IPL 2024: নাইটদের বিরুদ্ধে মাঠে ফিরেই বেগুনি টুপি দখল করলো মুস্তাফিজুর, দৌড়ে আর কে কে আছেন?
IPL 2024: একটি ম্যাচ খেলতে পারেননি তিনি। আর সেই ম্যাচেই পিছিয়ে রয়েছেন তারা। আবার দলে ফিরতেই পার্পল ক্যাপের দৌড়ে প্রথম স্থানে উঠে এলেন মুস্তাফিজুর রহমন (Mustafizur Rahman)। KKR (কলকাতা নাইট রাইডার্স)-এর বিপক্ষে মাঠে খেলতে নেমে ২ উইকেট নিয়েছেন বাংলাদেশে এই তারকা পেসার। হলুদ জার্সিতে CSK-এর হয়ে ম্যাচে বল হাতে খেলতে নেমে বিশেষ ভূমিকা নিয়েছেন ফিজ।
গতকাল তিনি ৪ ওভারের স্পেলে প্রতিপক্ষকে ২২ রান দিয়ে ২ উইকেট তুলে নেন মুস্তাফিজুর রহমান (Mustafizur Rahman)। সবথেকে বড় ব্যাপার হল, ১৮ তম ওভারে বল করে মাত্র ৯ রান ও ২০ তম ওভারে মাত্র ২ রান খরচ করেন এই বাঁহাতি খেলোয়াড়। জেনে নিন এবার পার্পল ক্যাপের দৌড়ে এগিয়ে রয়েছে কে কে?
নাম | ম্যাচ | উইকেট |
মুস্তাফিজুর রহমন | ৪ | ৯ |
যুজবেন্দ্র চাহাল | ৪ | ৮ |
খালিল আহমেদ | ৫ | ৭ |
মোহিত শর্মা | ৫ | ৭ |
গেরাল্ড কোয়েৎজে | ৪ | ৭ |
পার্পল ক্যাপের দৌড়ে যারা রয়েছেন তাদের নাম উপরিউক্ত তালিকায় দেওয়া হলো। এই তালিকায় এখনও অবধি দ্বিতীয় স্থানে রয়েছেন, রাজস্থান রয়্যালসের স্পিনার যুজবেন্দ্র চাহাল (Jaswinder chahal)। তিনি এই অবধি রাজস্থানের হয়ে খেলেছেন ৪টি ম্যাচ। তার সঙ্গে রয়েছে ৮টি উইকেট। এবারের IPL টুর্নামেন্টে দিল্লি ক্যাপিটালস দলের প্রদর্শন একদমই ভালো নয়। এবারের পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে রয়েছে দিল্লি ক্যাপিটালস দল।
৫টি ম্যাচের মধ্যে মাত্র ১টি ম্যাচ জয়লাভ করেছে তারা। তবে এবার পার্পেল ক্যাপের দৌড়ে তৃতীয় স্থানে রয়েছে দিল্লি ক্যাপিটালস দলের বোলার খালিল আহমেদ (khaleel Ahmed)। এই অবধি ৫টি ম্যাচ খেলে তাঁর সংগ্রহে রয়েছে ৭ টি উইকেট। এরপরে তালিকার আরও ২জন খেলোয়াড়ের সংগ্রহেও রয়েছে ৭টি উইকেট। তাঁরাও খেলেছেন ৫ টি ম্যাচ। তালিকায় পরবর্তী স্থানে রয়েছেন গুজরাত টাইটান্স দলের বলার মোহিত শর্মা (Mohit Sharma)। তারপরে তালিকায় রয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে প্রথম বার আইপিএল টুর্নামেন্টে খেলতে নামা গেরাল্ড কোয়েৎজের নাম। তাঁর সংগ্রহেও রয়েছে ৭ টি উইকেট।
গতকাল কলকাতা নাইট রাইডার (KKR) টিমের বিপক্ষে লাস্ট দুটি ওভারে খুব সুন্দর বল করেছেন মুস্তাফিজুর। তিনি ১৮তম ওভারে বল করে রাসেলের বিপক্ষে। সেই সময়ে আন্দ্রে রাসেলের (Andre Russell) স্ট্রাইক রেট থাকে সাধারণত ২৩০-এর ওপর। যদিও মুস্তাফিজুর দূর্দান্ত বোলিং তাঁকে হাত খুলতে দেয়নি সেদিন। সেই ওভার থেকে মাত্র ৯ রান ওঠে।
আরও পড়ুন: প্রধান শিক্ষক নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ! বিস্তারিত জেনে নিন