সরাসরি রাজ্যে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে নিয়োগ চলছে, যোগ্যতা, আবেদন পদ্ধতি জেনে নিন । WB Land Reforms Department Recruitment 2023

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

WB Land Reforms Department Recruitment 2023: চাকরি প্রার্থীদের জন্য বিশেষ খবর। দক্ষিণ দিনাজপুর DM office -এর তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যোগ্য প্রার্থীদের আবেদনের জন্য বলা হয়েছে। নিম্নে এর ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হলো –

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉  যুক্ত হন

নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organization)

Office of the district magistrate & collector, দক্ষিণ দিনাজপুর বালুরঘাট- এর তরফ থেকে কর্মী নিয়োগ করা হবে।

পদের নাম (Name of the Post)

দক্ষিণ দিনাজপুর DM office -এর তরফ থেকে আমিন পদে কর্মী নিয়োগ করা হবে।

বয়সসীমা (Age Limit)

০১/০৯/২০২৩ অনুসারে আবেদনকারী প্রার্থীর বয়স ৬৪ এর মধ্যে হতে হবে।

আবেদনের শর্ত (Application Argeement)

এই পদের আবেদন করতে হলে নিম্নলিখিত শর্ত গুলি লাগবে-

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now
  • এক্ষেত্রে শুধুমাত্র ভারতের স্থায়ী বাসিন্দা হলে আবেদন করতে পারবে।
  • যারা এর পূর্বে একই পদে সরকারি চাকরিতে নিযুক্ত ছিলেন, এখন অবসরপ্রাপ্ত হয়েছেন, শুধুমাত্র তারাই এই পদে আবেদন করতে পারবে।

বেতন (Salary)

দক্ষিণ দিনাজপুর DM office কর্তৃক আমিন পদে নিয়োগকারী কর্মীদের মাসিক বেতন দেওয়া হবে ১০,০০০ টাকা।

আবেদন প্রক্রিয়া (Application Process)

আমিন পদে কিভাবে আবেদন করতে হবে সে বিষয়ে বিস্তারিত জানতে অফিশিয়াল নোটিশটি ফলো করার অনুরোধ করা হচ্ছে।।

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

এক্ষেত্রে প্রার্থীদের একটি ইন্টারভিউ নেওয়া হবে আর সেই ভিত্তিতে নির্বাচন করে আমিন পদে নিয়োগ করা হবে।

ইন্টারভিউয়ের ঠিকানা (Address of interview )

The office chamber of the additional district magistrate (General), Dakshin Dinajpur located at first floor of the administrative buildings, Dakshin Dinajpur.

ইন্টারভিউয়ের তারিখ ও সময় (Interview date and time)

দক্ষিণ দিনাজপুর DM office-এর তরফ থেকে আমিন পদে কর্মী নিয়োগের জন্য ইন্টারভিউ অনুষ্ঠিত হবে ৬ অক্টোবর ২০২৩ তারিখে সকাল ১১ টায়

WB Land Reforms Department Recruitment 2023

ভেরিফিকেশনের নথিপত্র (Verifications Documents)

আবেদনকারীদের তার বয়সের যোগ্যতার সমর্থনে মূল সার্টিফিকেট আনতে অনুরোধ করা হয়েছে। এর সঙ্গে যোগ্যতার প্রমাণপত্র সহ শেষ পোস্টের PPO ইত্যাদি লাগবে।

গুরুত্বপূর্ণ লিঙ্ক সমূহ (Important Links)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉  যুক্ত হন
Official Notice & Form Link👉এখানে দেখুন
Official Website Link👉এখানে দেখুন

আরও পড়ুন:

👉 ডেটা এন্ট্রী অপারেটর, ক্লার্ক সহ অন্যান্য পদে চাকরির সুযোগ, বিস্তারিত জানুন

👉 পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন দপ্তরে চাকরির সুযোগ, যোগ্যতা, আবেদন পদ্ধতি জেনে নিন

👉 উচ্চ মাধ্যমিক পাশে কনস্টেবল পদে নিয়োগ চলছে, আবেদন পদ্ধতি, নিয়োগ প্রক্রিয়া জেনে নিন (SSC Constable Recruitment 2023)

👉 ২,৪০০ শূন্যপদে রেলে চাকরির সুযোগ, যোগ্যতা, আবেদন পদ্ধতি জেনে নিন | Central Railway Recruitment 2023

👉 মাধ্যমিক পাশে পোস্ট অফিসে গ্রুপ ডি কর্মী নিয়োগ চলছে, শীঘ্রই আবেদন করুন | Post Office Group D Recruitment 2023

FAQ:

Q.দক্ষিণ দিনাজপুর DM office-এর তরফ থেকে আমিন পদের বেতন কত?

Ans: ১০,০০০ টাকা।

Q. দক্ষিণ দিনাজপুর DM office-এর তরফ থেকে আমিন পদে আবেদনকারী কর্মীদের ইন্টারভিউ কবে নেওয়া হবে?

Ans: ৬ অক্টোবর ২০২৩।

Q.দক্ষিণ দিনাজপুর DM office-এর তরফ থেকে আমিন পদে নিয়োগকারী কর্মীদের নিয়োগ করা হবে কী ভাবে?

Ans: ইন্টারভিউয়ের মাধ্যমে।

Sarmin Rima

সারমিন রিমা (Sarmin Rima) Bong Hunt-এর একজন সদস্য। বাংলা ভাষা ও সাহিত্যে তিনি স্নাতকোত্তর (M.A)। পড়াশুনা করেছেন সাংবাদিকতা নিয়েও। এছাড়াও বিভিন্ন ডিজিটাল মাধ্যমে তাঁর বিগত ৩ বছরের সাংবাদিকতার অভিজ্ঞতা রয়েছে। শিক্ষা, চাকরি, সরকারি প্রকল্প সহ বিভিন্ন বিষয়ে লেখায় তিনি সিদ্ধহস্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *