৫০,০০০ টাকা পর্যন্ত স্কলারশিপ পাবেন স্কুল ও কলেজ পড়ুয়ারা, যোগ্যতা, আবেদন পদ্ধতি জেনে নিন (HDFC Bank Parivartan Scholarship 2023)
HDFC Bank Parivartan Scholarship 2023: দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনায় যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য অন্যান্য অনেক স্কলারশিপ এর সাথে এইচডিএফসি ব্যাংক স্কলারশিপ শুরু করেছে। এটি একটি বেসরকারি সংস্থা থেকে দেওয়া হয়। এইচডিএফসি ব্যাংক স্কলারশিপ এর মাধ্যমে বিভিন্ন রকমের বৃত্তি প্রদান করা হয়। এই এইচডিএফসি স্কলারশিপ স্কুল থেকে শুরু করে কলেজ পর্যন্ত বৃত্তি দেওয়া হয়। এই এইচডিএফসি স্কলারশিপে আবেদন করতে হলে নীচের নিবন্ধটি পুরোটি পড়ার অনুরোধ জানানো হলো।
এইচডিএফসি ব্যাংক পরিবর্তন স্কলারশিপ ২০২৩: (HDFC Bank Parivartan Scholarship 2023)
ভারতে অনেকগুলি বেসরকারি স্কলারশিপের মধ্যে এইচডিএফসি স্কলারশিপ (HDFC Scholarship) একটি জনপ্রিয় স্কলারশিপ। এই স্কলারশিপের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের অনেক টাকার বৃত্তি দেওয়া হয়। এই স্কলারশিপে মাধ্যমিক প্রার্থীরা প্রায় ১৫ হাজার টাকা থেকে ৭৫ হাজার টাকা পর্যন্ত বৃত্তি পেতে পারে।
এইচডিএফসি ব্যাংক পরিবর্তন স্কলারশিপ ২০২৩: কার আবেদন করতে পারবে (HDFC Bank Parivartan Scholarship 2023: Who Can Apply)
এইচডিএফসি ব্যাংক স্কলারশিপ আবেদন করতে পারবেন, যেসব প্রার্থীরা প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করছে। এছাড়া আরো অন্য উচ্চশিক্ষা যেমন – স্নাতক, আইটিআই ও স্নাতকোত্তরের প্রার্থীরাও আবেদন করতে পারবে।
এইচডিএফসি ব্যাংক পরিবর্তন স্কলারশিপ ২০২৩: যোগ্যতা (HDFC Bank Parivartan Scholarship 2023: Qualification)
১) শিক্ষার্থীদের অবশ্যই ভারতের স্বীকৃত কলেজ বা বিশ্ববিদ্যালয়ে স্নাতক কোর্স (সাধারণ কোর্স- বিকম, বিএসসি, বিএ, বিসিএ, ইত্যাদি এবং পেশাদার কোর্স- বিটেক, এমবিবিএস, এলএলবি, বি আর্চ, নার্সিং) করতে হবে।
২) আবেদনকারীদের অবশ্যই পূর্ববর্তী যোগ্যতা পরীক্ষায় কমপক্ষে ৫৫% নম্বর সহ উত্তীর্ণ হতে হবে।
৩) বার্ষিক পারিবারিক আয় অবশ্যই INR 2.5 লাখের কম বা সমান হতে হবে।
৪) সেই সমস্ত আবেদনকারীদের অগ্রাধিকার দেওয়া হবে, যারা গত তিন বছরে ব্যক্তিগত বা পারিবারিক সংকটের সম্মুখীন হয়েছেন যার কারণে তারা শিক্ষার খরচ বহন করতে অক্ষম।
৫) শুধুমাত্র ভারতীয় নাগরিকরা আবেদন করতে পারবে।
