৩০০০ টাকা প্রতি মাসে পাবেন কেন্দ্র সরকারের এই প্রকল্পে! রইলো আবেদন পদ্ধতি

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

সাধারণ মানুষের সুবিধার কথা ভেবে সরকার একাধিক প্রকল্প চালু করেছে। ছোট শিশু থেকে শুরু করে যুবক-যুবতী ও বৃদ্ধ-বৃদ্ধা সকলের জন্যই রয়েছে সুবিধা উপযোগী প্রকল্প। এই প্রকল্পগুলির মাধ্যমে মানুষ এখনও উপকৃত হয়ে চলেছে।   

তবে সম্প্রতি সাধারণ মানুষের কথা ভেবে কেন্দ্রীয় সরকার (Government of India) আবারও এক নতুন প্রকল্প চালু করেছে। এই প্রকল্পে আবেদন করলেই আপনি পেয়ে যাবেন ৩০০০ টাকা। তবে এই প্রকল্পে আবেদন করতে হলে কিছু যোগ্যতা থাকা দরকার। নিম্নে এই প্রকল্পের ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হলো-

আমাদের দেশে যারা অসংগঠিত কর্ম সংস্থানের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের সুবিধার কথা ভেবে কেন্দ্রীয় সরকার (Government of India) এবং রাজ্য সরকার (State Government) এই নতুন প্রকল্পের শুভ সূচনা করেছে। এসব শ্রমিকদের সন্তানের শিক্ষা, কন্যার বিবাহ এবং চিকিৎসার খরচের জন্য এই প্রকল্প চালু করা।

প্রকল্পের নাম ও বিবরণ

কেন্দ্রীয় সরকারের (Central Government) চালু করা এই প্রকল্পের নাম হল ই-শ্রম কার্ড (e-Shram Card)। এই প্রকল্পের মাধ্যমে আবেদনকারীদের আর্থিক সাহায্যের সঙ্গে সঙ্গে অন্যান্য বিভিন্ন সুবিধা প্রদান করা হয়। যদিও এই প্রকল্পটি অনেক আগেই চালু করা হয়েছে তবে অনেকেই এই প্রকল্পের ব্যাপারে এখনো জানেনা। তাই তাদের সকলকে অবগত করানোর জন্য আজকের এই বিশেষ প্রতিবেদনে।

আরও পড়ুন: ১২,৩৮৮ টাকা প্রতি মাসে পেতে পারেন LIC-র এই দুর্দান্ত স্কিমে, পদ্ধতি জেনে নিন

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

কারা এই প্রকল্পের সুবিধা পাবে?

  • যারা অসংগঠিত কর্ম সংস্থানে কাজ করেন সেইসব শ্রমিকরা ই-শ্রম কার্ডের (e-Shram Card) জন্য আবেদন করতে পারবে।
  • আবেদনকারী শ্রমিকদের বয়স ১৬ থেকে ৫৯ বছরের মধ্যে হবে।

আবেদন প্রক্রিয়া

এই প্রকল্পে আবেদন করা যাবে অনলাইন মাধ্যমে। ই-শ্রম কার্ড (e-Shram Card) প্রকল্পে যারা আবেদন করতে চান তাদের  eshram.gov.in এই ওয়েবসাইটে যেতে হবে।

আরও পড়ুন: মেয়ে থাকলেই পাবেন ৬৯ লক্ষ টাকা! কী ভাবে টাকা পাবেন? রইলো বিস্তারিত

প্রয়োজনীয় নথিপত্র

ই-শ্রম কার্ডের (e-Shram Card) জন্য আবেদন করতে যেসব নথিপত্র লাগবে সেগুলো হলো নিম্নরূপ-

  1. আধার কার্ড (Aadhar Card)
  2. আধার-সংযুক্ত মোবাইল নম্বর (Aadhar Link Mobile Number)
  3. ব্যাংকের পাস বই (Bank Pass Book)

আরও পড়ুন: FREE বিদ্যুৎ ১ কোটি বাড়িতে! বিরাট ঘোষণা মোদির! কারা ও কী ভাবে সুবিধা পাবেন?

ই-শ্রম কার্ডের সুবিধা

কেন্দ্রীয় সরকারের (Central Government) তরফ থেকে অসংগঠিত কর্ম সংস্থানে কর্মরত শ্রমিকদের যে ই-শ্রম কার্ড (e-Shram Card) প্রদান করা হবে তাতে একাধিক সুবিধা পাওয়া যাবে।

১) যেসব শ্রমিকের কাছে এই ই-শ্রম কার্ড (e-Shram Card) থাকবে ভবিষ্যতে কোন দুর্ঘটনা হলে তাদের ২ লক্ষ টাকা পর্যন্ত বীমা দুর্ঘটনার সুবিধা প্রদান করা হবে।

২) কোন রকম দুর্ঘটনার স্বীকার হয়ে যদি কোন শ্রমিক মারা যায় তাহলে তার পরিবার ২ লক্ষ টাকা সুবিধা পাবে।

৩) আর যদি কোন শ্রমিক আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয় তাহলে সরকারের পক্ষ থেকে ১ লক্ষ টাকা দেওয়া হবে।

৪) যেসব শ্রমিকদের কাছে এই কার্ড থাকবে তাদের UAN প্রদান করা হবে এর মাধ্যমে তারা এই প্রকল্পের একাধিক সুবিধা লাভ করতে পারবে।

গুরুত্বপূর্ণ লিংক

WhatsApp গ্রুপে যুক্ত হনযুক্ত হন

Sarmin Rima

সারমিন রিমা (Sarmin Rima) Bong Hunt-এর একজন সদস্য। বাংলা ভাষা ও সাহিত্যে তিনি স্নাতকোত্তর (M.A)। পড়াশুনা করেছেন সাংবাদিকতা নিয়েও। এছাড়াও বিভিন্ন ডিজিটাল মাধ্যমে তাঁর বিগত ৩ বছরের সাংবাদিকতার অভিজ্ঞতা রয়েছে। শিক্ষা, চাকরি, সরকারি প্রকল্প সহ বিভিন্ন বিষয়ে লেখায় তিনি সিদ্ধহস্ত।