছি।
এসএসসি কনস্টেবল নিয়োগ ২০২৩: নিয়োগকারী সংস্থার নাম (SSC Constable Recruitment 2023: Name of the Recruitment Organization)
নিয়োগকারী সংস্থার নাম স্টাফ সিলেকশন কমিশন (SSC- Staff Selection Commission)
এসএসসি কনস্টেবল নিয়োগ ২০২৩: পদের নাম (SSC Constable Recruitment 2023: Name of the Post)
স্টাফ সিলেকশন কমিশন (Staff Selection Commission) বা এসএসসি-র (SSC) মাধ্যমে কনস্টেবল বা (নির্বাহী) পদে নিয়োগ করা হবে।
এসএসসি কনস্টেবল নিয়োগ ২০২৩: মোট শূন্যপদ (SSC Constable Recruitment 2023: Total vacancy)
স্টাফ সিলেকশন কমিশন বা এসএসসি মাধ্যমে কনস্টেবল বা নির্বাহী পদের জন্য মোট শূন্যপদ রয়েছে ৭৫৪৭ টি।
পদের নাম | শূন্য পদ |
কনস্টেবল (প্রাক্তন) -পুরুষ | ৪৪৫৩ টি |
কনস্টেবল (প্রাক্তন) -পুরুষ (প্রাক্তন সৈনিক (অন্যান্য) (ব্যাকলগ SC- এবং ST- সহ) | ২৬৬ টি |
কনস্টেবল (প্রাক্তন)-পুরুষ (প্রাক্তন সেনা সদস্য [কমান্ডো (প্যারা-৩.১)] (ব্যাকলগ SC- এবং ST- সহ) | ৩৩৭ টি |
কনস্টেবল (প্রাক্তন) -মহিলা | ২৪৯১ টি |
মোট | ৭৫৪৭ টি |
এসএসসি কনস্টেবল নিয়োগ ২০২৩: বয়সসীমা (SSC Constable Recruitment 2023: Age Limit)
স্টাফ সিলেকশন কমিশন বা এসএসসি মাধ্যমে কনস্টেবল বা নির্বাহী পদের জন্য প্রার্থীর বয়সসীমা ০১/০৭/২০২৩ অনুযায়ী বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে তবেই আবেদন করতে পারবে। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে।
এসএসসি কনস্টেবল নিয়োগ ২০২৩: বেতন (SSC Constable Recruitment 2023: Salary)
স্টাফ সিলেকশন কমিশন বা এসএসসি মাধ্যমে কনস্টেবল বা নির্বাহী পদের জন্য বেতন প্রতিমাসে লেভেল-৩ অনুযায়ী, ২১৭০০ থেকে ৬৯১০০ টাকা।
এসএসসি কনস্টেবল নিয়োগ ২০২৩: আবেদন প্রক্রিয়া (SSC Constable Recruitment 2023: Application process)
স্টাফ সিলেকশন কমিশন বা এসএসসি মাধ্যমে কনস্টেবল বা নির্বাহী পদের জন্য আবেদন করতে হলে প্রার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
- প্রথমে প্রার্থীকে অফিশিয়াল ওয়েবসাইটে ssc.nic.in গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে যদি কোন প্রার্থী রেজিস্ট্রেশন করা থাকে তাহলে সেই প্রার্থীকে আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
- লগইন করার পর যে পোস্টে অ্যাপ্লিকেশন করতে হবে সেই পোস্টে গিয়ে এপ্লাই নাও এই ক্লিক করতে হবে।
- এপ্লাই নাও করার পর একটা নতুন পেজ ওপেন হবে সেটি অ্যাপ্লিকেশন ফর্ম। ওই অ্যাপ্লিকেশন ফর্মটি ভালোভাবে পরিপূর্ণ করতে হবে এবং নিচে নিজের রঙিন ফটোকপি ও স্বাক্ষর ভালোভাবে আপলোড করতে হবে।
- তারপর আরো নিচে গিয়ে agree এর পাশে একটি বক্স থাকবে ওই বক্সের টিক চিহ্ন দিতে হবে এবং একবারে শেষে ক্যাপচার কোড লিখে প্রভিউ-এ ক্লিক করতে হবে।
- প্রিভিউ অপশনে ক্লিক করার পর সাবমিট অপশন আসবে, সাবমিট অপশনে ক্লিক করলে ফাইনাল সাবমিট হয়ে যাবে অ্যাপ্লিকেশন ফর্মটির।
এসএসসি কনস্টেবল নিয়োগ ২০২৩: নিয়োগ প্রক্রিয়া (SSC Constable Recruitment 2023: Selection process)