৬) এখানে আবেদন করতে হলে প্রার্থীকে অবশ্যই পাঠরত হতে হবে অর্থাৎ কোন শিক্ষার্থী যদি একাদশ শ্রেণি পাশ করে তাহলে পড়ুয়াকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করে পড়া চালিয়ে যেতে হবে তবে এই স্কলারশিপ আবেদন করার যোগ্য।
এইচডিএফসি ব্যাংক পরিবর্তন স্কলারশিপ ২০২৩: বৃত্তির পরিমাণ (HDFC Bank Parivartan Scholarship 2023: Total Amount)
এইচডিএফসি ব্যাংক পরিবর্তন স্কলারশিপে বিভিন্ন কোর্সের জন্য বিভিন্ন রকম বৃত্তি রয়েছে সেগুলি নিম্নরূপ।
কোর্সের নাম | বৃত্তির পরিমাণ (বছরে) |
প্রথম থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত | প্রতিবছর ১৫ হাজার টাকা |
সপ্তম থেকে দ্বাদশ শ্রেণী এবং আইটিআই ডিপ্লোমা ও পলিটেকনিক শিক্ষার্থীদের জন্য | প্রতিবছর ১৮ হাজার টাকা |
সাধারণত কলেজে স্নাতক কোর্স (BA, B.SC, B.COM) | প্রতিবছর ৩০ হাজার টাকা |
পেশাদারী স্নাতক কোর্স যেমন ইঞ্জিনিয়ারিং নার্সিং ও মেডিকেল শিক্ষার্থীদের জন্য | প্রতিবছর ৫০ হাজার টাকা |
সাধারণত স্নাতকোত্তর কোর্স (MA, M.SC, M.COM) | প্রতিবছর ৩৫ হাজার টাকা |
পেশাদারী স্নাতকোত্তর কোর্স | প্রতিবছর ৭৫ হাজার টাকা |
এইচডিএফসি ব্যাংক পরিবর্তন স্কলারশিপ ২০২৩: আবেদন প্রক্রিয়া (HDFC Bank Parivartan Scholarship 2023: Application Process)
- প্রার্থীকে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে ফাস্ট ‘Apply Now‘ অপশন এ ক্লিক করতে হবে
- এইচডিএফসি ব্যাঙ্ক পরিবর্তন স্কলারশিপে আবেদন করতে হলে প্রার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
- নিবন্ধিত না থাকলে – ইমেল/মোবাইল/জিমেইল অ্যাকাউন্ট দিয়ে Buddy4Study-এ নিবন্ধন করতে হবে।
- তারপর নিবন্ধিত আইডি দিয়ে Buddy4Study-এ লগইন করে এবং ‘আবেদন ফর্ম পৃষ্ঠা’-এ যেতে হবে।
- এরপর এখন ‘HDFC Bank Parivartan’s ECSS Programme’ আবেদন ফর্ম পৃষ্ঠায় পুনঃনির্দেশিত করা হবে।
- আবেদন প্রক্রিয়া শুরু করতে ‘Start Application’ বোতামে ক্লিক করুন।
- অনলাইন আবেদনপত্রে প্রয়োজনীয় বিবরণ পূরণ করতে হবে।
- প্রাসঙ্গিক নথি আপলোড করতে হবে। ‘টার্মস অ্যান্ড কন্ডিশনস’ স্বীকার করে এবং ‘প্রিভিউ‘ এ ক্লিক করতে হবে।
- আবেদনের সমস্ত বিবরণ সঠিকভাবে প্রিভিউ স্ক্রিনে প্রদর্শিত হলে, আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে ‘জমা দিন’ বোতামে ক্লিক করতে হবে।
এইচডিএফসি ব্যাংক পরিবর্তন স্কলারশিপে যে সব প্রার্থীরা আবেদন করবেন, তাদের আবেদন পত্রটি সম্পূর্ণ হলে তাদের ইমেইলে অ্যাপ্লিকেশন আইডি এবং স্কলারশিপটা যে কমপ্লিট হয়েছে তার একটি কনফারমেশন পাবেন। পরবর্তীকালে এই স্কলারশিপের জন্য যে সমস্ত ছাত্রছাত্রীরা নির্বাচিত হবে তাদেরকে ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দিয়ে যোগাযোগ করা হবে।
