ছাত্রছাত্রীরা ১০,০০০ টাকা করে পাবে মাহিন্দ্রা ট্যালেন্ট স্কলারশিপ-এ, এই ভাবে আবেদন করতে হবে (Mahindra All India Talent Scholarship 2023)

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

Mahindra All India Talent Scholarship 2023: আমাদের এই ভারত দরিদ্র দেশ। তাই এই ভারতে অনেক দরিদ্র মানুষ বসবাস করে। সেই দরিদ্র মানুষেরা ঠিকভাবে খেতে পায় না, তাহলে পড়াশোনা করাবে কিভাবে। টাকার অভাবে অনেক মেধাবী শিক্ষার্থী ঠিকমতো পড়াশোনা করতে পারে না। তাই তাদের কথা ভেবে অনেক সরকারি ও বেসরকারি স্কলারশিপ চালু হয়েছে। যেটি দরিদ্র ছাত্র-ছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে অনেক সাহায্য করে। এই স্কলারশিপটি কারা আবেদন করতে পারবেন এবং কিভাবে করবেন ও এই স্কলারশিপের টাকার পরিমাণ কত, সব জানতে নীচের নিবন্ধটি ভালোভাবে পড়ার অনুরোধ করা হলো।

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉যুক্ত হন

মাহিন্দ্রা অল ইন্ডিয়া ট্যালেন্ট স্কলারশিপ ২০২৩: (Mahindra All India Talent Scholarship 2023: (MAITS)

ওই দরিদ্র ছাত্র-ছাত্রীদের পড়াশোনার জন্য এক নতুন স্কলারশিপ হল মাহেন্দ্রা অল ইন্ডিয়া ট্যালেন্ট স্কলারশিপ। এই স্কলারশিপ টি চালু করেছেন মাহেন্দ্রা এডুকেশন ট্রাস্ট-এর তরফে।

মাহিন্দ্রা অল ইন্ডিয়া ট্যালেন্ট স্কলারশিপ ২০২৩: কারা আবেদন করতে পারবে (Mahindra All India Talent Scholarship 2023: Who Can Apply)

মাহিন্দ্রা অল ইন্ডিয়া ট্যালেন্ট স্কলারশিপ আবেদন করতে পারবে, যেসব প্রার্থীরা মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাশ করেছে, ও কোন পলিটেকনিক কলেজে ডিপ্লোমার প্রথম বর্ষে ভর্তি হয়েছে সেই সব ছাত্রছাত্রীরা এই স্কলারশিপ আবেদন করতে পারবে।

মাহিন্দ্রা অল ইন্ডিয়া ট্যালেন্ট স্কলারশিপ ২০২৩: মূল উদ্দেশ্য (Mahindra All India Talent Scholarship 2023: Main Purpose)

মাহিন্দ্রা অল ইন্ডিয়া ট্যালেন্ট স্কলারশিপের মূল উদ্দেশ্য হলো – যারা দরিদ্র সেই সব পরিবারের ছাত্র-ছাত্রীদেরকে পড়াশোনার জন্য কিছু অর্থ দান করা। যাতে তারা পড়াশোনা করে ভবিষ্যতে চাকরি পেয়ে নিজের পায়ে দাঁড়াতে পারে।

মাহিন্দ্রা অল ইন্ডিয়া ট্যালেন্ট স্কলারশিপ ২০২৩: বৃত্তির পরিমাণ (Mahindra All India Talent Scholarship 2023: Total Scholarship Amount)

এই মাহিন্দ্রা অল ইন্ডিয়া ট্যালেন্ট স্কলারশিপে আবেদনের মাধ্যমে ৫৫০ জন শিক্ষার্থী নির্বাচিত হবে। যেসব প্রার্থীরা নির্বাচিত হবে এই প্রার্থীদেরকে তিন বছরের ডিপ্লোমা কোর্সে বছরে দশ হাজার টাকা করে দেওয়া হবে অর্থাৎ মোট তিন বছরে ৩০ হাজার টাকা স্কলারশিপের মাধ্যমে পাবে।

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

মাহিন্দ্রা অল ইন্ডিয়া ট্যালেন্ট স্কলারশিপ ২০২৩: যোগ্যতা (Mahindra All India Talent Scholarship 2023: Qualification)

  1. মাহিন্দ্রা অল ইন্ডিয়া ট্যালেন্ট স্কলারশিপে আবেদন করার জন্য প্রার্থীকে SSC/HSC বা সমমানের পরীক্ষায় ৬০% এর বেশি নম্বর সহ 10th/12th মানের পাস হতে হবে।
  2. ডিপ্লোমা কোর্সের জন্য প্রার্থীকে সরকারী বা অন্য কোন স্বীকৃত পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি নিশ্চিত করতে হবে। শুধুমাত্র প্রথম বর্ষের প্রার্থীরা আবেদন করার যোগ্য।
  3. প্রার্থীকে নিম্ন বার্ষিক আয় সহ পরিবারের অন্তর্ভুক্ত হতে হবে। পরিবারের আয় প্রায় ২.৫ লক্ষ এর মধ্যে হতে হবে তবে আবেদন করতে পারবে।

মাহিন্দ্রা অল ইন্ডিয়া ট্যালেন্ট স্কলারশিপ ২০২৩: আবেদন প্রক্রিয়া (Mahindra All India Talent Scholarship 2023: Application Process )