স্টাফ সিলেকশন কমিশন বা এসএসসি মাধ্যমে কনস্টেবল বা নির্বাহী পদের জন্য নির্বাচিত হতে হলে প্রার্থীকে কয়েকটি ধাপের মধ্য দিয়ে যেতে হবে সেগুলি হল-
১) কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (CBT)
২) শারীরিক সহনশীলতা এবং পরিমাপ পরীক্ষা (PE&MT)
৩) মেডিকেল পরীক্ষা (Medical Exam)
১) কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (CBT):
কম্পিউটার ভিত্তিক পরীক্ষা গঠিত হবে। ১০০ টি প্রশ্ন সম্বলিত MCQ টাইপের ১০০ নম্বরের।
বিষয় | প্রশ্ন | নম্বর |
General Knowledge/ Current Affairs | ৫০ | ৫০ |
Reasoning | ২৫ | ২৫ |
Numerical Ability | ১৫ | ১৫ |
Computer Fundamentals, MS Excel, MS Word, Communication, Internet, WWW and Web Browsers etc. | ১০ | ১০ |
এসএসসি কনস্টেবল নিয়োগ ২০২৩: আবেদন মূল্য (SSC Constable Recruitment 2023: Application Fees)
স্টাফ সিলেকশন কমিশন বা এসএসসি মাধ্যমে কনস্টেবল বা নির্বাহী পদের আবেদন করতে হলে আবেদন মূল্য গুলি হল-
১) GEN/OBC/পুরুষদের আবেদন মূল্য ১০০ টাকা।
২) ST/SC/প্রাক্তন-সার্ভিসম্যান/ মহিলাদের কোন আবেদন মূল্য নেই।
এসএসসি কনস্টেবল নিয়োগ ২০২৩: শিক্ষাগত যোগ্যতা (SSC Constable Recruitment 2023: Educational Qualification)
স্টাফ সিলেকশন কমিশন বা এসএসসি মাধ্যমে কনস্টেবল বা নির্বাহী পদের জন্য আবেদন করতে হলে প্রার্থীর যে শিক্ষাগত যোগ্যতাটি লাগবে সেটি হল
১) প্রার্থীকে অবশ্যই উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে তবেই আবেদন করতে পারবে।
এসএসসি কনস্টেবল নিয়োগ ২০২৩: গুরুত্বপূর্ণ তারিখসমূহ (SSC Constable Recruitment 2023: Important Dates)
- স্টাফ সিলেকশন কমিশন বা এসএসসি মাধ্যমে কনস্টেবল বা নির্বাহী পদের জন্য অনলাইনে আবেদনের শুরুর তারিখ: ১ সেপ্টেম্বর ২০২৩।
- আবেদনের শেষ তারিখ: ৩০ সেপ্টেম্বর ২০২৩।
- অনলাইনে আবেদনের কারেকশন করার তারিখ: ৩ অক্টোবর ২০২৩ থেকে ৪ অক্টোবর ২০২৩ পর্যন্ত।
- কম্পিউটার বেস এক্সাম (Tentative): ডিসেম্বর ২০২৩
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্ক সমূহ)
🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉 | 🔥যুক্ত হন |
Official Notice Link👉 | এখানে দেখুন |
Official Website Link👉 | এখানে দেখুন |
Apply Online👉 | আবেদন করুন |
আরও পড়ুন:
👉 ২,৪০০ শূন্যপদে রেলে চাকরির সুযোগ, যোগ্যতা, আবেদন পদ্ধতি জেনে নিন | Central Railway Recruitment 2023
👉 মাধ্যমিক পাশে পোস্ট অফিসে গ্রুপ ডি কর্মী নিয়োগ চলছে, শীঘ্রই আবেদন করুন | Post Office Group D Recruitment 2023
👉 পাওয়ারগ্রিডের তরফে নিয়োগ চলছে, এই দিন পর্যন্ত চলবে আবেদন | Powergrid Recruitment 2023
👉 জেলা ম্যাজিস্ট্রেটের তরফে নিয়োগ চলছে, এই দিন হবে ইন্টারভিউ
👉 মাধ্যমিক পাশেই এয়ারপোর্টে প্রচুর চাকরির সুযোগ, অবদন পদ্ধতি জেনে নিন (Airport Recruitment 2023)
FAQ: এসএসসি কনস্টেবল নিয়োগ ২০২৩ (SSC Constable Recruitment 2023)
এসএসসি কনস্টেবল পদে আবেদনের শুরুর তারিখ কবে?
Ans: ১ সেপ্টেম্বর ২০২৩।
এসএসসি কনস্টেবল পদে আবেদনের শেষ তারিখ কবে?
Ans: ৩০ সেপ্টেম্বর ২০২৩।
এসএসসি কনস্টেবল পদে নিয়োগের মোট শূন্যপদ কয়টি?
Ans: ৭৫৪৭ টি।