এইচডিএফসি ব্যাংক পরিবর্তন স্কলারশিপ ২০২৩: প্রয়োজনীয় নথিপত্র (HDFC Bank Parivartan Scholarship 2023: Important Documents )
এইচডিএফসি ব্যাংক পরিবর্তন স্কলারশিপে আবেদন করতে হলে যে সমস্ত নথিপত্রগুলি প্রয়োজন সেগুলি হল-
১) রঙিন পাসপোর্ট – সাইজ এর ছবি।
২) আগের বছরের মার্কশিট (2022-23)।
৩) পরিচয় প্রমাণ (আধার কার্ড/ভোটার আইডি/ড্রাইভিং লাইসেন্স) ।
৪) চলতি বছরের ভর্তির প্রমাণ (ফির রসিদ/ভর্তি পত্র/প্রতিষ্ঠান আইডি কার্ড/বোনাফাইড সার্টিফিকেট) (2023-24)।
৫) আবেদনকারী ব্যাঙ্কের পাসবুক/বাতিল চেক (তথ্যও আবেদনপত্রে ক্যাপচার করা হবে)।
৬) আয়ের প্রমাণ (নীচে প্রদত্ত তিনটি প্রমাণের যেকোনো একটি)।
• গ্রাম পঞ্চায়েত/ওয়ার্ড কাউন্সিলর/সরপঞ্চ দ্বারা জারি করা আয়ের প্রমাণ।
• এসডিএম/ডিএম/সিও/তহসিলদার দ্বারা জারি করা আয়ের প্রমাণ।
• হলফনামা।
৭) পারিবারিক/ব্যক্তিগত সংকটের প্রমাণ (যদি প্রযোজ্য হয়)।
এইচডিএফসি ব্যাংক পরিবর্তন স্কলারশিপ ২০২৩: প্রয়োজনীয় তারিখ (HDFC Bank Parivartan Scholarship 2023: Important Dates )
এইচডিএফসি ব্যাঙ্ক পরিবর্তন স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে ও অনলাইনে আবেদন করা শেষ তারিখ ৩০শে সেপ্টেম্বর ২০২৩।
গুরুত্বপূর্ণ লিঙ্ক (Important links)
আরও পড়ুন:
👉 ছাত্রছাত্রীরা ১০,০০০ টাকা করে পাবে মাহিন্দ্রা ট্যালেন্ট স্কলারশিপ-এ, এই ভাবে আবেদন করতে হবে (Mahindra All India Talent Scholarship 2023)
👉 ৪০০০০ টাকা ছাত্র-ছাত্রীরা পাবে এই স্কলারশিপে আবেদন করে, আবেদন পদ্ধতি জেনে নিন
👉 ডেটা এন্ট্রী অপারেটর, ক্লার্ক সহ অন্যান্য পদে চাকরির সুযোগ, বিস্তারিত জানুন
👉 পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন দপ্তরে চাকরির সুযোগ, যোগ্যতা, আবেদন পদ্ধতি জেনে নিন
এইচডিএফসি ব্যাংক পরিবর্তন স্কলারশিপে আবেদনের শেষ তারিখ কবে?
Ans: ৩০ সেপ্টেম্বর ২০২৩।
এইচডিএফসি ব্যাংক পরিবর্তন স্কলারশিপ কারা পাবে?
Ans: প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী ও অন্যান্য উচ্চশিক্ষা ও পেশাদারী কোর্সের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
এইচডিএফসি ব্যাংক পরিবর্তন স্কলারশিপের বৃত্তি কত দেওয়া হবে?
Ans: শিক্ষার্থীকে প্রায় ১৫ হাজার থেকে ৭৫ হাজার টাকার মত দেওয়া হবে বছরে।