Adhaar Card নিয়ে বিরাট খবর! আপনারও এই কাজ বাকি নেই তো?
আধার কার্ড (Adhaar Card) নিয়ে কেন্দ্রে তরফ থেকে নতুন খবর জারি করা হলো। যারা এখনো আধার কার্ড (Adhaar Card) আপডেট করেননি তারা আরো কিছুদিন আপডেট করার সময় পাবেন। কেন্দ্রের তরফ থেকে আগামী ১৪ মার্চ পর্যন্ত বিনামূল্যে আধার কার্ড (Adhaar Card) আপডেট করার সময় নির্ধারণ করা হয়েছিল। কিন্তু সম্প্রতি ইউআইডিএআই (UIDAI)-এর তরফ থেকে এই সময়সীমা আরো তিন মাসের জন্য বাড়ানো হলো। আগামী ১৪ জুন পর্যন্ত বিনামূল্যে আধার কার্ড আপডেট করা যাবে।
Unic Identification Authority of India (UIDAI)-এর তরফ থেকে বলা হয়েছে যে যাদের এখনো আধার কার্ড (Adhaar Card) আপডেট করা হয়নি তারা ১৪ জুন পর্যন্ত সরাসরি মাই আধার পোর্টালে (myaadhaar portal) গিয়ে বিনামূল্যে আধার কার্ড (Adhaar Card) আপডেট করতে পারবে।
নিম্নে আধার কার্ড (Adhaar Card) আপডেট করার সম্পূর্ণ প্রসেস বলে দেওয়া হলো-
১) এর জন্য প্রথমে ইউআইডিএআই (UIDAI)-এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
আরও পড়ুন: মেয়ের নামে সুকন্যা না কি সমৃদ্ধি স্ত্রীর সঙ্গে MIS? কোথায় বেশি লাভবান হবেন?
২) সেখানে গিয়ে আধার নম্বর ও ক্যাপচা কোড দিয়ে লগইন করতে হবে।
৩) এতে আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বর লিঙ্ক করা থাকে তাতে একটি ওটিপি (OTP) নম্বর আসবে। সেটি দিয়ে লগইন করতে হবে।
৪) এরপরে ‘আপডেট ডেমোগ্রাফিক ডেটা অপশনে’ ক্লিক করতে হবে।
আরও পড়ুন: ২০,০০০ টাকা করে প্রতি মাসে আজীবন পাবেন! পোস্ট অফিসের এই স্কিম জেনে নিন
৫) সেখানে একাধিক অপশন দেখতে পাবেন তার মধ্যে থেকে আপনি যে তথ্য আপডেট করতে চান সেই অফসানে সিলেক্ট করে প্রসিড অপশনে ক্লিক করতে হবে।
৬) এরপরে আপনার আধার তথ্য আপডেটের জন্য প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে।
৭) সাবমিট করার আগে আপনার তথ্য গুলি একবার যাচাই করে নিন তারপর ফাইনাল ভাবে সাবমিট করুন।
আরও পড়ুন: PM Surya Ghar Prakalpa: বিনামূল্যে সৌর বিদ্যুৎ-এর জন্য আবেদন করবেন কী ভাবে? রইলো পদ্ধতি
প্রসঙ্গত উল্লেখ্য, আপনি যদি বাড়িতে বসে আধার আপডেট করতে না চান তাহলে যে কোন সাইবার ক্যাফে গিয়েও এই কাজ করতে পারেন তবে তার জন্য আপনাকে ৫০ টাকা প্রদান করতে হবে। তবে এর বেশি টাকা যদি কেউ দাবী করে তাহলে গত বছরের কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী তাকে ৫০ হাজার টাকা জরিমানা দিতে হবে।