  • মাহিন্দ্রা অল ইন্ডিয়া ট্যালেন্ট স্কলারশিপে আবেদন করতে হলে প্রার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
  • প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে (https://maitsscholarship.kcmet.org/) বা নিচে দেওয়া লিংকে গিয়ে ক্লিক করতে হবে।
  • সেই লিংকে ক্লিক করলে এক নতুন পেজ ওপেন হবে সেখানে স্কলারশিপ এর সমস্ত বিবরণ দেওয়া থাকবে সেখানে “Click here to Apply” এখানে ক্লিক করলে রেজিস্ট্রেশনের জন্য এক নতুন পেজ ওপেন হবে।
  • ওখানে রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন করা হয়ে গেলে লগইন দিয়ে পেজে ঢুকতে হবে।
  • তারপর অনলাইনে ফর্মটি ভালোভাবে পূরণ করতে হবে এবং সমস্ত ডকুমেন্টস আপলোড করার পর শেষে সাবমিট করে দিতে হবে।

কোন প্রার্থী আবেদন করার পর, ইমেলে আবেদনের সমস্ত ডিটেলস ওখানে চলে আসবে। পরে ওই প্রার্থী যদি এই স্কলারশিপ এর জন্য নির্বাচিত হয়,তবে তার সমস্ত ডিটেলস ওই ইমেল এর মাধ্যমে জানানো হবে

মাহিন্দ্রা অল ইন্ডিয়া ট্যালেন্ট স্কলারশিপ ২০২৩: প্রয়োজনীয় নথিপত্র (Mahindra All India Talent Scholarship 2023: Important Documents)

মাহিন্দ্রা অল ইন্ডিয়া ট্যালেন্ট স্কলারশিপে আবেদন করতে হলে প্রার্থীকে যে সমস্ত নথিপত্র লাগবে সেগুলি হল।

১) শিক্ষার্থী যে সরকারি পলিটেকনিক কলেজে ভর্তি হবে সেই কলেজের সমস্ত এডমিশনের প্রমাণপত্র অর্থাৎ সিট অ্যালটমেন্টের কপি, ফ্রম ফিলাপের প্রিন্টকপি ও ফিস দেওয়ার স্লিপ

২) শিক্ষার্থী যে কলেজে ভর্তি হয়েছে ওই কলেজের দুজন শিক্ষাকে ডকুমেন্টেশনের চিঠি লাগবে।

৩) নিজের একটি স্টেটমেন্ট দেওয়া চিঠি লাগবে অর্থাৎ ওখানে তুমি নিজে লিখবে যে তুমি কে, তুমি কোথায় বাস কর, তুমি কি কি পড়াশোনা করেছ বা করতে চাও এবং ভবিষ্যতে তুমি কি হতে চাও এই সমস্ত ডিটেলস ওখানে লেখা থাকবে।

৪) আবেদনকারী প্রার্থী সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সমস্ত রেজাল্ট সার্টিফিকেটের জেরক্স কপি লাগবে।

৫) প্রার্থীর পারিবারিক আয় বছরে ২.৫ লক্ষ এর মধ্যে সেটা জানার জন্য পরিবারের একটি ইনকাম সার্টিফিকেট লাগবে যেটি ব্লক থেকে নিয়ে আসতে হবে।

৬) প্রার্থীর ব্যাংকের পাস বইয়ের প্রথম পাতার জেরক্স কপি লাগবে।

৭) প্রার্থীর আইডেন্টিটি প্রুফ হিসেবে আধার কার্ড লাগবে।

Mahindra All India Talent Scholarship 2023

মাহিন্দ্রা অল ইন্ডিয়া ট্যালেন্ট স্কলারশিপে আবেদন ২০২৩: গুরুত্বপূর্ণ তারিখ (Mahindra All India Talent Scholarship 2023: Important Dates)

মাহিন্দ্রা অল ইন্ডিয়া ট্যালেন্ট স্কলারশিপের অনলাইনে আবেদনের শেষ তারিখ ২০ আগস্ট ২০২৩

গুরুত্বপূর্ণ লিঙ্ক (Important links)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉যুক্ত হন

আরও পড়ুন:

👉 Balika Samriddhi Yojana: কন্যা সন্তান থাকলে ১,০০০ টাকা করে পাবেন এই প্রকল্পে, আবেদন পদ্ধতি জেনে নিন

👉 ৫০,০০০ টাকা পর্যন্ত স্কলারশিপ পাবেন স্কুল ও কলেজ পড়ুয়ারা, যোগ্যতা, আবেদন পদ্ধতি জেনে নিন (HDFC Bank Parivartan Scholarship 2023)

👉 ৪০০০০ টাকা ছাত্র-ছাত্রীরা পাবে এই স্কলারশিপে আবেদন করে, আবেদন পদ্ধতি জেনে নিন

👉 ডেটা এন্ট্রী অপারেটর, ক্লার্ক সহ অন্যান্য পদে চাকরির সুযোগ, বিস্তারিত জানুন

👉সরাসরি রাজ্যে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে নিয়োগ চলছে, যোগ্যতা, আবেদন পদ্ধতি জেনে নিন । WB Land Reforms Department Recruitment 2023

মাহিন্দ্রা অল ইন্ডিয়া ট্যালেন্ট স্কলারশিপে আবেদনের শেষ তারিখ কবে?

Ans: ২০ আগস্ট ২০২৩।

মাহিন্দ্রা অল ইন্ডিয়া ট্যালেন্ট স্কলারশিপে কারা আবেদন করতে পারবে?

Ans: যেসব প্রার্থী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাস করে পলিটেকনিক কলেজে ডিপ্লোমা কোর্সে ভর্তি হয়েছে।

মাহিন্দ্রা অল ইন্ডিয়া ট্যালেন্ট স্কলারশিপে কত টাকা স্কলারশিপ দেবে?

Ans: বছরে ১০,০০০ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *