SSC Recruitment 2024: অবশেষে SSC-র মাধ্যমে ৪,০০০ শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হলো! জেনে নিন বিস্তারিত

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

SSC Recruitment 2024: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। দীর্ঘ অপেক্ষার পর SSC-এর দ্বারা প্রায় ৪০০০ শূন্যপদে করা হবে কর্মী নিয়োগ। এই মর্মে কর্মী নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী আবেদনকারী প্রার্থীরা অবিলম্বে আবিলম জানাতে পারেন।

পদের নাম (Name of The Post):

Staff Selection Commission-এর পক্ষ থেকে একাধিক পদে করা হবে কর্মী নিয়োগ। সংশ্লিষ্ট পদ গুলি হল-

১. Data Entry Operator (DEO)

২. Data Entry Operator Grade „A‟

৩. Lower Division Clerk (LDC) / Junior Secretarial Assistant (JSA).

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

শূন্যপদের সংখ্যা (Number of Vacancy):

Staff Selection Commission-এর পক্ষ থেকে সংশ্লিষ্ট পদগুলিতে ৩৭১২ টি শূন্যপদে করা হবে কর্মী নিয়োগ।

বয়সের সময়সীমা (Age Limit):

সংশ্লিষ্ট পথগুলিতে আবেদনের জন্য আগ্রহী আবেদনকারী প্রার্থীর বয়স ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর আবেদনকারী প্রার্থীদের জন্য রয়েছে বয়স ছাড়।

আরও পড়ুন: Rain Forecast: বর্ষা নিয়ে বিরাট সুখবর আবহাওয়া অফিসের! কবে মিলবে স্বস্তি?

মাসিক বেতন (Monthly Salary):

নিয়োগ করা প্রার্থীদের পদের ভিত্তিতে দেওয়া হবে বেতন।

১. Data Entry Operator (DEO) পদে নিয়োগ করা প্রার্থীদের প্রতি মাসে ২৫,৫০০ টাকা থেকে ৪১,১০০ টাকা অবধি বেতন দেওয়া হবে।

২. Data Entry Operator Grade „A‟ পদে নিয়োগ করা প্রার্থীদের প্রতি মাসে ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা অবধি বেতন দেওয়া হবে।

৩. Lower Division Clerk (LDC) / Junior Secretarial Assistant (JSA) পদে নিয়োগ করা প্রার্থীদের প্রতি মাসে ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা অবধি বেতন দেওয়া হবে।

আরও পড়ুন: ৬,৫৭০ শূন্যপদে পঞ্চায়েতে চাকরির সুযোগ!জানুন আবেদন পদ্ধতি সহ বিস্তারিত  

আবেদন পদ্ধতি (Application Process):

সংশ্লিষ্ট পদগুলিতে আবেদনের জন্য আগ্রহী আবেদনকারী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রথমে আবেদনকারী প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটে (https://ssc.gov.in) রেজিস্ট্রেশন করাতে হবে। তারপর আবেদন পত্রটি সঠিকভাবে পূরণ করতে হবে। এরপর আবেদনকারী প্রার্থীর স্বাক্ষর এবং সম্প্রতি তোলা একটি ফটো আপলোড করতে হবে। এরপর আবেদন বাবদ অর্থ দিয়ে করে আবেদন পত্রটি জমা করতে হবে।

আবেদন মূল্য (Application Fees):

সংশ্লিষ্ট পদগুলিতে আবেদনের জন্য আগ্রহী আবেদনকারী জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের আবেদন বাবদ ১০০ টাকা জমা করতে হবে। স্ক এবং ST এবং PWBD ক্যাটাগরির প্রার্থীরা বিনামূল্যে আবেদন করতে পারবেন।

আরও পড়ুন: ১ লক্ষ ৪২ হাজার টাকা পর্যন্ত বেতনে কৃষি দপ্তরে চাকরির সুযোগ! রইলো আবেদন পদ্ধতি সহ বিস্তারিত

নিয়োগ প্রক্রিয়া (Recruitment Process):

আগ্রহী আবেদনকারী প্রার্থীদের কম্পিউটার বেস পরীক্ষার মাধ্যমে সংশ্লিষ্ট পদ গুলিতে নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা (Education Qualification):

সংশ্লিষ্ট সকল পদ গুলিতে আবেদনের জন্য আবেদনকারী প্রার্থীদের ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস হতে হবে।

আবেদনের সময়সীমা ( Last Date of Application):

আগ্রহী আবেদনকারী প্রার্থীরা সংশ্লিষ্ট পদগুলিতে ৮ এপ্রিল ২০২৪ থেকে ৭ মে ২০২৪ অবধি আবেদন করতে পারবেন।

আরও পড়ুন: Panta Bhat: গরমে পান্তা ভাত খেলে কী হয়? শরীরের উপকার নাকি ক্ষতি? জানুন

গুরুত্বপূর্ণ লিংক

WhatsApp গ্রুপে যুক্ত হন