Kalyani University TPO Recruitment 2025: কল্যাণী বিশ্ববিদ্যালয়ে অফিসার পদে কর্মী নিয়োগ! বেতন প্রতিমাসে ৭৫ হাজার টাকা।

Kalyani University TPO Recruitment 2025: পশ্চিমবঙ্গ রাজ্যের অন্যতম জনপ্রিয় বিশ্ববিদ্যালয়ে উচ্চ বেতনের কর্মচারী হিসেবে নিযুক্ত করা হচ্ছে রাজ্যের চাকরিপ্রার্থীদের। বর্তমানে গোটা রাজ্যে বেকারত্ব একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই সমস্যার সমাধানের উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকার সহ রাজ্য সরকারগুলি প্রচেষ্টা চালাচ্ছে। এবারে পশ্চিমবঙ্গ রাজ্যের নদীয়া জেলায় অবস্থিত কল্যাণী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হল। যেখানে কর্মী হিসেবে নিযুক্ত হলেই প্রতি মাসে মিলবে ৭৫,০০০/- টাকার বেতন।

এই নিয়োগটি (Kalyani University TPO Recruitment 2025) ঘুরিয়ে দিতে পারে পশ্চিমবঙ্গ রাজ্যের যোগ্য চাকরির প্রার্থীর জীবন। তাই ইচ্ছুক চাকরি প্রার্থীরা আর কিছু না ভেবে আজকের প্রতিবেদন থেকে এই নিয়োগের সম্পূর্ণ তথ্য গুলি জেনে বুঝে নিয়ে আবেদনটি সেরে ফেলুন। আজকের প্রতিবেদনে এই নিয়োগের পদের নাম, আবেদনের যোগ্যতা এবং আবেদন পদ্ধতি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করা হলো।

Important Dates

আবেদন শুরুইতিমধ্যেই শুরু হয়ে গেছে
আবেদন শেষ১০/০৪/২০২৫

Read More: ভারত ইলেকট্রিক্যালস লিমিটেডে মেডিকেল কনসালট্যান্ট পদে কর্মী নিয়োগ! সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ।

পদের বিবরণ

নিয়োগকারী দপ্তরকল্যাণী বিশ্ববিদ্যালয়
পদের নামট্রেনিং ও প্লেসমেন্ট অফিসার পদে
মোট শূন্য পদের সংখ্যা১টি

আবেদনের বিভিন্ন যোগ্যতা

১) ইচ্ছুক চাকরি প্রার্থীকে যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্ততপক্ষে ৫৫% নম্বরের সঙ্গে স্নাতকোত্তর ডিগ্রী প্রাপ্ত হতে হবে।

২) আবেদনে ইচ্ছুক (Kalyani University TPO Recruitment 2025) প্রতিটি চাকরির কাছে অন্ততপক্ষে ৭ বছরের সুপারভাইজার হিসাবে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।

৩) ন্যূনতম ৩৫ বছর থেকে এই পদের জন্য চাকরির আবেদন জানাতে পারবেন।

৪) চাকরিপ্রার্থীর কথোপকথন এবং মার্কেটিং এর বিষয়ে যথাযথ জ্ঞান থাকতে হবে।

৫) পাশাপাশি পশ্চিমবঙ্গ রাজ্যের ইন্ডাস্ট্রিয়াল দপ্তরে কাজ করার বিষয়ে অভিজ্ঞতা থাকলে এক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন সীমা

Kalyani University TPO Recruitment 2025 তে কর্মী হিসেবে নিযুক্ত করা প্রতিটি চাকরি প্রার্থীকে প্রতি মাসে ৭৫ হাজার টাকা বেতন প্রদান করা হবে বলে জানানো হয়েছে।

নিয়োগ পদ্ধতি

এক্ষেত্রে প্রথমে আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্য থাকলে প্রার্থীদের বাছাই করে একটি তালিকা প্রস্তুত করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তারপরে শর্ট লিস্টেড চাকরিপ্রার্থীদের ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। ইন্টারভিউ উত্তীর্ণ যোগ্য প্রার্থীকে ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে উল্লেখিত পদে কর্মী হিসেবে নিযুক্ত করা হবে।

আবেদন পদ্ধতি

Kalyani University TPO Recruitment 2025 ইচ্ছুক চাকরি প্রার্থীরা অনলাইন মাধ্যমে আবেদনের জন্য Www.klyuniv.ac.in -এই অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমেই নিজেদের বৈধ মোবাইল নম্বর এবং নামের সাথে একটি রেজিস্ট্রেশন করে নিন। তারপরে নিজের সমস্ত তথ্যের সাথে আবেদনপত্র পূরণ করুন এবং বৈধ নথিপত্র গুলি মোবাইল বা কম্পিউটারের সাহায্যে আপলোড করে দিন। সবশেষে আবেদন মূল্য জমা করে আবেদনটির সাবমিট করে দিন।

আবেদন মূল্য

SC/ST/OBC/PWD৫০০/- টাকা
অন্যান্য চাকরিপ্রার্থী১০০০/- টাকা

Kalyani University TPO Recruitment 2025

Official WebsiteClick Here
Official NotificationDownload PDF

Leave a Comment