National Book Trust Recruitment 2025: ভাষাপ্রেমী চাকরিপ্রার্থীদের জন্য দুর্দান্ত সুখবর!ন্যাশনাল বুক ট্রাস্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে বেশ কয়েকটি চাকরিপ্রার্থীকে বিভিন্ন ভাষার পর্যালোচনার জন্য নিয়োগ করা হচ্ছে। এক্ষেত্রে ইংরেজি হিন্দি এবং ওড়িয়া ভাষায় যথেষ্ট পরিমাণে যোগ্যতা রয়েছে এমন চাকরিপ্রার্থীরা আবেদন জানাতে পারবেন এবং মাসের শেষে দুর্দান্ত বেতনের সুবিধাও পাবেন।
চাকরিপ্রার্থীরা এই প্রতিবেদন থেকে পদ এবং কাজের বিবরণ, মাসিক বেতনের তথ্য, শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা, নিয়োগ পদ্ধতি এবং আবেদন পদ্ধতি সংক্রান্ত তথ্যগুলি। ভালোভাবে জেনে বুঝে নিতে পারবেন। এরপর একেবারেই দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব আবেদনটি জানিয়ে দেবেন।
Important Dates
আবেদন শুরু | ইতিমধ্যেই শুরু হয়ে গেছে |
আবেদন শেষ | ০৭/০৪/২০২৫ |
Read More: কল্যাণী বিশ্ববিদ্যালয়ে অফিসার পদে কর্মী নিয়োগ! বেতন প্রতিমাসে ৭৫ হাজার টাকা।
পদের বিবরণ
নিয়োগকারী দপ্তর | ন্যাশনাল বুক ট্রাস্ট অফ ইন্ডিয়া |
পদের নাম | নিচে বিস্তারিত |
মোট শূন্য পদের সংখ্যা | ১১ টি |
পদের নাম (National Book Trust Recruitment 2025)
- কনসালটেন্ট।
- ইভেন্ট অফিসার।
- লিটারারি কিউরেটর।
- এডিটর।
কাজের বিবরণ
জাতীয় ই-পুস্তকালয় থেকে বই পাবলিশ করার জন্য বিভিন্ন পদে মূলত ইংরেজি হিন্দি এবং ওড়িয়া ভাষার বিশেষজ্ঞদের নিয়োগ করা হচ্ছে। এখানে বিভিন্ন পদ অনুসারে নিযুক্ত কর্মীকে পৃথক কাজের সঙ্গে যুক্ত হতে হবে। ই-পুস্তকের যাবতীয় এডিটিং, ইভেন্ট ম্যানেজমেন্ট এবং অন্যান্য বিষয়ের জন্য নিযুক্ত কর্মীদের এখানে চুক্তিভিত্তিক পদে নিয়োগ করা হচ্ছে।
বয়স সীমা (National Book Trust Recruitment 2025)
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, সর্বোচ্চ ৪০ বছর থেকে ৫৫ বছর বয়সী চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা
১) কনসালটেন্ট- কম্পিউটার সাইন্স বিষয়ের উপর B.E./B.Tech/B.Sc ডিগ্রী থাকলে চাকরিপ্রার্থীরা এই পদের জন্য আবেদন জানাতে পারবেন। প্রতিক্ষেত্রেই চাকরিপ্রার্থীদের সংস্থার পক্ষ থেকে বলে দেওয়া যথাযথ অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে।
২) ইভেন্ট অফিসার- এই পদে আবেদনের জন্য ইচ্ছুক চাকরিপ্রার্থীকে ইভেন্ট ম্যানেজমেন্ট বিষয়ের উপর স্নাতকোত্তর ডিগ্রির পাশাপাশি ১০ বছর থেকে ১৫ বছরের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।
৩) লিটারারি কিউরেটর- মাস কমিউনিকেশন বা এর সমতুল্য বিষয়ের উপর স্নাতক ডিগ্রি থাকলে এই পদে আবেদন জানানো যাবে। এক্ষেত্রেও চাকরিপ্রার্থীকে অন্ততপক্ষে ৫ বছর থেকে ৭ বছরের পূর্ব অভিজ্ঞ হতে হবে।
৪) এডিটর- স্নাতকোত্তর ডিগ্রী এবং ৫ বছর থেকে ৭ বছরের পূর্ব অভিজ্ঞ ব্যক্তিরা এই পদে আবেদন জানাতে পারবেন।
মাসিক বেতন
National Book Trust Recruitment 2025 তে পদ অনুসারে চাকরিপ্রার্থীরা ন্যূনতম ৬০,০০০/- টাকা থেকে ২,৫০,০০০/- টাকা পর্যন্ত মাসিক বেতন লাভ করবেন।
আবেদন পদ্ধতি
আবেদনের জন্য প্রতিটি ইচ্ছুক চাকরির থেকে অফলাইন মাধ্যমে আবেদনপত্র পূরণ করে নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে। এর জন্য www.nbtindia.gov.in -এই ওয়েবসাইট থেকে আবেদন পত্রটি ডাউনলোড করে বলে দেওয়া পদ্ধতি অবলম্বন করে হাতে-কলমে পূরণ করবেন। তারপরে প্রয়োজনীয় নথিপত্র একত্রিত করে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দেবেন।
আবেদন পাঠানোর ঠিকানা
National Book Trust, India, 5, Institutional Area, Phase-II, Vasant Kunj, New Delhi 110070
National Book Trust Recruitment 2025
Official Website | Click Here |
Official Notification | Download PDF |